ঘরে বসে অনলাইনে জিডি করার নিয়ম

প্রিয় পাঠক আপনি হয়তো ঘরে বসে অনলাইন জিডি করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। আজ এই আর্টিকেলটির মাধ্যমে কিভাবে ঘরে বসে অনলাইনে জিডি করা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
ঘরে বসে অনলাইন জিডি করার নিয়ম
পোস্টসূচিপত্রঃএই আর্টিকেলটিতে অনলাইনে জিডি করার সম্পূর্ণ তথ্য স্ক্রিনশট সহ তুলে ধরার চেষ্টা করেছি। আপনার প্রয়োজন অনুযায়ী তথ্যটি সংগ্রহ করার রাখতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।

প্রয়োজনীয় জিনিস ফিরে পেতে যা করবেন

এই ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগে আপনার গুরুত্বপূর্ণ কোন জিনিস হারিয়ে গেলে অথবা রাস্তায় চলতে গিয়ে নিজের অজান্তে পড়ে গেলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় যাবেন কাকে বলবেন কে আপনার জিডি লিখবে এইসব বিলম্বনা থেকে মুক্তির উপায় হিসেবে বাংলাদেশ পুলিশে নতুন একটি সফটওয়্যার চালু করেছে। তার নাম হলো অনলাইন জিডি। 

এই অনলাইন জিডির মাধ্যমে আপনি খুব সহজেই যে কোন স্থানে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে যে থানায় এলাকায় আপনার মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছেন সেই থানার অফিসার ইনচার্জ বরাবর জিডি লিখে তা প্রেরণ করতে পারবেন।

অনলাইন জিডি করার নিয়ম সমূহ

আপনার স্মার্ট ফোন দিয়ে যদি জিডি করতে চান সে ক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Online GD নামক অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। নিচের ছবিতে যেখানে নিবন্ধন লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন।

তারপরে আপনার ব্যাক্তিগত মোবাইল দিয়ে সাবমিট করুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি যথাস্থানে বসিয়ে দিন।

পরের ধাপে জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন নিচে পরিচয়পত্র যাচাই ওখানে ক্লিক করুন।

তারপর আপনার বর্তমান ঠিকানাটি লিখুন এবং লাইভ ছবি তুলুন আবার সাবমিট করুন। পুনরায় লগইন ইউজারের ঘরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার দেয়া পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন। পরবর্তীতে এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন


এখন আপনার এই ড্যাসবোর্ডে বেশ কিছু অপশন রয়েছে।

অপেক্ষামান আবেদন- আপনি যদি জিডির জন্য কোন আবেদন করে থাকেন তাহলে এই অপেক্ষামান আবেদনে গিয়ে আপনে আপনার আবেদনের অবস্থা দেখতে পারবেন।

গৃহিত আবেদন- এই অপশনে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার কোন আবেদনটি গৃহীত হয়েছে।


অগৃহিত আবেদন- এই অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কোন আবেদনটি গৃহীত হয়নি।

তদন্তাধীন জিডি- এই অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কোন জিডিটি তদন্তাধীন রয়েছে।

নিষ্পত্তিকৃত জিডি- এই অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কোন জিডিটি নিষ্পত্তি হয়েছে।

নিচে দেওয়া আছে জিডি এর জন্য আবেদন (তথ্য এন্ট্রি)। আরও একটি কথা আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি দুইভাবে আবেদন করতে পারবেন।
  • হারানো
  • পাওয়া
হারানো- এই অপশনে ক্লিক করলে আপনি তথ্য এন্ট্রি অপশনে যাবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি পাবেন আপনার যে ক্যাটাগরির হারিয়ে গেছে ঐ ক্যাটাগরি ক্লিক করবেন।


ধরেন আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি ডকুমেন্ট এ ক্লিক করুন।


