টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় - টাইগার মুরগির বৈশিষ্ট্য
ব্লাক বেঙ্গল ছাগল সম্পর্কে জানুনপ্রিয় পাঠক আপনি হয়তো টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় - টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাচ্ছেন। আজ এই আর্টিকেলের মধ্যে আমি চেষ্টা করেছি টাইগার মুরগী সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরার। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আর্টিকেলটি যদি বিস্তারিত পড়েন তাহলে আপনি টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় থেকে শুরু করে টাইগার মুরগির ঔষধ সম্পর্কে বিশেষভাবে জানতে পারবেন। এছাড়াও আরো কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে যেগুলো আপনি আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃতাই আর দেরি না করে চলুন জেনে নেই টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় ও টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য।
টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় - ভূমিকা
লাভজনক মুরগি পালন গুলোর মধ্যে টাইগার মুরগি অন্যতম। যে কারণে বর্তমান সময়ে মানুষ টাইগার মুরগি পালনের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে। তাই আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলের মাধ্যমে টাইগার মুরগী সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো-
টাইগার মুরগির বৈশিষ্ট্য, টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়, টাইগার মুরগির ঔষধের তালিকা, টাইগার মুরগির ছবি, টাইগার মুরগির দাম কত ইত্যাদি সম্পর্কে।
টাইগার মুরগির বৈশিষ্ট্য
আপনি কি টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
টাইগার মুরগি হলো দেশি মুরগির উন্নত জাত। যাকে আমরা হাইব্রিড জাত বলে থাকি। দেশি মুরগির সাথে উন্নত জাতের মুরগির ক্রস করার ফলে এ ধরনের হাইব্রিড জাত তৈরি করা হয়। দেশি মুরগি সাধারণত আমরা সবাই চিনি। টাইগার মুরগি দেখতেও অনেকটা দেশি মুরগির মতই।
তবে দেশি মুরগির থেকে টাইগার মুরগির বৈশিষ্ট্য অনেক আলাদা। আজ আমি আপনাদেরকে টাইগার মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আর দেরি না করে টাইগার মুরগির বৈশিষ্ট্য সমূহ জেনে নেই।
- দেশি মুরগির থেকে টাইগার মুরগির ওজন অনেক বেশি হয়। অন্যান্য মুরগি থেকে দেখতে বড় এবং শরীরে মাংস বেশি থাকায় সাধারণত একে টাইগার মুরগী বলা হয়।
- টাইগার মুরগির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এর পা গুলো অনেক মোটা হয়।
- টাইগার মুরগি সাধারণত দেশি মুরগির মতোই অনেক রঙের হয়ে থাকে। তবে টকটকে লাল রঙের টাইগার মুরগি তেমন একটা দেখা যায় না। যেমন হালকা লাল, কালো, ধূসর মিশ্র বর্ণের টাইগার মুরগি হয়ে থাকে।
- টাইগার মুরগির লেজ অনেকটা বড় হয়ে থাকে।
- টাইগার মোরগের ওজন সর্বোচ্চ সাত থেকে আট কেজি হয়ে থাকে। টাইগার মুরগির ওজন সর্বোচ্চ তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে।
- মাংসের জন্য যেসব টাইগার মুরগী বিক্রি করা হয় সেগুলোর বয়স সাধারণত ১ থেকে আড়াই মাসের মধ্যে বিক্রি করা হয়।
- টাইগার মুরগি ঘরে খাবার গ্রহণ করে প্রতিদিন ১২৫ থেকে ১৫০ গ্রাম।
- টাইগার মুরগি ডিম দেওয়া শুরু করে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে।
- টাইগার মুরগী সর্বোচ্চ ডিম দেয় ১৬০ থেকে ১৭৫টি পর্যন্ত। কিছু কিছু মুরগির ক্ষেত্রে এর কম বেশি হতে পারে।
- টাইগার মুরগি সাধারণত দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। এরপর থেকে ডিম দেওয়া অনেকটা কমিয়ে দেয়।
- একটি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি পালন করতে দুই বর্গফুট জায়গা প্রয়োজন পড়ে।
টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়
আপনি কি টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
যা আপনাকে পরবর্তীতে টাইগার মুরগী পালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।আপনি যদি টাইগার মুরগি পালন করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনাকে টাইগার মুরগির বাচ্চা সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। কেননা ছোটবেলায় সকল মুরগির বাচ্চা গুলোকে প্রায় একই দেখা যায়। আপনি যদি সঠিকভাবে টাইগার মুরগির বাচ্চা চিনতে না পারেন।
