ফেমিকন খাওয়ার নিয়ম - লাল পিল খাওয়ার নিয়ম
এন্টিবায়োটিক ঔষধ খাওয়ার নিয়মস্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ পিল গুলোর মধ্যে পরিচিত একটি নাম হল ফেমিকন। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো ফেমিকন খাওয়ার নিয়ম - লাল পিল খাওয়ার নিয়ম সম্পর্কে।
আপনি যদি স্বল্প মেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে চান তাহলে আপনার জন্য ফেমিকন হবে বেস্ট। কারণ এই পিলটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।
পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে জেনে নেই আমিকন খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফেমিকন খাওয়ার নিয়ম - ভূমিকা
ফেমিকন যেমন স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ করতে কার্যকর তেমনি এর সামান্য হের ফেরে হতে পারে গর্ভধারণ। তাই ফেমিকন খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। আজ এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন তা হল ফেমিকন খাওয়ার নিয়ম - লাল পিল খাওয়ার নিয়ম,
ফেমিকন খাওয়ার কত দিন পর সহবাস করা যায়,ফেমিকন খাওয়ার কত দিন পর মাসিক হয়,প্রথমবার পিল খাওয়ার নিয়ম,ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা,ফেমিকন খাওয়ার অপকারিতা,ফেমিক এর দাম কত,ফেমিকন কেন খায় সেই সম্পর্কে। ফেমিকন সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ফেমিকন খাওয়ার কত দিন পর সহবাস করা যায়
আপনি কি জানতে চাচ্ছেন ফেমিকন খাওয়ার কত দিন পর সহবাস করা যায় সে সম্পর্কে? আজ আমি জানাবো ফেমিকন পিল খাওয়ার কত দিন পর আপনি সহবাস করতে পারবেন। সাধারণত ফেমিকন পিল খাওয়ার সঠিক নিয়ম হলো মাসিক শুরু হওয়ার দিন থেকে।
যেহেতু মাসিক হওয়া অবস্থায় সহবাস করা ইসলামের পরিপন্থী এবং মেডিকেল সাইন্সে নিষিদ্ধ তাই এই সময় সহবাস করা যাবে না। কিন্তু আপনার মাসিক শেষ হওয়ার পর থেকেই আপনি সহবাস করতে পারবেন। তবে পিল ব্যবহারকারীদের মধ্যে কিছু বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ মাথা ব্যথার ঘরোয়া সমাধান জানুন
আপনার যদি অতিরিক্ত স্বাস্থ্য না থেকে থাকে বা ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে আপনি ফেমিকন খেতে পারেন। ফেমিকন খাওয়া শুরু করার পর যদি আপনার কোন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয় যেমন মাইগ্রেন বা মাথা ব্যাথা,দৃষ্টিশক্তি,বাকশক্তির কোন পরিবর্তন অথবা পা ফুলে যাওয়া বা পায়ে অসাভাবিক ব্যাথা।
এছাড়াও বুকে তিব্র ব্যাথা,শ্বাসকষ্টো,চামড়া হলুদ বর্নধারন, রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সরনাপন্ন হন অথবা কোন নিকটস্থ পরিবার পরিকল্পনা ক্লিনিকে যোগাযোগ করুন।
ফেমিকন খাওয়ার কত দিন পর মাসিক হয়
আপনি কি ফেমিকন খাওয়ার কতদিন পর মাসিক হয় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? অনেকেই আছেন যারা এখনো জানেন না ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়। আজ আমি আপনাদের সুবিধার্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি বিস্তারিত জেনে আপনি উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন বিবাহিত দম্পতি তাদের ক্ষেত্রে এই বিষয়টি অজানা।
