মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয়

প্রিয় পাঠক আপনি হয়তো মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন। রূপচর্চা করার ক্ষেত্রে বিভিন্ন উপায়ে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন যুগ থেকে। বর্তমান যুগে মুলতানি মাটির ব্যবহার কোন অংশে কম নয়। চলুন জেনে নেওয়া যাক মুলতানি মাটির ব্যবহার পদ্ধতি।
মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয়
পোস্টসূচিপত্রঃমুলতানি মাটি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী, কিভাবে ব্যবহার করতে হবে এবং মুলতানি মাটি ব্যবহারের ফলে আমাদের ত্বকের কি পরিবর্তন হবে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

মুলতানি মাটি চেনার উপায়

মুলতানি মাটি চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য গুলো লক্ষ্য করলে মুলতানি মাটি চেনা যায়। চলুন আর দেরি না করে মুলতানি মাটির বৈশিষ্ট্য গুলো জেনে নেওয়া যাকঃ

রং বাজারের সাধারণত দুই ধরনের মুতানি মাটি পাওয়া যায়। এই দুই ধরনের মুলতানি মাটির মধ্যে একটি রং হয়ে থাকে হলুদ রঙের অন্যটি রং ধূসর রঙের। আমাদের রূপচর্চায় হলুদ রঙের মুলতানি মাটি বেশি কার্যকরী। তাই রূপচর্চার ক্ষেত্রে চেষ্টা করবেন হলুদ রঙের মুলতানি মাটি সংগ্রহ করতে।

ঘ্রাণ মুলতানি মাটির সাধারণত কোন ঘ্রাণ নেই। তবে যেসব কোম্পানি মুলতানি মাটি বিক্রি করে সেই কোম্পানিগুলো প্যাকেজিংয়ের সময় বিভিন্ন সুগন্ধিযুক্ত ঘ্রাণ যুক্ত করে। আসল মুলতানি মাটি চেনার ক্ষেত্রে ভালো প্যাকেজিং যুক্ত মুলতানি মাটির ঘ্রাণ নকল মুলতানি মাটি থেকে উৎকৃষ্ট হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার ত্বকের জন্য ভালো একটি কোম্পানির মুলতানি মাটি সংগ্রহ করার।


কার্যকারিতা যেহেতু মুলতানি মাটির কোন ঘ্রাণ নেই তাই আসল মুলতানি মাটি চিনতে হলে অবশ্যই আপনাকে ব্যবহার করে দেখতে হবে। আসল মুলতানি মাটি ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আসল মুলতানি মাটি খুব দ্রুত আপনার ত্বককে ফর্সা, উজ্জ্বল এবং মসৃণ করে তুলবে। তাই আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি আসল মুলতানের মাটি আর কোনটি নকল।

মুলতানি মাটির ফেসপ্যাক

মুলতানি মাটিতে প্রচুর পরিমাণ মিনারেলস থাকায় এই মাটি আমাদের ত্বকে জন্য অনেক কার্যকরী। প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ত্বকের জন্য মুলতানি মাটির বেশ কিছু ফেসপ্যাক রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ত্বকের জন্য কার্যকরী মুলতানি মাটি কিছু ফেসপ্যাক সম্পর্কে।

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে একটা চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর প্যাকটি আপনার ত্বকে ভালো করে লাগিয়ে নিন।ফেস প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি আপনার ত্বকে ব্যবহার করতে পারে। এর ফলে আপনার ত্বকের তৈলাক্ততা কমে যাবে। গোলাপ জল আপনার ত্বকের প্রাকৃতিক তেল ব্যালেন্স করে এবং পিএইচ মেন্টেন করে।

