ষাড় গরু মোটাতাজা করন - ষাড় গরুর খাদ্য তালিকা
টাইগার মুরগি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুনআপনারা যারা ষাঁড় গরু পালন করতে চান বা ষাঁড় গরু দিয়ে খামার পরিচালনা করতে চান তাদের জন্য আজ ষাড় গরুর মোটাতাজাকরণ-সার গরুর খাদ্য তালিকা সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। ষাঁড় গরু পালন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃএই আর্টিকেলের মাধ্যমে আমরা আজ জানব কিভাবে শার গরু পালন করে আমরা লাভবান হতে পারি। এবং ছোট পরিসরে একটি ষাঁড় গরুর খামার তৈরি করতে পারি।
ষাড় গরু মোটাতাজা করন-ভূমিকা
বর্তমান সময়ে ষাঁড় গরু পালন একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি উন্নত জাতের ষাঁড় গরু পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ষাঁড় গরু সম্পর্কে বিস্তারিত জানতে হবে। একটি উন্নত জাতের ষাঁড় গরু কিনে তাকে যদি সঠিকভাবে মোটাতাজাকরণ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি ভালো দামে সেই গরু বিক্রি করতে পারবেন।
আরও পড়ুনঃ ব্লাক বেঙ্গল ছাগল পালন লাভজনক হওয়ার কারণ
একটি উন্নত জাতের ষাঁড় গরু এক থেকে দুই বছরের মধ্যে বিক্রির উপযুক্ত হয়ে যায়। তাই আপনি যদি একটি ভাল জাতের ষাড় গরু পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো যাতে ষাঁড় গরু চিনতে হবে। এবং ষাঁড় গরুকে মোটাতাজাকরণের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করতে হবে।
তাই আজ এই আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে ভাল জাতের ষাঁড় গরু চেনার উপায়, ষাঁড় গরুর ছবি, ষাড় গরুর খাদ্য তালিকা ,ষাঁড় গরু মোটাতাজাকরণ ও ষাড় গরুর বাসস্থান সম্পর্কে। চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভাল জাতের ষাড় গরু চেনার উপায়
কুরবানী উপলক্ষ্য যারা খামারে ষার গরু লালন পালন করেত চান। তাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে গরু নির্বাচন করা। গরু নির্বাচনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো ভালোভাবে লক্ষ রাখতে হবে।
- এক থেকে দুই বছর বয়স এমন গরু নির্বাচন করতে হবে।
- সুস্থ গরুর নাকের উপরটা সাধারণত ভেজা ভাব থাকে।
- গরু সুস্থ, শারীরিকভাবে নিখুঁত ত্রুটিমুক্ত (খোড়া, গায়ে ঘা, অন্ধ, শরীরে টিউমার, রক্তশূন্যতা ইত্যাদি) কিছুটা ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী এমন গরু নির্বাচন করতে হবে।
- সংকর জাতের ষাড় বাছুর অথবা দেশী জাতের সাইজে বড় সেই সকল ষাড় বাছুর ক্রয় করতে হবে।
- ষাড় গরুর গায়ের চামড়া কিছুটা ঢিলা, পিঠ চ্যাপটা ও লেজ পর্যন্ত সমতল এবং গরুর কপাল চওড়া প্রশস্থ হবে সেই টা দেখে নিতে হবে।
- পায়ের গিট, পাঁজরের হাড় মোট, সামনের দিকে দুই পা মোট ও খাটো শক্ত সামর্থ এ ধরণের গরু নির্বাচন করতে হবে।
ষাড় গরুর ছবি
আপনারা যারা ষাড় গরু পালন করতে চান বা ষাড় গরু দিয়ে খামার করতে চান তাদের জন্য নচে কিছু উন্নত জাতের ষাড় গরুর ছবি দেওয়া হলো যাতে আপনারা কুব সহজে উন্নত জাত নির্বাচন করতে পারেন।
দেশি জাতের ষাড় গরু
ব্রাহমা জাতের ষাড় গরু
শাহিওয়াল জাতের ষাড় গরু
হলেষ্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাড় গরু
ষাড় গরুর খাদ্য তালিকা
মোটাতাজা করার জন্য গরুর ওজন অনুযায়ী দৈনিক যে পরিমাণ খাদ্য দিতে হবে তা নিম্নে আলোচনা করা হলো-
- গরুর শারীরিক ওজন ৫০ কেজি হলে- ধানের খড়- ০.৫০ কেজি, কাঁচা ঘাস- ২.০০ কেজি ও দানাদার খাদ্য- ১.২০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৮০ কেজি হলে- ধানের খড়- ১.০০ কেজি, কাঁচা ঘাস- ৩.০০ কেজি ও দানাদার খাদ্য- ২.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ১০০ কেজি হলে- ধানের খড়- ২.০০ কেজি, কাঁচা ঘাস- ৫.০০ কেজি ও দানাদার খাদ্য- ৩.৫০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ১৫০ কেজি হলে- ধানের খড়- ২.০০ কেজি, কাঁচা ঘাস- ৫.০০ কেজি ও দানাদার খাদ্য- ৩.৫০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ২০০ কেজি হলে- ধানের খড়- ৩.