এছাড়াও আপনারা যারা পিল খান না বা পিল খাওয়ার অভ্যাস নেই । কিন্তু ভাবছেন পিল খাওয়া শুরু করবেন তাদের জন্য এই লেখাটি খুবই কার্যকর হবে। আপনি যদি ফেমিকন পিল খেতে মনস্থির করেন তাহলে আপনার মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেদিন থেকে আপনার মাসিক শুরু হবে সেদিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে খাওয়া শুরু করতে হবে।
এর পরের দিন থেকে যে সময় আপনি পিলটি খেয়েছেন ঠিক সেই সময় থেকেই পিল খাওয়ার অভ্যাস করতে হবে। যেমন রাতে শোয়ার আগে। প্রতিদিন ১ টি করে পিল খেতে হবে ২১ দিনে ২১ টি সাদা পিল খাওয়ার পরের দিন থেকে প্রতিদিন একটি করে বাদামি পিল খেতে হবে। বাদামি রং এর পিল খাওয়ার সময় সম্ভবত আপনার মাসিক হবে।
এর মধ্যে যদি আপনার মাসিক আরম্ভ হয়ে যায় তাহলেও পিল খাওয়া বন্ধ করবেন না। আপনি যদি বাদামি পিল নিয়মিত সাত দিন খান তাহলে আপনার শরীরের লৌহ স্বল্পতা পরিপূর্ণ হবে। এছাড়াও পিল খাওয়ার নির্দিষ্ট নিয়ম ঠিক থাকবে। এরপর যদি আপনার মাসিক শুরু না হয় তাহলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা পরীক্ষা করতে ডাক্তারের শরণাপন্ন হন অথবা কাঠির সাহায্যে পরীক্ষা করুন।
এরপর সাতটি বাদামি পিল খাওয়া শেষ হওয়ার পরের দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন না পর্যন্ত আপনি আরেকটি সন্তান নিতে চাচ্ছেন, ততদিন পর্যন্ত একই নিয়মে আপনাকে পিল খাওয়া চালিয়ে যেতে হবে।
যদি কোন কারণবশত পিল খাওয়া ভুলে যান তাহলে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিবেন। তা ছাড়াও ওইদিনের পিলটি ও নির্দিষ্ট সময়ে খেতে হবে। অর্থাৎ ঐদিন আপনাকে দুইটি পিল একসাথে খেতে হবে।
যদি কোন কারণে পরপর দুইদিন পিল খাওয়ার কথা ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে দুটি পিল এবং পরদিন আবার দুটি পিল খেতে হবে এছাড়াও এই বিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত তিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কনডম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথা নিয়মে খেতে হবে।
প্রথমবার পিল খাওয়ার নিয়ম
আপনি হয়তো প্রথমবার পিল খাওয়ার নিয়ম জানতে চাচ্ছেন? বর্তমান সময়ে অনেকেই আছেন যারা ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে পিল খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান। বাজারে অনেক ধরনের জন্ম নিয়ন্ত্রণের পিল পাওয় যায়। তবে সব পিলই সবার শরীরের সাথে এডজাস্ট হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু পিলের সাইড ইফেক্ট একটু বেশিই দেখা দেয়।
তবে আপনার যদি কোন পিল খাওয়ার ফলে কোন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয়। তাহলে পিল খাওয়া বন্ধ করে ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পিল খাওয়ার ফলে অনেকের মাথা ঘোরা, বমি বমি ভাব, শরীর ব্যথা এবং ফোটা ফোটা মাসিকের মত রক্ত আসা সমস্যা দেখা দেয়।
তবে এ ধরনের সমস্যা দুই থেকে তিন মাস পর্যন্ত হলেও এরপর ঠিক হয়ে যায় তবে পিল খাওয়া বন্ধ করা যাবে না। জন্মনিয়ন্ত্রণের জন্য সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলারা এই জন্মনিয়ন্ত্রণ বিল খেয়ে থাকে। সাধারণত দেখা যায় যতদিন না পর্যন্ত সন্তান চায় ততদিন পর্যন্ত এই পিল খাওয়া চালিয়ে যায়।
