প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে সজনে পাতার উপকারিতা
পেঁপে পাতার উপকারিতা জানতে এখানে ক্লিক করুনপ্রিয় পাঠক আপনি হয়তো প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে সজনে পাতার উপকারিতা জানতে চাচ্ছেন। আজ আমি এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব সজনে পাতার গুড়া আমাদের ত্বক ও চুলের জন্য কতটা উপকারী। রূপচর্চায় সজনে পাতার গুড়ার উপকারিতা সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সজনে ডাঁটা ও পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সে ব্যাপারে হয়তো সবারই জানা। কিন্তু সজনে পাতা যে আমাদের ত্বকের জন্য বেশ উপকারী একটি উপাদান সে সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানিনা। তাই আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব সজনে পাতার গুড়া আমাদের ত্বক ও চুলের জন্য ঠিক কতটা প্রয়োজন। যা আমাদের ত্বক ও চুলকে উজ্জ্বল ও হেলদি করতে সাহায্য করে।
পোস্ট সূচীপত্রঃচলুন আর দেরি না করে জেনে নেই সজনে পাতার গুড়া আমাদের ত্বক ও চুলের যত্নে কতটা কার্যকর সেই সম্পর্কে।
ত্বক ও চুলের যত্নে সজনে পাতা -ভূমিকা
সজনে ডাঁটা ও পাতাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরের নানা ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে পারে। পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও সজনে ডাটা ও পাতার বেশ উপকারিতা রয়েছে। বিশেষ করে সজনে পাতার গুড়া আমাদের ত্বক ও চুলকে হেলদি ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে বেশ উপকারী।
আমাদের ত্বকের বিভিন্ন দাগ ছোপ দূর করার পাশাপাশি রুখ্য চুলের প্রাণ ফেরাতে এবং চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে থাকে। শরীরকে রোগ ব্যাধি থেকে মুক্ত ও সুস্থ রাখার পাশাপাশি সজনে পাতা আমাদের ত্বকের ভেতর থেকে পুষ্টি যুগিয়ে থাকে। যা আমাদের ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সহায়তা করে।
সজনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিনসমূহ যার কারণে সজনে পাতাকে সুপারফুড বলা হয়। এই পুষ্টিগুণ ছাড়াও সজনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। যা আমাদের ত্বককে হেলদি রাখতে সহায়তা করে থাকে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবো ত্বক ও চুলের যত্নে সজনে পাতা কতটা উপকারী।
ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা
সজনে ডাঁটা ও পাতা শাক ও সবজি হিসেবে পরিচিত হলেও সজনে পাতার গুড়া আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। এই গাছের প্রায় সব উপাদানই নানা গুনাগুণে সমৃদ্ধ। তবে ত্বকের যত্নে বিশেষ করে সজনে পাতা এবং সজনে পাতার গুড়া বেশি উপকারী। সজনে পাতা আমাদের ত্বকের বয়সের ছাপ এবং পিগমেন্টেশন দূর করতে বেশ ভালো কাজ করে।
যা আপনার কুঁচকে যাওয়ার ত্বক টানটান করতে বেশ কার্যকর। এছাড়াও মুখের ব্রণ প্রতিরোধ করতে দারুন ভাবে কাজ করে। সজনে পাতাতে থাকা ভিটামিন সি ত্বকের রং উজ্জ্বল করতে সহায়তা করে থাকে। আমাদের অনেকের স্কিনেই পোরের মত সমস্যা রয়েছে।
আপনি যদি নিয়মিত সজনেপাতা ব্যবহার করেন তাহলে সজনে পাতাতে থাকা প্রোটিন আপনার ত্বকের পোরের সমস্যা সমাধান করতে সহায়তা করবে। এছাড়া আপনার ত্বকের আদ্রতা বজায় রাখতে এবং ত্বককে শুষ্ক ভাব দূর করতে বেশ কার্যকরী এই সজনে পাতা।
সজনে পাতার নিয়মিত ব্যবহার আপনার ত্বককে এই ধরনের সমস্যা থেকে দ্রুত সমাধান দিতে সহায়তা করবে। তাই আপনি যদি এই ধরনের কোন সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সজনে পাতা ব্যবহারের জন্য।
- বর্তমানে সজনে পাতার তেলের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কোম্পানির লিপবাম এবং লিফ কেয়ার প্রোডাক্টে এখন সজনের তেল ব্যবহার হচ্ছে।সজনের তেল আমাদের ঠোঁটের জন্য বেশ উপকারী। কারণ সজনে তেল ঠোঁটের আদ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং ঠোটকে করে নরম ও কোমল।