০০ কেজি, কাঁচা ঘাস- ৬.০০ কেজি ও দানাদার খাদ্য- ৪.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ২৫০ কেজি হলে- ধানের খড়- ৩.৫০ কেজি, কাঁচা ঘাস- ৭.০০ কেজি ও দানাদার খাদ্য- ৪.৫০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৩০০ কেজি হলে- ধানের খড়- ৪.০০ কেজি, কাঁচা ঘাস- ৮.০০ কেজি ও দানাদার খাদ্য- ৫.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৩৫০ কেজি হলে- ধানের খড়- ৪.০০ কেজি, কাঁচা ঘাস- ৮.০০ কেজি ও দানাদার খাদ্য- ৫.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৪০০ কেজি হলে- ধানের খড়- ৪.০০ কেজি, কাঁচা ঘাস- ৯.০০ কেজি ও দানাদার খাদ্য- ৫.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৪৫০ কেজি হলে- ধানের খড়- ৪.০০ কেজি, কাঁচা ঘাস- ১.০০ কেজি ও দানাদার খাদ্য- ৫.০০ কেজি পরিমাণে দিতে হবে।
- গরুর শারীরিক ওজন ৫০০ কেজি হলে- ধানের খড়- ৪.০০ কেজি, কাঁচা ঘাস- ১০.০০ কেজি ও দানাদার খাদ্য- ৫.০০ কেজি পরিমাণে দিতে হবে।
মাঝ বয়সী দুর্বল ও শুকনা গরুকে মোটাতাজা ও শরীরে মাংস বৃদ্ধি ক্ষেত্রে নিম্নোক্ত পরিমাণে খাদ্য তৈরি করতে হবে।
- খড়- ২.৫ হতে ৩ কেজি
- লালী গুড়/চিটাগুড়- ৫০০ গ্রাম
- লবণ- প্রয়োজন অনুযায়ী
- ঘাস- ৫ হতে ৬ কেজি
- গমের ভূষি- ০.৫ কেজি
- ইউরিয়া- ৭৫ গ্রাম
ষার গরুর বাসস্থান ব্যবস্থাপনা
গরু থাকার জায়গা উত্তম ও সঠিক হতে হবে। সাধরাণত উচু ও পরিষ্কার জায়গা বাসস্থান হিসেবে নির্বাচন করতে হবে। ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো-বাতাস প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি গরুর জন্য ২৮ বর্গফুট অর্থাৎ ৭ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থ জায়গা রাখতে হবে।
গরু থাকার স্থানটি সামনের দিকে একটু উচু রেখে পিছনের দিকে ঢালু করে দিতে হবে। যাতে খাবারের পানি অথবা প্রশাবের পানিতে যেন পুরো জায়গাটা স্যাতস্যাতে হয়ে না থাক।
ষাড় গরু মোটাতাজা করন
গরু ক্রয়ের সময় গরুর প্রকৃত মালিকের কাছে শুনে নিতে হবে। তার কাছে যখন গরুটি ছিলো তখন তিনি গরুকে কৃমি ডোজ অথবা রোগ প্রতিরোধ মূলক অথবা কোন প্রকার ভিটামিন দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে প্রথম ৭-১০ দিন আলাদা ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। অন্যান্য গরুর সাথে মিশতে দেওয়া যাবে না।
প্রথমে গরুকে লিভার টনিক দিতে হবে তার পাশাপাশি গোবর পরীক্ষার পর যদি দেখা যায় গরুর গোবরে গোল কৃমি ও পাতা কৃমি উভয়ই আছে। সে ক্ষেত্রে বাজারে বেশ কয়েকটি কৃমিনাশক ওষুধ পাওয়া যায়। সে গুলো খাওয়াতে পারেন।
এছাড়া প্রতি বছর বর্ষাকাল শুরু হওয়ার আগে যেমন- এপ্রিল/মে মাসের দিকে এবং বর্ষা কালের পরে সেপ্টেম্বর/অক্টোবর মাসের দিকে গরুকে কৃমি ডোজ খাওয়ানো উত্তম। এক মাসের উর্দ্ধে এমন গরুর বাছুরকে কৃমির জোজ খাওয়ানো যায়। কৃমি ডোজ খাওয়ানোর পর পর আবার গরুকে লিভার টনিক খাওয়াতে হবে। এতে গরুর লিভার অনেকটা সুস্থ ও স্বাভাবিক থাকবে।
তারপর থাকে গরুকে নির্দিষ্ট মাত্রায় প্রেটিন , ফ্যাট, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ও ফিড সাপ্লিমেন্টস ব্যবহার করলে খাদ্যের গুণগত মান বৃদ্ধি পাবে। এতে গরুর উৎপাদন বৃদ্ধি পায় ও রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি পায়।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আপনি হয়তো আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছে। কারণ এই আর্টিকেলে ষাঁড় গরু চেনার উপায়, ষাঁড় গরুর খাবার তালিকা ও ষাঁড় গরু মোটাতাজাকরণ সহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। আপনি যদি ষাঁড় গরু পালন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই তথ্যগুলি মাথায় রাখার চেষ্টা করবেন।
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। ভালো লাগলে ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন এবং কোন কিছু জানতে বা বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url