তো আপনারা অনেকেই আছেন যারা প্রথমবার পিল খাওয়া শুরু করতে চাচ্ছেন। তাদের জন্য প্রথমে কোন অবস্থায় বা কখন পিল খেতে হয় সে সম্পর্কে জানাবো।
আসল কথা হলো বাজারে অনেক ধরনের জন্ম নিয়ন্ত্রক পিল পাওয়া যায়। একেক ধরনের পিল খাওয়ার নিয়ম এক এক ধরনের। আপনার শরীরের জন্য যে পিল কার্যকর সেই পিলটি আপনি বেছে নিবেন। পিলের প্যাকেট খোলার পরে ভিতরে দেখতে পাবেন এক টুকরো কাগজ আছে। সেই কাগজে সকল বিধি নিয়ম বা পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া রয়েছে।
সবগুলো পিলের নিয়ম এক রকম নয়। তাই সবগুলো কোম্পানির নিয়ম তো আর একভাবে দেওয়া বা সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। তো আপনি যে পিল ব্যবহার করবেন সেই পিলের প্যাকেটের ভেতর একটি করে কাগজ পাবেন, সেই কাগজটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে পিল খাওয়ার সঠিক নিয়ম আপনি জানতে পারবেন।
ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা
ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা সেই সম্পর্কে যদি বলতে হয়, তাহলে জানা প্রয়োজন ফেমিকন হল স্বল্প মাত্রার অস্থায়ী জন্ম বিরতিকরণ পিল। যেকোনো জন্ম নিয়ন্ত্রক পিল বা ফেমিকন পিল খাওয়ার নিয়ম হলো-মাসিকের প্রথম দিন থেকে শুরু করে পুরো ডোজ পিল খেতে হবে।
একটানা পিল খাওয়ার মধ্যে যদি কোন পুরুষ কোন নারীর সাথে সহবাস করে তাহলে গর্ভবতী হওয়ার কোন আশঙ্কা নেই। একটানা পিল খাওয়া অবস্থায় যেকোনো সময় আপনি সহবাস করতে পারেন। তবে পিল খাওয়া বাদ দেওয়া যাবে না।
আপনি যদি একটানা একমাস ফেমিকন পিল খেতে পারেন তাহলে মাসের যে কোন সময় যে কোন দিন শুধুমাত্র মাসিকের সময় বাদ দিয়ে সহবাস করতে পারবেন। এর কোন নির্দিষ্ট ঘন্টা বা সময় নেই। তবে একটি কথা মাথায় রাখবেন কোন মতেই যেন পিল খাওয়া বাদ না যায়। যদি কোন কারণবশত একদিন পিল খাওয়া বাদ পড়ে তাহলে পরের দিন যখন মনে পড়বে তখনই পিল খেতে হবে।
অথবা পরের দিন রাতে দুইটি পিল একসাথে খেতে হবে। এছাড়াও পরপর দুইদিন যদি পিল খাওয়া বাদ যায় , তাহলে তিনটি পিল একসাথে খেতে হবে এবং অন্য কোন ব্যবস্থা যেমন কনডম ব্যবহার করতে হবে।
লাল পিল খাওয়ার নিয়ম
লাল পিল খাওয়ার নিয়ম হল, ফেমিকন পিলের মধ্যে সাদা পিল গুলোতে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন থাকে যা শরীরে ডিম্বানু নির্গমন হতে বাধা দেয়। তবে লাল পিল গুলোতে আয়রন থাকে। তাই সাদা পিল খাওয়া ২১ দিন পর থেকে লাল পিল খেতে হয় যা অনিয়মিত মাসিক কে নিয়মিত হতে সাহায্য করে।
কোন কারনে যদি আপনার মাসিক অনিয়মিত হয়ে থাকে তাহলে সাদা পিল শেষ হওয়ার পর লাল পিল খাওয়া শুরু করুন।লাল বা বাদামি পিল গুলো সেবন করাকালীন জন্মনিয়ন্ত্রণ করবে না।
কারণ লাল পিল হল আয়রনের পিল এই পিল সাদা পিল খাওয়ার শেষে এক থেকে দুই দিনের মধ্যে যদি মাসিক না হয় লাল পিল খাওয়া অবস্থায় মাসিক হতে সাহায্য করবে। লাল পিল খাওয়া অবস্থায় মিলন করা নিষেধ এই পিল প্রেগনেন্সির রোধ করবে না।
ফেমিকন খাওয়ার অপকারিতা
ফেমিকন খাওয়ার অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? ফেমিকন যেমন আমাদের জন্মনিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে তেমনি এ রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা জানবো ফেমিকন খাওয়ার অপকারিতা সম্পর্কে-
- গর্ভবতী অবস্থায় ফেমিকন খাওয়া যাবেনা।
