ডিসেম্বর মাসের সরকারি ছুটির তালিকা ও দিবস সমূহ ২০২৩
প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই ডিসেম্বর মাসের দিবস সমূহ ও ডিসেম্বর মাসের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে চাচ্ছেন। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। বিস্তারিত তথ্য জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃআর্টিকেলটিতে ডিসেম্বর মাসের ছুটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে দিবস এবং ছুটি সম্পর্কে।
ভূমিকা
ইংরেজি মাসের ১২ তম মাস হলো ডিসেম্বর মাস। বাঙ্গালীদের কাছে ডিসেম্বর মাস হল বিজয়ের মাস। তাই ডিসেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। এই বিশেষ ছুটি এবং বিশেষ দিবস গুলো সম্পর্কে যদি আপনি বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। আমি চেষ্টা করেছি ২০২৩ এর ডিসেম্বরের ছুটি এবং দিবস সম্পর্কে সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আমাদের সঙ্গে থাকবে।
ডিসেম্বর মাসের সরকারি ছুটি ২০২৩
সকল বাঙালি জানে ডিসেম্বর মাসের গুরুত্বের কথা। বাঙ্গালীদের কাছে ডিসেম্বর মাস হল বিজয়ের মাস। কেননা এই ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে বাংলাদেশ বিজয় অর্জন করে।
বাংলাদেশ যে দিনটিতে বিজো অর্জন করেছে ডিসেম্বর মাসের সেই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি সরকারি বেসরকারি ভাবে সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়। চলুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসের সরকারি ছুটিগুলো সম্পর্কে।
২০২৩ সালের ১৬ই ডিসেম্বর হলো রোজ শনিবার: সরকারি ছুটির মধ্যে ১৬ই ডিসেম্বর হল বিজয় দিবস উপলক্ষে ছুটি। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এই বিজয় অর্জন করে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা বাঙ্গালীদের কাছে আত্মসমর্পণ করে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে সাক্ষী হয়ে থাকবে। পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে পাকিস্তানি সেনারা বাঙ্গালীদের কাছে আত্মসমর্পণ করে। ঢাকার সোহরাওয়াদী উদ্যানে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের সেনা সদস্যের প্রধান ও যৌথ বাহিনীর প্রধান আত্মসমর্পণ করেন।
ঠিক তখন থেকেই বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। প্রতি বছর ডিসেম্বর মাসের ১৬ তারিখে পালন করা হয় ১৬ই ডিসেম্বর বা বিজয় দিবস। এই দিনটিতে বিভিন্ন অফিস আদালতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে।
আরও পড়ুনঃ কর্ণফুলী টানেল নিয়ে বিস্তারিত তথ্য
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে পিটি,প্যারেড, ডিসপ্লে ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও বিজয় দিবসে বিভিন্ন বাহিনী যেমন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে থাকে।
২০২৩ সালের ২৫ ডিসেম্বর রোজ সোমবার বড়দিন: ২০২৩ সালের ছুটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ছুটি হলো খ্রিস্ট ধর্মের বড়দিন বা ক্রিসমাস ডে। বড়দিন হল খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছরই ২৫ ডিসেম্বর এই দিনটি খ্রিস্টান ধর্মের লোকেরা খুবই জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করে। এজন্য ২৫ ডিসেম্বর কে ধরা হয় সরকারি ছুটির আরেকটি গুরুত্বপূর্ণ দিন।
খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে এই ২৫শে ডিসেম্বর তাদের যিশুখ্রিস্টের জন্ম হয়। তাই তারা এই দিনটিকে বড়দিন বা ক্রিসমাস ডে বলে। যদিও যীশু খ্রীষ্টের জন্মদিন সম্পর্কে খ্রিস্টান পন্ডিতদের মতবিরোধ রয়েছে তবুও এই দিনটিকে ২৫শে ডিসেম্বর সর্বজনীনভাবে বড়দিন বা ক্রিসমাস ডে পালন করা হয়।
ডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩
- ০১ ডিসেম্বর---মুক্তিযোদ্ধা দিবস
- ০৬ ডিসেম্বর---স্বৈরাচার পতন দিবস
- ০৮ ডিসেম্বর---জাতীয় যুব দিবস
- ০৯ ডিসেম্বর---বেগম রোকেয়া দিবস
- ১০ ডিসেম্বর---জাতীয় ভ্যাট দিবস
- ১২ ডিসেম্বর---স্মার্ট বাংলাদেশ দিবস
- ১৪ ডিসেম্বর---শহীদ বুদ্ধিজীবী দিবস
- ১৬ ডিসেম্বর---বিজয় দিবস
- ১৯ ডিসেম্বর---বাংলা ব্লগ দিবস
২০২৩ ডিসেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহঃ
- ০১ ডিসেম্বর---বিশ্ব এইডস দিবস
- ০৩ ডিসেম্বর---বিশ্ব প্রতিবন্ধী দিবস
- ০৪ ডিসেম্বর---বিশ্ব নৌ দিবস
- ০৫ ডিসেম্বর---বিশ্ব মৃত্তিকা দিবস
- ০৫ ডিসেম্বর---আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক স্বেচ্ছাসেবক দিবস
- ০৭ ডিসেম্বর---আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস
- ০৯ ডিসেম্বর---আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বিশ্ব গণহত্যা স্মরণ দিবস
- ১০ ডিসেম্বর---বিশ্ব মানবাধিকার দিবস
- ১১ ডিসেম্বর---বিশ্ব পর্বত দিবস
- ১২ ডিসেম্বর---আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস
আরও পড়ুনঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
- ১৩ ডিসেম্বর---আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস
- ১৮ ডিসেম্বর---আন্তর্জাতিক অভিবাসী দিবস
- ১৮ ডিসেম্বর---জাতিসংঘ আরবি ভাষা দিবস
- ২০ ডিসেম্বর---আন্তর্জাতিক মানব সংহতি দিবস
- ২৫ ডিসেম্বর---বড়দিন
- ২৭ ডিসেম্বর---আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস
ডিসেম্বর মাসের বেসরকারি ছুটি ২০২৩
ডিসেম্বর মাসের বেসরকারি ছুটি ২০২৩ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। বেসরকারি ছুটির কোন নির্দিষ্ট দিন নেই, বেসরকারি ছুটি সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তি প্রতিষ্ঠানের উপর।বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বেসরকারি ছুটি গুলো নির্ধারণ করে থাকে।
তাই তাদের যখন ইচ্ছা তখন ছুটি প্রদান করতে পারে। যদিও সরকারি ছুটির নির্দিষ্ট দিন নির্ধারণ করা থাকে কিন্তু বেসরকারি ছুটির কোন নির্দিষ্ট দিন নির্ধারণ করা থাকে না।
শেষ কথা
আর্টিকেলটি যেহেতু ডিসেম্বর মাসের দিবস সমূহ ও ডিসেম্বর মাসের সরকারি ছুটি নিয়ে এই সম্পর্কে পুরো আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা আছে। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ডিসেম্বর মাসের ছুটি ও দিবস সম্পর্কে অবগত হয়েছে।
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা কোন উপকারে আসে তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url