সে ক্ষেত্রে আপনি বিশাল একটা লসের সম্মুখীন হতে পারেন। যদিও এখনো বাংলাদেশে এই টাইগার মুরগি পালন তেমন একটা প্রচলন নেই। সেহেতু টাইগার মুরগির বাচ্চা চেনা একটু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। সব মুরগির বাচ্চা দেখতে এক হলেও টাইগার মুরগির বাচ্চার মধ্যে কিছু পরিবর্তন রয়েছে।
আপনি যদি সেই পরিবর্তনগুলো সম্পর্কে অবহিত থাকেন তাহলে আপনি খুব সহজেই টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন। এবং আপনার খামারের জন্য সঠিক বাচ্চা গুলো সংগ্রহ করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেই টাইগার মুরগির বাচ্চা চেনার কিছু উপায় সম্পর্কে।
- সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল টাইগার মুরগির বাচ্চা হাতে নিয়ে পায়ের দিকে লক্ষ্য করবেন। যদি দেখতে পান পা গুলো অনেকটা মোটা তাহলে আপনি ধরে নিতে পারেন এটি টাইগার মুরগিরই জাত।
- এছাড়াও টাইগার মুরগি চেনার আরো একটি উপায় হল অন্যান্য মুরগির বাচ্চা তুলনায় টাইগার মুরগির বাচ্চা একটু মোটা হয়ে থাকে। মোটা থাকার কারণে ছোট থেকেই বাচ্চাগুলোর গা গোলাকার হয়ে থাকে।
- টাইগার মুরগির পায়ের সাথে সাথে টাইগার মুরগির মাথা অনেকটা বড় হয়ে থাকে। যার কারণে খুব সহজেই মাথা এবং পা দেখে টাইগার মুরগির বাচ্চা শনাক্ত করা যায়।
- এছাড়াও আপনি টাইগার মুরগির বাচ্চা মেপে নিতে পারেন। কেননা অন্যান্য মুরগির বাচ্চার তুলনা এটাই মুরগির বাচ্চার ওজন সবসময় একটু বেশি হয়ে থাকে। একদিনের একটি টাইগার মুরগির বাচ্চার ওজন ৪৫ গ্রাম অথবা এর ওপরে হয়ে থাকে। আপনি যদি টাইগার মুরগী কিনতে যান তাহলে অবশ্যই বাচ্চা ওজন করে দেখবেন এবং ৪০ গ্রামের নিচে হলে সে বাচ্চা নিবেন না ।কারণ টাইগার মুরগির বাচ্চা সব সময় ৪০ গ্রামের উপরে হয়।
- এছাড়া অনেক সময় দেখা যায় টাইগার মুরগির বাচ্চা ৫০ গ্রামের উপরে হয়ে থাকে। তো আপনি যদি টাইগার মুরগির বাচ্চা কিনতে যান এসব বিষয়গুলো উপর অবশ্যই নজর রাখবেন। তাহলে আপনি সঠিক টাইগার মুরগির বাচ্চাটি ক্রয় করতে পারবেন।
টাইগার মুরগির ঔষধের তালিকা
আপনি কি টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা টাইগার মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
প্রথমেই বলে নেই অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। টাইগার মুরগী সকল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় তেমন একটা ওষুধের প্রয়োজন হয় না। আপনি যদি আলো বাতাস যুক্ত পরিপূর্ণ একটি ঘরে টাইগার মুরগী পালন করতে পারেন এবং পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে পারেন।
তাহলে আপনার মুরগি তেমন একটা রোগে আক্রান্ত হবে না। এরপরও সিজনাল কিছু রোগ থাকে যেগুলোকে প্রতিহত করার জন্য ওষুধের প্রয়োজন পড়ে। তাই আজ জেনে নেব সিজনাল কিছু রোগ থেকে টাইগার মুরগিকে রক্ষা করার ঔষধ সমূহের নাম বা তালিকা।
প্রথম দিনঃ টাইগার মুরগির বাচ্চাকে প্রথম দিন আপনারা গ্লুকোজ বা লাইসোভিট সকালে ব্যবহার করবেন।
দ্বিতীয় দিনঃ টাইগার মুরগির বাচ্চাকে দ্বিতীয় দিন সকালে ভিটামিন সি অথবা কসমিকস প্লাস ব্যবহার করবেন। এই ওষুধটি বাচ্চার নাভি শুকাতে অনেক কাজে লাগে। এছাড়াও এমক্সিক্যাল কেয়ার ব্যবহার করতে পারে। রাতের বেলাতেও এমক্সিক্যাল কেয়ার অথবা ভিটামিন সি ব্যবহার করতে পারেন।
তৃতীয় দিনঃ টাইগার মুরগির বাচ্চাকে তৃতীয় দিন সকালে ভিটামিন সি অথবা লাইসোভিট ব্যবহার করতে পারেন। দুপুরে কসমিকস প্লাস অথবা লিভারটনিক ব্যবহার করতে পারেন। এছাড়াও এমক্সিক্যাল কেয়ার ও ব্যবহার করতে পারেন।
আপনারা যদি লক্ষ্য করেন বাচ্চার মল বা বিষ্ঠা খয়রি কালার অথবা চকলেট কালার অথবা রক্ত বর্ণ সে ক্ষেত্রে আপনাকে কলিমক্স ব্যবহার করতে হবে। এছাড়াও প্রাকৃতিক উপাদান হিসেবে আপনারা পেঁপের কস লিটারে তিন থেকে চার এম এল ভালোভাবে ঝাঁকিয়ে বাচ্চাকে দিতে পারেন। পেঁপের কষে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাকে রক্ত আমাশয় দূর করতে সহায়তা করবে।
