ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় - ফাউমি মুরগির খাবার তালিকা
বাচ্চাদের সর্দিকাশির ঘরোয়া উপায়প্রিয় পাঠক আপনি হয়তো ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়-ফাউমি মুরগির খাবার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন । আজ এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ফাউমি মুরগি সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য।ফাউমি মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।
আর্টিকেলটিতে আরো ফাউমি মুরগি চেনার উপায় সহ ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় ,খাবার তালিকা এবং ভ্যাকসিন সিডিউল সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।
পোস্ট সূচিপত্রঃতাই আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে ফাউমি মুরগি পালন করলে সফল খামারি হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন।
ফাউমি মুরগির বাচ্চা চেনার উপায়
ফাউমি বেশ সহিষ্ণু জাত। ফাউমি মুরগির জাত বাংলাদেশের গরম আবহাওয়ার জন্য উপযুক্ত জাত। ফাউমি মুরগি এতটাই সুস্বাদু যে এই মুরগি খাওয়াতে কখনো অরুচি হয় না।বাংলাদেশের বিভিন্ন জাতের মুরগির মধ্যে ফাউমি মুরগি অন্যতম একটি জাত।
এখনো অনেকে রয়েছেন যারা ফাউমি মুরগি চেনেন না বা অন্যান্য মুরগির মধ্যে ফাউমি মুরগি চিহ্নিত করতে পারেন না। আপনারা যেন ফাউমি মুরগি কিনতে গিয়ে প্রতারিত না হন তাদের জন্য ফাউমি মুরগি চেনার কিছু উপায় সম্পর্কে আলোচনা করব।
- আমি যাদের মুরগির এক একটি বড় বড় ঝুটি থাকে।
- এর খাজগুলো সুষম। কানের লতি, মাথার ঝুঁটি এবং গলার ফুল উজ্জ্বল লাল বর্ণের।
- চোখ গার বাদামি ঠোট এবং পায়ের নখ ধূসর বর্ণের।
- কানের লতির মধ্যে সাদা সাদা স্পট থাকে এবং নিলাভ কালো পা।
- রুপালী সাদা রং এর ঘাড় এবং কালো কালো ছোপের পালকে ঢাকা সারা শরীর।
- ফাউমি জাতের মুরগির দুটি রঙের জাত স্বীকৃত তা হল সিলভার পেন্সিল ও গোল্ডেন পেন্সিল ।
- ফাউমি মোরগ গড়ে একটির ওজন প্রায় ১.৮ কেজি ও একটি মুরগির ওজন প্রায় ১.৫ কেজি হয়ে থাকে।
- বর্তমানে বাংলাদেশে সিলভার পেন্সিল ফাউমি মুরগি সবচেয়ে বেশি পরিচিত এবং দেশের একমাত্র ফাউমি জাত হিসেবে পরিচিত।
ফাউমি মুরগি পালন পদ্ধতি
অন্যান্য মুরগির মতো ফাউমি মুরগি খুব সহজে পালন করা যায়। বাংলাদেশের আবহাওয়ার জন্য ফাওমি মুরগি একটি উপযুক্ত জাত। যেহেতু ফাউমি মুরগি গরম সহ্য করতে পারে তাই বাংলাদেশের আবহাওয়ায় খুব সহজেই মানিয়ে নিয়েছে। এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হওয়ায় সহজে কোন রোগে আক্রান্ত হয় না।
খুব সহজেই লেয়ার মুরগির খাবার খাইয়ে এবং ভ্যাকসিন সিডিউল মেনে এই মুরগি পালন করা যায়। বর্তমান সময়ে অন্যান্য মুরগি থেকে ফাউমি মুরগি পালন বেশি লাভজনক কারণ এই মুরগি বিরতিহীন ভাবে ডিম দিতে পারে। কুচে হয় না বলে এই মুরগি অনেক দিন যাবত অনায়াসে ডিম দেয়।ফাউমি মুরগি পালনের জন্য প্রয়োজন কিছুটা জায়গার।
