হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা

ফেমিকন খাওয়ার নিয়ম জানুনমানুষ ভালোবাসার পূজারী। ভালোবাসা পাওয়ার জন্য মানুষ যে কোন কাজ করতে পারে। তবে ভালোবাসা পাওয়ার পর যদি তা হারিয়ে যায় সেটা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা।
হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা
ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। তবে সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না। এমন কিছু মানুষ রয়েছে যারা শুধু ছলনাই করে যায়। প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে মানুষকে অনেক কাঠ খর পোড়াতে হয়।

পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে এবার জেনে নেই ভালোবাসা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা - ভূমিকা

পৃথিবীতে বেঁচে থাকতে হলে একজন ভালোবাসার মানুষের খুব দরকার। একা একা কখনো জীবন কাটানো যায় না। জীবন কাটানোর জন্যই মানুষ ভালোবাসার মানুষকে খুঁজে নেয়। তবে সেই ভালোবাসার মানুষ যদি হয় ছলনাময়ী তাহলে কষ্টের সীমা থাকে না। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে ভালোবাসা সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারবো তা হলো 

সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা,প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা,মনের মানুষ নিয়ে কিছু কথা,হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা,প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা English,প্রিয় মানুষকে নিয়ে কিছু কবিতা, প্রিয় মানুষকে নিয়ে চিঠি ও প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা

সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা জানা সবার জন্যই প্রয়োজন। কারণ বর্তমান সময়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তবে এখনো অনেক মানুষ রয়েছে যারা সত্যি কারের ভালোবাসা খুঁজে বেড়ায়। তাদের জন্যই আজ আমার এই লেখাটি। 


সত্যিকারের ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যে কতটা আনন্দের, তা শুধুমাত্র যে পেয়েছে, সেই বলতে পারবে। চলুন তাহলে জেনে নেই সত্যি কারের ভালোবাসা নিয়ে কিছু কথা।
  • কোন ধরনের প্রতিদানের আশা না করে, আপনার প্রিয় সঙ্গীর কাছে থেকে কোন ধরনের প্রত্যাশা না রেখে। আপনি যখন আপনার সঙ্গি কে খুশি রাখার চেষ্টা করবেন। সেটাই হল আপনার সঙ্গীর প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা।
  • ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। ভালোবাসা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, ভালোবাসা হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে।
  • পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ হলো ভালোবাসা। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো বা হাসায়, আবার অনেকে এর জন্য আত্মবিসর্জন দেয়।
  • মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালবাসার মানুষকে কাছে পাবার জন্য। আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়। যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না।
  • আসলে আমাদের মানব মন খুবই অস্থির এক জিনিস, সেজে কি চায় সে আসলে নিজেও জানে না। আবার সবকিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়। বিবেক তখন তাকে অজস্রবার নিষেধ করে।
  • এই বিবেক ও মনের যুদ্ধে, সব সময় মনের জয় হয়। সব সময় ভালোবাসার জয় হয়।
  • আর তখনই একজন মানুষ ভালোবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে। আর এই জন্যই পৃথিবীটা এত সুন্দর।
  • না হলে তো পৃথিবীর সব মানুষ রোবটের মতো আচরণ করতো। যারা ভালবাসতে জানে না, তারা অন্যদের থেকে সব সময় আলাদা হয়। তাদের জীবনটা অপূর্ণই থেকে যায়।
  • তাই ভালবাসুন, ভালবাসতে শিখুন, যাকে ভালোবাসেন তাকে বলে দিন ভালোবাসার কথাগুলো।
  • যদি সত্যি কারের ভালোবাসা হয়ে থাকে, সে যদি সঠিক মানুষ হয়ে থাকে, তাহলে সে কখনো ফিরিয়ে দেবে না।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা জানবো আমরা। সবার জীবনে ভালোবাসা আসে। কেউ ভালোবাসার মানুষকে নিয়ে সুখে দিন পার করে। আবার কারোর অন্ধকারে ডুবে যেতে হবে। শুধুমাত্রই ভালোবাসা পাওয়া। যারা ভালোবেসে কষ্ট পেয়েছেন বা ভালোবাসা সম্পর্কে কিছু কষ্টের কথা জানতে চান, তাদের জন্য আজ আমার এই লেখাটি আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমাকে ছেড়ে চলে যাবে.... যাও...

এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাও... ঠিক আছে সেটাও দিলাম...

কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। ছেড়ে যাওয়ার জন্য কোন অজুহাত দেখিয়ে যেও না। তোমার যদি আমাকে ভালো নাই লাগে, সেটা বলে দিলেই পারতে। শুধু শুধু এমন হাস্যকর অজুহাত দেখানোর দরকার ছিল না। তুমি কি আমার বদনাম করতে চাও? করো.... তাতে আমার কোন সমস্যা নেই। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালবাসায় কোন কমতি ছিল না। 

তোমার যদি টাইম পাস করারই ইচ্ছে ছিল, তাহলে এর জন্য আমাকে কেন বেছে নিলে। আমার জানা মতে, আমি তো তোমার কোন ক্ষতি করিনি। তাহলে কোন ভুলের জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিলে। সবশেষে একটা কথা বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। তুমি যদি ভেবে থাকো আমাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কষ্টো তুমিও পাবে। 

তবে ভেবো না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এটা সৃষ্টিকর্তা দেওয়া সুনিপুণ বিচার। তবুও চাই তুমি ভালো থেকো। জানিনা তোমার মনে কি ছিল, তবে একটা কথা বলতে চাই জীবনে অসাধারণ কাউকে চেও না। এমন সাধারণ কাউকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে। আর যার ভালবাসা হবে শুধু তোমার জন্য। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে। 

আবার অনেক কিছু হারাবেও। কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না। যে তোমাকে অনেক বেশি ভালোবাসে...।

মনের মানুষ নিয়ে কিছু কথা

মনের মানুষ নিয়ে কিছু কথা জানতে চাচ্ছেন? জীবনে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে মনের মানুষ হিসেবে বেছে নিতে হয়। কখনো সেই মনের মানুষ সারা জীবনের সুখের কারণ হয়। আবার কখনো বা সেই মনের মানুষে সারা জীবনের দুঃখে কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা জানবো মনের মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা।

সবার জীবনেই মনের মানুষ আসে। তবে অনেকেই আছে যারা মনের মানুষের কদর করতে জানেনা। সে হোক ছেলে বা মেয়ে। প্রকৃত ভালো মানুষ তারাই যারা মানুষকে সম্মান করতে জানে। মানুষের ভালবাসার মর্যাদা দিতে জানে। শুধুমাত্র ভালবাসলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে তার চরিত্র ভালো হতে হয়। 

ভালোবাসার মানুষ যদি সত্যিই ভালোবেসে থাকে তাহলে তার আচার-ব্যবহারই তা প্রকাশ পাবে। আপনাকে তার পরীক্ষা নিতে হবে না। একটা সুন্দর মন হলো অন্ধকারে আলোর মতো জ্বলজ্বল করে। যার মাধ্যমে কলুষাতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। মনের মানুষ নিয়ে কথা বলতে গেলে প্রতিনিয়তই মনে পড়ে অতীতের সুখ স্মৃতিগুলো। 

তার ভালোবাসা কখনো ভোলা যায় না। মানুষ মানুষকে এতটা ভালবাসতে পারে সেটা আমি হয়তো আগে জানতাম না। আমার ধ্যান জ্ঞান সবকিছুতেই শুধু তুমি। লোকে যা বলে বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি যে তোমাকে ভালোবাসি, সেটা আমি সারা পৃথিবীর কাছে চিৎকার করে বলতে পারব। সত্যি কথা বলতে কি মনের মানুষকে নিয়ে কথা বললে শেষ করা যাবে না। 