তারপরে জাতীয় পরিচয়পত্র ওখানে ক্লিক করুন।এখানে আপনার জাতীয় পরিচয়পত্রে যা যা তথ্য চাইবে আপনি সেই সেই তথ্য গুলো বসাবেন।
  • জাতীয় পরিচয় পত্র নম্বর দিন
  • জন্ম তারিখ দিন
  • জন্মস্থান
  • রক্তের গ্রুপ
  • ইস্যুর তারিখ
  • মেয়াদ উত্তীর্ণ তারিখ
  • জরুরি যোগাযোগকারীর নাম
  • সম্পর্ক
  • ফোন নাম্বার
  • বিভাগ
  • জেলা
  • থানা
  • ইউনিয়ন
  • গ্রাম
এগুলো সঠিক উত্তর দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন

অনলাইন জিডিতে সকল তথ্য দেওয়ার পর যা করবেন

এখানে সনাক্তকারী চিহ্ন জায়গায় নিচে ছবি দেখতে পাবেন। ওখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি যুক্ত করবেন। তার নিচে দেখতে পারবেন একাধিক ডকুমেন্ট যদি জাতীয় পরিচয়পত্রের সাথে অন্যান্য ডকুমেন্ট হারিয়ে ফেলেন তাহলে এখানে যুক্ত করতে পারবেন। তারপরে দেখতে পারবেন হারানো স্থান, সময়, ঘটনার বিবরণ। 

শুরুতেই আপনাকে হারানোর স্থান নির্বাচন করতে হবে। শুরুতে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড এবং স্থানের বিবরণ নির্বাচন করুন অর্থাৎ আপনার যে স্থানে আপনার ডকুমেন্টটা হারিয়েছেন তার বিবরণ টা লিখুন। তারপরে তারিখ, সময় দেওয়া আছে । প্রথমে আপনি তারিখ ও সময় নির্বাচন করুন। ঘটনাটি যে তারিখ ও সময়ে ঘটেছে সেই তারিখ ও সময় টি বসিয়ে দিন। 


তারপরে পাবেন ঘটনার বিবরণ- স্থানের অবস্থা নির্বাচন করবেন, স্থানের প্রকৃতি নির্বাচন করবেনে এবং হারানোর অবস্থা নির্বাচন করবেন। তারপরে নিচে আর একটি অপশন পাবেন। সেই খানে লিখা থাকবে আপনি জাতীয় পরিচপত্র খোজাখুজি করেছেন কিনা? আপনি হাঁ তে ক্লিক দিবেন। তারপরে নিচে লিখা থাকবে এন্টি্র ফর। 

যদি আপনার ডকুমেন্টের জন্য জিডি করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন আর অন্যের জন্য যদি জিডি করেন তাহলে অন্য জন সিলেক্ট করে তার সমস্থ তথ্য প্রদান করবেন। তারপরে ভেরিফাইতে ক্লিক করবেন। 

তারপরে সাবমিটে ক্লিক করবেন এবং দেখবেন আপনার সকল আবেদন প্রিভিউ আকারে চলে আসবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তারপরে যে ফোন নাম্বার দিয়ে আপনি আইডি টা এ্যাকটিভ করেছিলেন ঐমোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটা যথাস্থানে বসিয়ে দিয়ে ওকে করবেন। 

তারপরে আপনাকে একটি ট্যাকিং নাম্বার দেওয়া হবে। সেটা সংগ্রহ করে রাখবেন। আর এককপি প্রিন্ট করে নিজের কাছে না রেখে থানায় গিয়ে এপ্রুভ করে সিলযুক্ত স্বাক্ষর করে আনবেন। পরবর্তীতে এই জিডিটি আপনি ব্যবহার করতে পারবেন কোন রকম সমস্যা ছাড়া।

শেষ কথা

বর্তমান সময়ে ব্যস্ততার কারণে মানুষের পক্ষে থানায় ছোটাছুটি করা সম্ভব হয়ে ওঠেনা। তবুও মূল্যবান কিছু হারিয়ে গেলে জিডি করার প্রয়োজন পড়ে। তাই বর্তমানে থানায় ছোটাছুটি না করে অনলাইন এর মাধ্যমে আপনি আপনার জিডি করার ঝামেলাটি সম্পন্ন করতে পারেন। তাই আপনার ফোনে অনলাইন জিডি অ্যাপটি ইন্সটল করে রাখতে পারেন।

আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা কোন উপকারে আসে তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url