কেননা ফাউমি মুরগি বন্দি থাকতে পছন্দ করে না। খামারে রাখলেও চেষ্টা করবেন কিছুটা সময় বাইরে বের করার। দুপুরে সময়টা বাহিরে বের করে রাখবেন এবং চেষ্টা করবেন শাক অথবা ঘাস জাতীয় খাবার খাওয়ানোর এর ফলে আপনার খাবার খরচটাও অনেক অংশে কমে যাবে।
ফাউমি মুরগির দাম কত
বর্তমান সময়ে যেহেতু প্রত্যেক জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে সব ধরনের মুরগির দাম আগে থেকে অনেক বেড়ে গিয়েছে। এজন্য ফার্মি মুরগির বাজার দর আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ সোনালি মুরগি পালনের সঠিক পদ্ধতি
বর্তমান বাজারদর অনুযায়ী ফাউমি মুরগি ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অঞ্চল ও জায়গা ভেদে এর দামের কম বেশি হতে পারে। সে ক্ষেত্রে আপনারা যাচাই-বাছাই করে ফাউমি মুরগি ক্রয় করতে পারেন।
ফাউমি মুরগির খাবার তালিকা
ফাওমি মুরগিকে সাধারণত লেয়ার মুরগির খাবার খাওয়ানো হয়। আপনি যদি অল্প পরিসরে ফাউমি মুরগি পালন করতে চান ।তবে আপনি চাইলে দেশি মুরগির মত সব ধরনের খাবারই ফাউমি মুরগিকে দিতে পারেন। এই মুরগি চাল, ভুট্টা, খুদ এমনকি বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে।
তবে আপনি যদি বাণিজ্যিকভাবে ফাউমি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনি চাইলে ফাউমি মুরগিকে ফিড খাওয়ানোর পাশাপাশি দুপুরে এক বেলা করে যখন ফাউমি মুরগি বাহিরে ছেড়ে দিবেন তখন বিভিন্ন ধরনের শাক অথবা ঘাস খাওয়াতে পারেন। নিচে ১ দিন থেকে ডিম দেওয়া পর্যন্ত ফাউমি মুরগির খাবার তালিকা তুলে ধরা হয়েছে।
- ফাউমি মুরগিকে প্রথম যখন ব্রুডিং এ ছাড়া হয় এরপর ২৪ ঘণ্টার মধ্যে লেয়ার স্ট্যাটার দিতে হবে।
- ১ দিন থেকে ১৫ দিন পর্যন্ত বাচ্চাকে লেয়ার স্ট্যাটাস খাওয়াতে হবে।
- বাচ্চা একটু বড় হলে ১৬ দিন থেকে ৪০ দিন পর্যন্ত লেয়ার গ্রোয়ার খাওয়াতে হবে।
- এরপর ৪১ দিন থেকে সাড়ে ৪ মাস পর্যন্ত লেয়ার গ্রোয়ার খাওয়াতে হবে। এই লেয়ার গ্রোয়ারের দানাগুলো হবে একটু বড়।
- এরপর সাড়ে ৪ মাস প্লাস হলে যখন ২০% বা ৫০% ডিম আসবে তখন থেকে লেয়ার লেয়ার খাবারটা দিতে হবে এবং সাথে সোনালী গ্রোয়ার কিছুটা মিশিয়ে দিতে হবে।
ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা
অন্যান্য মুরগির তুলনায় ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।ফাউমি মুরগি সাধারণত সোনালি মুরগির প্যারেন্ট স্টক হিসেবে ফাউমি মুরগি পালন করা হয়ে থাকে।ফাউমি মুরগি বেশ কিছু রোগ প্রতিরোধী যেমন ম্যারেক্স ডিজিজ। তবে আপনি যদি ফাউমি মুরগির খামার করতে চান তাহলে আপনাকে বেশ কিছু রোগের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য ভ্যাকসিন একটি কার্যকরী পন্থা। আপনার খামারের মুরগিকে সুস্থ রাখতে চাইলে সঠিকভাবে ভ্যাকসিন সিডিউল মেনে চলা উচিত। চলুন জেনে নেই ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে।