যে যাকে ভালবাসে সে ছাড়া কেউ এর অনুভূতি বুঝতে পারবে না। জীবনে সুখে থাকতে হলে ভালো একটা জীবন সঙ্গী সবারই দরকার। তাই আপনি যদি ভালোবেসে থাকেন বা আপনার কোন মনের মানুষ থেকে থাকে তাহলে তাকে বোঝার চেষ্টা করুন। তাকে কখনো কষ্ট দিয়েন না।

হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা

হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কথা বলা অনেক কষ্টের। কারণ যে হারিয়ে যায় তার স্মৃতিগুলোই না চাইতেও বারবার মনের কোণে ভেসে ওঠে। তাকে ভুলতে চাইলেও সহজে ভোলা যায় না। সে জীবনে আসার পরে জীবনটা রঙিন হয়ে গিয়েছিল। কিন্তু চলে যাওয়ার পরে কেন এমন সাদাকালো হয়ে গেল।

আসলে কি জানেন সত্যিকারে ভালোবাসা খুব কম মানুষই পায়। যারা পায় তারা সৌভাগ্যবান। কিন্তু আমার ভাগ্যটা তো আর তাদের মতো নয়। তাই হয়তো আমি তাকে হারিয়েছি। আজ হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা বলব।


ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না। মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। প্রিয় মানুষটির কাছে আপনার দেয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই পথে চলা। 

আমি এমন একজন মানুষকে ভালোবাসি, যাকে কোনদিন আপন করে পাব না, তবুও শুধু তাকেই ভালবাসি। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আরেকটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেয়ার জন্য যথেষ্ট। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি। 

যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ করি এটাও বোঝনা তুমি। অতিরিক্ত চঞ্চল মানুষগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের অন্যটি ছলনার। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। 

দুঃখ একটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষাও দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। বিশ্বাস কথাটি ভালোবাসা থেকেও দাম, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম মন তো ভরলো না। 

কিন্তু চোখে ঠিকই জল ভরে গেল। জানি তোমার মেসেজ কখনো আসবে না। তবুও কেন বারবার ইনবক্স দেখি জানো, তোমাকে অনেক ভালবাসি বলে। ভালোবাসার মানুষটিকে শুধু ভালবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয়,আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব সৃষ্টি হয়। 

কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। জানো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল, না আছে কোন দুঃখ, না আছে কোন, হিংসা না আছে কোন শত্রুতা নিজে ঠকে না আর কাউকে ঠকায় না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায়। 

বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমন ভাবে সাজিয়ে নেওয়া উচিত যারা একা করে চলে গেছে তারা যেন একদিন দেখলে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপন পর হয় স্বপ্ন ভেঙ্গে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা English

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা English এ জানতে চান বা আপনার প্রিয় মানুষকে জানাতে চান। তাহলে এই পর্বটি আপনার জন্য। আজ আমরা জানবো ভালোবাসার মানুষকে জানানোর জন্য বা প্রিয় মানুষকে নিয়ে ইংরেজিতে কিছু কথা। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই কথাগুলো।
  • তুমি আমাকে মুগ্ধ করেছ
  • You fascinated me.
  • তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই
  • The more i see you the more i fascinate.
  • আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো
  • I will wait for you all my life.
  • আমি ভালোবাসি তোমাকে তোমার শরীর কে নয়
  • I love you not your body.
  • ভালোবাসা ছাড়া তোমাকে দেয়ার মত আমার কাছে কিছু নেই
  • I have nothing to give you without love.
  • আমার সুখের বিনিময়ে তোমার কষ্টগুলো কিনতে চাই
  • I want to buy your hardships in exchange for my happiness.
  • আমার রাজপ্রাসাদে তোমাকে রানী করে রাখবো
  • I will make you queen in my life.
  • ভালোবাসা মানেই ত্যাগ
  • Love is all about sacrifice.
  • তুমি যদি বল চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
  • If you say i will build my house on the moon.
  • তোমার জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারি
  • I can sacrifice my life for you.
  • ঘুমের মধ্যে তোমাকে স্বপ্ন দেখি
  • I dream of you in sleep.
  • আমার মন তোমাকে বারবার দেখতে চাই
  • My mind wants to see you again and again.
  • সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো কথা দিলাম
  • I promised to be bound you in love for the rest of my life.
  • ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই
  • I don't know the definition of love.
  • যদি অনুমতি দাও সারা জীবন তোমার পাশে থাকতে চাই
  • If you allow me,I want to be by your side for the rest of my life.