  • আপনার ত্বক যদি রুক্ষ হয় তাহলে এক চামচ মুলতানি মাটির সাথে পরিমাণ মত দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ফেস প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। দুধের প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন ই থাকার কারণে এই প্যাক আপনার ত্বকের রুক্ষতা কমিয়ে ত্বককে রাখবে মশ্চারাইজ।
  • এক চা চামচ মুলতানি মাটির সাথে এলোভেরা জেল এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের ব্রণের সমস্যা অনেকাংশে কমে যাবে। অ্যালোভেরা রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যা ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করে। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ফেপটাইডস যা ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করে। ব্রণের সমস্যা দূর করা ছাড়াও এই প্যাকটি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতেও সহায়তা করে।
  • উজ্জ্বল ত্বকের জন্য মুলতানি মাটির সাথে আলুর রস ভালোভাবে মিক্সড করে আপনার ত্বকে লাগাতে পারেন। শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি এবং আলুতে থাকা প্রাকৃতিক উপাদান আপনার ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করবে।
  • আপনার ত্বকের ওপেন পোর্স দূর করতে মুলতানি মাটির সাথে গোলাপজল অথবা শুধু পানি দিয়ে মিক্সড করে ত্বকে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বকের ওপেন পোর্স থেকে রেহাই পাবেন।

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়

মুলতানি মাটির গুনাগুন সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। বিশেষ করে যারা রূপচর্চার সঙ্গে জড়িত তাদের কাছে মুলতানি মাটি খুব পরিচিত একটি উপাদান।ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে আমরা বাজার থেকে কেমিক্যাল যুক্ত বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম কিনে থাকি যা আমাদের ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 

কেমিক্যাল যুক্ত ক্ষতিকারক ক্রিম ব্যবহার না করে খুব সহজেই ন্যাচারাল ভাবে আমাদের স্ক্রিন উজ্জ্বল ও ফর্সা করতে মুলতানি মাটির সাথে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারি।

আসুন জেনে নেওয়া যাক মুলতানি মাটি দিয়ে ত্বকের কোন কোন সমস্যা স্থায়ীভাবে সমাধান করা যায়-

উজ্জল ও ফর্সা স্কিন- উজ্জল ও ফর্সা স্কিনের জন্য এক চা চামচ মুলতানি মাটির সাথে কস্তুরী হলুদ বাটা মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে আপনার মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ ফর্সা হওয়ার জন্য এই ফেস প্যাকটি খুবই কার্যকরী।

তৈলাক্ত স্কিন- যাদের স্ক্রীন তৈলাক্ত তারা বাসায় বসে এক থেকে দেড় চামচ মুলতানি মাটির সাথে এক চা চামচ লেবুর রস ও গোলাপজল অথবা সাধারণ পানি মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে সপ্তাহে ০২ দিন সমস্ত মুখমন্ডলে লাগিয়ে ১০-২০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। 


এই ফেসপ্যাক এর সাথে লেবুর রস দেয়ার উদ্দেশ্য হলো লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আপনাকে প্রাকৃতিকভাবে আপনার স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং আপনার স্কিনের তৈলাক্ত ভাব অনেকটা কমিয়ে আনবে।

শুষ্ক স্কিন- শুষ্ক স্কিনের ক্ষেত্রে ২ চা চামচ মুলতানি মাটির সাথে গরুর দুধ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। সকালে এবং রাত্রিতে হাতে কিছু সময় নিয়ে সমস্ত মুখমন্ডলে লাগিয়ে অর্থাৎ ৩০-৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২-৩ দিন এ প্যাক ব্যবহার করলে স্কিনের শুষ্কভাবে কেটে যাবে এবং উজ্জল ও মসৃনতা বৃদ্ধি পাবে।

মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম

ব্রণের সমস্যায় আমরা কমবেশি অনেকেই ভূগে থাকি। ছোট বড় গোটার মত শক্ত ও ব্যথা যুক্ত ফুসকুড়ি হয়ে থাকে। যা অনেক সময় লাল হয়ে থাকে আবার কখনো চুলকায়। এই সকল সমস্যা হতে মুক্তির জাদুকরি উপাদান হল এই মুলতানি মাটি।