- ১ থেকে ৩ দিন বয়সে রানীক্ষেত + ব্রংকাইটিস আই বি + এন ডি সরাসরি চোখে এক ফোটা দিতে হবে।
- ৭ থেকে ৯ দিন বয়সে জাম্বুরা আইবিডি সরাসরি মুখে এক ফোটা দিতে হবে।
- ১৬ থেকে ১৭ দিন বয়সে রানীক্ষেত ল্যাসোটা সরাসরি চোখে এক ফোটা দিতে হবে।
- ১৮ থেকে ২০ দিন বয়সে গাম্বুরা আইবিডি সরাসরি খাবার পানিতে মিশিয়ে দিতে হবে।
- ২৪ থেকে ২৮ দিন বয়সে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ইভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিল্ড চামড়ার নিচে ইনজেকশন এর মাধ্যমে পুশ করতে হবে।
- ৩০ থেকে ৩৫ দিন বয়সে ফাউল পক্স ডি এন এ সরাসরি ডানায় সুচ ফুটিয়ে দিতে হবে।
- ৬ থেকে ৭ সপ্তাহে রানীক্ষেত এন ডি কিল্ড ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন এর মাধ্যমে পুশ করতে হবে।
- ৮ সপ্তাহে ফাউল কলেরা ফাউল কলেরা নির্দেশনা মোতাবেক দিতে হবে।
- ৯ সপ্তাহে ইনফেকশাস করাইজা, সালমোনিলা করাইজা + সালমোনিলা কিল্ড সরাসরি নির্দেশনা মোতাবেক দিতে হবে।
- ১২ সপ্তাহে ফাউল কলেরা কিল্ড নির্দেশনা মোতাবেক দিতে হবে।
- এছাড়াও প্রতি ৬ মাস অন্তর রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে।
ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়
ফাউমি মুরগি বেশ ভালো ডিম দেওয়া মুরগির জাত হিসেবে খ্যাত। এরা দেশি মুরগির মতো ছোট আকারে সাদা রঙের ডিম দিয়ে থাকে। এরা সাধারণত কুচে হয় না বা ডিমে তা দেয় না। তবে ফাউমি মুরগির বয়স যখন দুই বছর হয় তারপর থেকে ডিমে তা দেওয়ার প্রবণতা দেখা যায়।ফাউমি মুরগির খুব দ্রুত ম্যাচিউরিটি চলে আসে।
মোরগ গুলো অবিশ্বাস্যভাবে ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে ডাক দেওয়া শুরু করে। মুরগি গুলো সাড়ে ৪ থেকে ৫ মাসের মধ্যে ৫০% ডিম দেওয়া শুরু করে দেয় এবং ৬ মাসের মধ্যে পুরো দমে ডিম দেওয়া শুরু করে দেয়।১ টি ফাউমি মুরগি বছরে ৭৫ থেকে ৮০% ডিম দিয়ে থাকে। তবে আবহাওয়া ও পরিবেশ ভেদে ডিম দেওয়া কম বেশি হতে পারে।
ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় সহজে কোন রোগ আক্রান্ত করতে পারে না।ফাউমি মুরগির ডিম দেশি মুরগির ডিমের মতো অত্যন্ত সুস্বাদু একটি ডিম। ফাউমি মুরগি বিরতিহীন ভাবে ডিম দেয় বলে, এই মুরগিকে ডিমের রানী বলা হয়।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে ফাউমি মুরগি সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। ফাউমি মুরগি পালন করতে হলে এই বিষয়গুলো সম্পর্কে জানা থাকা খুবই প্রয়োজন। তাই আপনাদের সুবিধার জন্য আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। আর্টিকেলটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন এবং কোন কিছু জানতে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url