প্রিয় মানুষকে নিয়ে কিছু কবিতা

প্রিয় মানুষকে নিয়ে কিছু কবিতা জানতে চাচ্ছেন? আজ আমি এই পর্বের আপনার প্রিয় মানুষকে নিয়ে কিছু কবিতা জানাবো। আশা করছি কবিতাগুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে কবিতাগুলো জেনে নিন।

“ভালোবাসি
তোমার উপর যখন আমার প্রচন্ড রাগ হয়
আমি তখনও তোমায় ভালোবাসি,
তোমার উপর অভিমান হলেও
তোমায় ভালোবাসি,
একশো একটা অভিযোগ থাকলেও
তোমায় ভালোবাসি,
ভালোবাসি বলেই
তোমার উপর আমার রাগ হয়,
অভিমান হয়, অভিযোগ করি।
তোমার প্রতি আমার রাগ, অভিমান, অভিযোগ প্রমাণ করে
আমি তোমায় কতটা ভালোবাসি।
তুমি কি বুঝতে পারো?
আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও,
অভিমান হলে বিনয়ী হও
অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো।
দূরে যেতে চাইলে, জড়িয়ে ধরে বল থেকে যাও।
সত্যি বলতে রাগ, অভিমান কিংবা অভিযোগ নয়,
সবকিছু তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র।
আমি জানি, তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব
কারণ আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি।”


“আজ সবই রঙিন লাগে,
হৃদয় অতলে
তোমার জন্য প্রেম জাগে।
ভালোবাসি নিজের থেকেও বেশি
এই কথাটা বুঝে নিও আমার বলার আগে।
তোমায় আপন করে হৃদয় মাঝে
রাখবো এমন ভাবে।
প্রয়োজনে তোমার প্রেমে, জীবন দেবো এই আমি নীরবে।
জোসনার চাঁদের নিচে বসতে চাই,
তোমার হাতে হাত রেখে কিছু ওয়াদা আমি করতে চাই।
আমি ভালোবাসবো অনেক,
তবে তোমার প্রেম ও সমান সমান পেতে চাই।”

প্রিয় মানুষকে নিয়ে চিঠি

আপনি কি প্রিয় মানুষকে নিয়ে চিঠি লিখতে চাচ্ছেন? তাহলে এই পর্বটি আপনার জন্য। এখানে আমি প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর করে একটা চিঠি উপস্থাপন করছি। যা আপনার প্রিয় মানুষকে লিখে জানালেন সেই মানুষটি খুব খুশি হবে। তাই আর দেরি না করে চলুন লেখাটি জেনে নিন।