- আপনার বয়স যদি ৪৫বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে ফেমিকন খাওয়া থেকে বিরত থাকবেন।
- আপনি যদি অতিরিক্ত পরিমাণে ধূমপাই হয়ে থাকেন অর্থাৎ প্রতিদিন ২০ টির উপরে সিগারেট খান তাহলে ফেমিকন খাওয়া থেকে বিরত থাকবেন।
- আপনার যদি ধমনীতে রক্ত জমাট বাঁধা ও হৃদরোগের মত সমস্যা থেকে থাকে তাহলে ফেমিকন খাবেন না।
- আপনি যদি লিভারের কোন অসুখে ভুগে থাকেন বা জন্ডিসের আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই পিল খাবেন না।
- আপনার যদি উচ্চ রক্তচাপ, স্তনের ভেতরে গোটা অথবা শক্ত কিছু বোধ করেন, এছাড়াও তীব্র মাথা ব্যথায় ভোগেন, অত্যাধিক রক্তচাপ যার কারণে নির্ণয় হয়নি এসব অসুবিধা প্রত্যাখা করেন তাহলে ফেমিকন খাবেন না।
- এছাড়াও ফেমিকন বিল ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হলো আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে এসব বিরূপ প্রতিক্রিয়া সম্ভাবনা অনেক কম।
- ফেমিকন পিল খাওয়া শুরু করার পরে আপনি যদি কোন অসুবিধা যেমন দৃষ্টিশক্তি বা বাকশক্তি পরিবর্তন, মাইগ্রেন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা পা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন। তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোন পরিবার পরিকল্পনা ক্লিনিক এর সাথে যোগাযোগ করুন।
ফেমিক এর দাম কত
ফেমিকন এর দাম কত আজ আমি আপনাদের জানাবো। অনেকেই আছেন যারা এখনো মহিলাদের জন্ম বিরতিকরণ পিল ফেমিকনের দাম সম্পর্কে জানেন না। তবে ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়ে আপনি ফেমিকনের দাম জানতে চাচ্ছেন।
আরও পড়ুনঃ অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়
সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি আজ সেমিকনের বর্তমান বাজার মূল্য জানাবো। আগে এক প্যাকেট ফেমিকনের দাম ছিল ৩৪ টাকা তবে বর্তমানে সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে জন্মবিরতিকরণ পিলের দামও বৃদ্ধি পেয়েছে। সে ক্ষেত্রে বর্তমানে এক প্যাকেট ফেমিকন পিলের দাম ৪০ টাকা হয়েছে। ফেমিকন হলো সোশ্যাল মার্কেটিং কোম্পানির পণ্য।
ফেমিকন কেন খায়
ফেমিকন কেন খায় আপনি কি জানতে চান? ফেমিকন হল স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ পিল। যা আপনাকে স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আপনি যদি আপনার জন্মনিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফেমিকন পিলটি সেবন করতে পারেন।
ফেমিকন পিল সেবন করার ফলে আপনার গর্ভাশয় থেকে ডিম্বাণু নিষিক্ত হতে পারেনা মিলনের পরেও। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে শুধুমাত্র নিয়মিত সেবনেই আপনি গর্ভধারণ রোধ করতে পারবেন। প্রথম মাসিকের, প্রথম দিন থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে।
লেখকের মন্তব্য - ফেমিকন খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক আপনি হয়তো ফেমিকন খাওয়ার নিয়ম - লাল পিল খাওয়ার নিয়ম,ফেমিকন খাওয়ার কত দিন পর সহবাস করা যায়,ফেমিকন খাওয়ার কত দিন পর মাসিক হয়,প্রথমবার পিল খাওয়ার নিয়ম,ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা,ফেমিকন খাওয়ার অপকারিতা,ফেমিক এর দাম কত,ফেমিকন কেন খায় সেই সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url