চতুর্থ দিনঃ চতুর্থ দিনে দিতে পারেন ভিটামিন বি১, বি২, বি৬। ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করতে পারে। দুপুরের লিভার টনিক্স এবং বিকেলে কলিমক্স ব্যবহার করতে পারেন।
পঞ্চম দিনঃ পঞ্চম দিনের মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। ভাইটাল অ্যামাইনো ব্যবহার করতে পারেন। বিকেলে লাইসোভিট অথবা ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন।
ষষ্ঠ দিনঃ ষষ্ঠ দিনে আপনারা লাইসোভিট এবং AD3 মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। বিকেল বেলায় কসমিকস প্লাস অথবা পায়খানা সমস্যা থাকলে কলিমাক্স ব্যবহার করতে পারে।
সপ্তম দিনঃ সপ্তম দিনে আপনারা আমিন ভিটামিন বি১, বি২,বি৬ ব্যবহার করতে পারেন। দুপুরে আপনারা AD3 অথবা মাল্টিভিটামিন যে কোন একটি ব্যবহার করতে পারেন।
টাইগার মুরগির ছবি
আপনি হয়তো টাইগার মুরগির ছবি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাই আর্টিকেলের এই পর্বটি সাজানো হয়েছে আপনার চাহিদার উপর। আপনি যদি টাইগার মুরগির ছবি না চিনে থাকেন তাহলে আর্টিকেলের এই পর্বটিতে চোখ বুলালে খুব সহজেই টাইগার মুরগি চিনে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা টাইগার মুরগির ছবি দেখে নেই।
আপনারা যারা টাইগার মুরগি চিনতে পারেন না বা চেনেন না ।তাদের জন্যও চেষ্টা করেছি টাইগার মুরগির কিছু ছবি আপনাদের সামনে উপস্থাপন করার। নিচের ছবি গুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অন্যান্য মুরগি থেকে টাইগার মুরগির পার্থক্যটা কি।
টাইগার মুরগি
টাইগার মুরগি
টাইগার মুরগি
টাইগার মুরগি
টাইগার মুরগির দাম কত
আপনি কি টাইগার মুরগির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে টাইগার মুরগির দাম কত সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা টাইগার মুরগির দাম কত সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
অন্যান্য মুরগি তুলনায় টাইগার মুরগি পালন করলে বেশ লাভবান হওয়া যায়। কারণ বাজার মূল্য অন্যান্য মুরগি থেকে টাইগার মুরগির সব সময় বেশি থাকে। যেহেতু অন্যান্য মুরগির তুলনায় টাইগার মুরগির ওজন অনেক টাই বেশি। তাই এই মুরগির ওজনের সাথে সাথে কেজিপ্রতি দামটাও বেশি।
আপনি যদি মুরগির ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে আপনি টাইগার মুরগী দিয়ে শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বৃদ্ধি পাবে। চলুন জেনে নেই টাইগার মুরগির বাচ্চার দাম ও প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি বাজার দর কেমন হয়।
আরও পড়ুনঃ সোনালি মুরগি পালনের সঠিক পদ্ধতি
আপনি যদি টাইগার মুরগির বাচ্চা কিনতে চান তাহলে অবশ্যই বিভিন্ন হ্যাচারিতে খোঁজ নিয়ে জানতে পারেন বর্তমান টাইগার মুরগির বাচ্চার দাম সম্পর্কে। যদিও এই দাম অনেক সময় ওঠানামা করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা ক্রয় করার আগে কয়েকটি জায়গা থেকে খোঁজখবর নেওয়ার।
একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চার দাম সাধারণত ৩০ থেকে ৪০ টাকা হয়ে থাকে। যদিও জায়গা ভেদে এই দাম কমবেশি হতে পারে।
চলুন এবার জেনে নেই মাংসের জন্য উৎপাদন করা টাইগার মুরগির দাম কেমন। আপনি যদি বাজার থেকে একটি টাইগার মুরগি কিনতে যান তাহলে লক্ষ্য করবেন অন্যান্য মুরগী তুলনায় টাইগার মুরগির যেমন ওজন বেশি তেমন দামটাও একটু বেশি।
বর্তমান সময়ে এক কেজি টাইগার মুরগি দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা। জায়গা এবং অঞ্চল ভেদে এই দামেরও তারতম্য ঘটতে পারে। তাই আপনার অঞ্চলের উপর ভিত্তি করে এবং খোঁজখবর নিয়ে আপনি এই মুরগি ক্রয় করতে পারেন।
লেখকের মন্তব্য - টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়
আশা করছি আজকের আর্টিকেলটি থেকে টাইগার মুরগির বৈশিষ্ট্য, টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়, টাইগার মুরগির ঔষধ ,ছবি ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন।
ভালো লাগলে ওয়েবসাইটটি ফলো করে রাখুন এবং কোন কিছু জানতে বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url