- আপনি যদি নিয়মিত সজনের তেল অথবা সজনে পাতার গুড়া ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের ক্ষত, বলি রেখা, কুচকানো ভাব, বিভিন্ন দাগ ছোপ ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সজনে পাতার ফেসপ্যাক বেশ কার্যকর। আপনি যদি নিয়মিত ত্বকে সজনে পাতার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
- সজনে পাতাতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বকের বিভিন্ন ফাংগাল ও একনে থেকে রক্ষা করতে সহায়তা করে। তাই আপনার ত্বকে যদি কোন ধরনের ব্রণের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সজনে পাতার তেল অথবা সজনে পাতার পাউডার ব্যবহার করার জন্য।
- আমাদের রক্তে টক্সিন জমে যাওয়ার জন্য মুখে ব্রণ দেখা দেয়। তাই আপনি যদি নিয়মিত সজনে পাতার গুড়া অথবা সজনে পাতার বীজ খান তাহলে আপনার রক্ত বিশুদ্ধ করতে সহায়তা করবে।
ত্বকের যত্নে সজনে পাতার ফেসপ্যাক
এতক্ষণ আমরা জানলাম সজনে পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। সজনে পাতা ব্যবহার করলে আমাদের ত্বকের কি কি উপকার হবে সে সম্পর্কে তো জানলাম কিন্তু কিভাবে ব্যবহার করলে উপকার গুলো আমরা পাব সে সম্পর্কে নিশ্চয়ই জানা হয়নি? তাই চলুন আর দেরি না করে আমরা এখন জেনে নেই কোন উপায়ে সজনে পাতার পেস্ট বা গুড়া আমাদের ত্বকে ব্যবহার করলে আমরা বেশ ভালো উপকার পাবো।
সজনে পাতার ও মধুর ফেসপ্যাকঃ আপনার প্রয়োজন অনুযায়ী এক টেবিল চামচ সজনে পাতার গুড়া নিয়ে নিন। এরপর এক টেবিল চামচ গোলাপ জল ও এক টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। আপনি চাইলে কয়েক ফোটা লেবুর রস ব্যবহার করতে পারেন। এরপর ফেসপ্যাকের ঘনত্ব বুঝে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিতে পারেন।
আরও পড়ুনঃ মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয়
এবার ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন, প্যাকটি শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর চেষ্টা করবেন ভালো একটি ময়শ্চারাইজার আপনার ত্বকে এপ্লাই করার জন্য। ময়েশ্চারাইজার ব্যবহার করার ফলে আপনার ত্বকের শুষ্ক ভাব দূর হবে।
চেষ্টা করবেন এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করার জন্য। এই প্যাকটি ব্যবহার করার ফলে আপনার ত্বকের ছোপ ছোপ দাগ, বলিরেখা এবং মলিনতা অনেকাংশে কমাতে সাহায্য করবে।
সজনে পাতা ও অ্যালোভেরার ফেসপ্যাকঃ এক টেবিল চামচ সজনে পাতার গুড়া ও অর্ধেক পরিমাণে এলোভেরার জেল নিন। এরপর এক টেবিল চামচ মধু ও সামান্য একটু লেবুর রস নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই ফেসপ্যাকটি আপনার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
এরপর ভালো একটি মশ্চারাইজার আপনার ত্বকে এপ্লাই করুন। এই প্যাকটি আপনার ত্বকের নানা ধরনের সমস্যা দূর করতে সহায়তা করবে।
দুধ ও সজনে পাতার ফেসপ্যাকঃ এক টেবিল চামচ সজনে পাতার গুড়া ও এক টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে আপনার তকে এপ্লাই করুন। ১০ মিনিট আপনার টকে রেখে প্যাকটি শুকিয়ে এলে ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর আপনার স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
কলা ও সজনে পাতার ফেসপ্যাকঃ এক টেবিল চামচ সজনে পাতার গুড়া ও অর্ধেক পরিমাণ পাকা কলা এবং এক টেবিল চামচ মধু এবং দুই ফোটার মতো টি ট্রি ওয়েল ভালোভাবে মিশিয়ে একটি পেজ তৈরি করুন। পেস্টটি আপনার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই প্যাকটি আপনার ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করবে।
চুলের যত্নে সজনে পাতার উপকারিতা
শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের যত্নে ও চুলের যত্নে সজনে পাতার উপকারিতা অনেক বেশি। ঝলমলে স্বাস্থ্যজ্জল চুলের জন্য সজনে পাতার জুড়ি নেই। এই কথাটি শোনার পর কি আপনি অবাক হচ্ছেন? হওয়ারই কথা! সজনে পাতা এবং ডাটা কে আমরা সাধারণত শাক ও সবজি হিসেবে ব্যবহার করে থাকি।
কিন্তু সজনে পাতা যে আমাদের ত্বক ও চুলের জন্য এতটা উপকারী সে বিষয়ে খুব কম মানুষই জানে। সজনে পাতায় থাকা এন্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর, যা আমাদের মাথার ত্বককে পরিষ্কার রাখতে সহায়তা করে থাকে। এছাড়াও সজনে পাতাতে থাকা ডিটক্সিফাইং ও হাইড্রেটিং উপাদান চুল বৃদ্ধি করতে সহায়তা করে।
সজনে পাতাতে থাকা বিভিন্ন ভেষজ গুনাগুন সম্পূর্ণ হওয়ায় এটি চুলের খুশকি দূর করতে বেশ কার্যকর। সজনে পাতার প্যাক মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের শুষ্ক ভাব দূর করতে সহায়তা করে। এছাড়াও সজনে পাতাতে থাকা প্রোটিন চুলকে ভেতর থেকে শক্ত ও মজবুত করতে সহায়তা করে। যা আমাদের চুল পড়া কমাতে বেশ কার্যকর।
- নিয়মিত সজনে পাতার গুড়া ব্যবহারের ফলে চুল লম্বা করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে। সেই সাথে চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি আগা ফাটা সমস্যা দূর হয়।
- সজনে পাতাতে থাকা এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সহায়তা করে।
- এছাড়াও সজনে পাতাতে রয়েছে হাইড্রেটিং এবং ডিটক্সি ফাইন উপাদান যা চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে থাকে।
- সজনে পাতাতে আরো রয়েছে প্রোটিন যা চুলকে ভেতর থেকে মজবুত ও শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুলের যত্নে সজনে পাতার হেয়ার প্যাক
সজনে পাতার গুড়া যেমন আমাদের ত্বকের জন্য উপকারী তেমনি আমাদের চুলের জন্য বেশ উপকারী। এতক্ষণ আমরা জেনেছি সজনে পাতার গুড়া আমাদের ত্বকের কি কি উপকার করে থাকে। কিন্তু এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে এখনো আমরা জানতে পারিনি।
তাই এখন আমরা চেষ্টা করব সজনে পাতার গুড়া কিভাবে আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল হবে ঝলমলেও প্রাণ উজ্জ্বল। তাই আর দেরি না করে চলুন জেনে নেই চুলের যত্নে সজনে পাতার হেয়ার প্যাকের কিছু রেসিপি সম্পর্কে।
চুলের যত্নে হেয়ার প্যাকঃ আপনার চুলের ঘনত্বের ওপর নির্ভর করে আপনাকে সজনে পাতার পাউডার নিতে হবে। যেমন ধরেন ২ টেবিল চামচ সজনে পাতার গুড়ার সাথে এক টেবিল চামচ মেহেদী পাতার গুড়া নিতে হবে। এরপর পেস্ট তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন টক দই নিয়ে নিতে হবে। চাইলে কয়েক ড্রপ কাস্টার অয়েল ও মেশাতে পারেন।
টক দইয়ের সাথে গুড়াগুলো ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আপনার মাথায় চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর প্যাকটি আপনার চুলে ৪০ থেকে ৪৫ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই প্যাকটিতে থাকা মেহেদী পাতা আপনার চুলকে উজ্জ্বল করতে সহায়তা করবে।
ছাড়াও আপনার মাথায় যদি খুশকি সমস্যা থেকে থাকে এই ব্যক্তি দারুণভাবে সমাধান দিবে। এই প্যাকটি আপনার মাথায় সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে বেশ ভালো ফল পাবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আশা করছি আর্টিকেলটি পরে আপনি অনেক উপকৃত হয়েছেন।আর্টিকেলটি পুরোপুরি পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের হাতের কাছে থাকা উপাদান দিয়ে কত সহজে আমরা আমাদের ত্বক এবং চুলের যত্ন নিতে পারি। তাই সম্ভব হলে উপকরণটি ব্যবহার করে দেখতে পারেন।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে জানাবেন। ভালো লাগলে ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন এবং কোন কিছু জানতে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url