মুলতানি মাটির ফেসপ্যাক ০৩টি উপায়ে তৈরি করে ব্রণের সমস্যা দূর করতে পারি।

প্রথম পদ্ধতি হলো-এক চা চামচ এলোভেরা জেল, শসা উপরের অংশ, পুদিনা পাতা ও সামান্য পরিমাণে পানি একসঙ্গে ব্লেন্ড করে মিশ্রণটি থেকে ছাকনা দিয়ে ছেকে ০২ চা চামুচ মুলতানি মাটির সাথে মিশিয়ে ব্রোনের স্থানে লাগিয়ে অথবা পুরো স্কিনে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন। আশা করি ব্রোন মুক্ত ত্বক ফিরে পাবেন।

দ্বিতীয় পদ্ধতি হলো-২ চা চামুচ মুলতানি মাটির সাথে সিডারউড অয়েল অথবা টি ট্রি অয়েল ২-৩ ফোটার সাথে পরিমাণ মত পানি ভালোভাবে মিশিয়ে আমাদের স্কিনে লাগিয়ে ১০-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেললে ব্রোন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব।

তৃতীয় পদ্ধতি হলো-২ চা চামুচ মুলতানি মাটির সাথে নিম পাতা বাটা বা নিম পাউডার মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তারপরে শুকিয়ে গেলে সাধারণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ব্রণ দূর করতে এই প্যাকটি খুবই কার্যকরী।

মুলতানি মাটির অপকারিতা

মুলতানি মাটির উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে। এর সঠিক নিয়ম না জানা থাকলে উপকারের চাইতে অপকারই বেশি হবে। তাই মুলতানি মাটি ব্যবহারের পূর্বে সাবধানতা সম্পর্কে জেনে নেওয়া উচিত।

সাবধানতা সম্পর্কে কয়েকটি কথা উল্লেখ করা হলো-

  • আপনার স্কিনে কি ধরনের সেটা বুঝে নেন। তারপরে উপযুক্ত উপাদান মিশিয়ে মুলতানি মাটি ব্যবহার করুন।
  • শুষ্ক স্কিন আর অতিরিক্ত শুষ্ক স্কিনের মধ্যে আপনার স্কিন যদি অতিরিক্ত শুষ্ক হয়ে থাকে তাহলে মুলতানি মাটি ব্যবহার না করাই উত্তম। কারণ এতে আপনার স্কিন আরও শুষ্ক ও প্রাণহীন হয়ে যাবে।
  • তৈলাক্ত স্কিনে মুলতানি মাটি প্রতিদিন ব্যবহার করা যাবে না। এতে আপনার স্কিন কুচকে বা বলিরেখা পরার সম্ভবনা দেখা দিতে পারে।
  • মুলতানি মাটি মুখে লাগানোর সময় অবশ্যই চোখে উপরের নিচে পাতলা চামড়ার লাগাবেন না। এতে আপনার চোখের উপরে ও নিচের চামড়া ভাজ পরে যেতে পারে।
মুলতানি মাটি আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ব্রোন দূর করাসহ আরো অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। তাই আমাদের ত্বকের ধরন বুঝে মুলতানি মাটি ব্যবহার করতে হবে।

শেষ কথা

আমাদের ত্বকের উপকারিতার জন্য মুলতানি মাটিতে রয়েছে চুনের মিশ্রণ, খনিজ উপাদান এবং ত্বকের জন্য অত্যান্ত উপকারী কিছু প্রাকৃতিক উপাদান। মুলতানি মাটি দিয়ে তৈরি সমস্ত ফেসপ্যাক আপনি ঘরেই তৈরি করে আপনার ত্বকের যত্ন নিতে পারবেন। 

বিভিন্ন কেমিক্যাল সামগ্রী ব্যবহার না করে বিভিন্নভাবে মুলতানি মাটির ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, সুস্থ ,সুন্দর এবং কোমল।

আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে অথবা কোন উপকারে আসে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url