প্রিয়তমা/প্রিয়তম
জীবনে এই প্রথমবার তোমাকে, মনের কথাগুলো লিখতে বসেছি। তোমাকে কি বলে সম্বোধন জানাবো, তার ভাষা আমার জানা নেই। জীবনে অনেক জনকেই দেখেছি, তবে তোমার মত মায়াবতী কখনো দেখিনি। তাই এতদিন মনটা নিজেরই ছিল। কিন্তু এখন তা তোমাকে দিয়ে বসেছি। জানো, আমি যেদিকে তাকাই সেদিকেই তোমার মায়াবী মুখটা ভেসে ওঠে। এক মুহূর্তের জন্যও তোমাকে ভুলতে পারিনা। তাই বলে ভেবো না, আমি তোমার রুপের মায়ায় পড়েছি। তোমার কাছে হাস্যকর মনে হলেও এটাই সত্য যে, আমি চোখ বন্ধ কিংবা খোলা রাখলেও বারবার তোমার মায়াবী চোখ দুটো ভেসে ওঠে। তুমি হয়তো ভাবছো, আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ আমি তোমাকে দেখার পর থেকে, সত্যিই পাগল হয়ে গেছি। আমার এ হৃদয় তোমাকে অনেক কিছুই বলতে চায়। কিন্তু তোমার সামনে গেলেই মনের সাজানো ভাষাগুলো এলোমেলো হয়ে যায়। তোমাকে সম্মোধন করার মতো সমস্ত ভাষাকে হারিয়ে ফেলি। সত্যি কথা বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতটা ভালবাসি যে, তোমাকে কখনো ভুলতে পারবো না। কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসা কথাটা বলতে পারিনি বলেই, মনের কথাগুলো লিখেছি তোমার কাছে। আশা করি তুমি আমাকে বোঝার চেষ্টা করবে। আর তোমার ভালবাসার আবেশে জড়িয়ে নেবে আমাকে।
ইতি-
তোমার ভালোবাসা বিশাল জগতের,
নগণ্য এক মুসাফির

প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা

আপনি কি প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা জানতে চাচ্ছেন? এই পর্বে প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা জানাবো। আশা করছি কথাগুলো জেনে আপনি আপনার ভালোবাসার মানুষকে অনুভব করবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই।
  • থাকুক না সাজানো সব স্বপ্নগুলো কল্পনাতেই বন্দি, কিন্তু তুমি থাকবে কল্পনা শুরুতেই, যা শেষ কখনো হতে দিব না।
  • তবে শেষ হয়ে যেতে পারে সেই দিন, যেদিন এই দেহে কোন প্রাণ থাকবে না।
  • স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে সুন্দর জীবনের, কিন্তু এখন শুধু স্মৃতিগুলো ভাবতে থাকি। স্বপ্ন দেখেছিলাম গড়বো তোমায় নিয়ে সংসার, কিন্তু এখন শুধু স্বপ্নেই তোমার সাথে থাকে।
  • দিবা কিংবা রাত্রি চেয়েছিলাম তোমাকে কাছে, আছো ঠিক ওই কাছে তবে আমার না অন্যের। কথা দিয়ে কথা না রাখার নিয়ম টা মেয়েরা অক্ষরে অক্ষরে পালন করতে জানে।
  • চেয়েছি তোমায় প্রতিটা মোনাজাতে, তবুও খোদা ফিরিয়ে দিল শূন্য হাতে। তবুও আশা ছাড়িনি। মোনাজাতে চেয়ে যাব তোমায়।
  • যাকে ভালোবাসা ভেবেছিলাম, সে ছিল অভিশপ্ত এক মৃত্যুর ধোঁকা। যে আমাকে ভালোবেসে ছিল, তাকে আমি ভেবেছিলাম অনেক বোকা।
  • বাস্তবতার অজুহাতে ফেলে আসা নাম ভালোবাসা নয়।, বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটির পাশে থাকার নামই ভালোবাসা।
  • ভালোবেসে কাউকে মাথায় তুলতে নেই, ভালোবেসে বুকে রাখতে হয়। নয়তো মাথায় উঠে সেই মানুষটা মাথাটাকে ফুটবল ভেবে লাথি মেরে বসবে।

লেখকের মন্তব্য - হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা

প্রিয় পাঠক আশা করছি সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা,প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা,মনের মানুষ নিয়ে কিছু কথা,হারিয়ে যাওয়া মানুষকে নিয়ে কিছু কথা,প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা English,প্রিয় মানুষকে নিয়ে কিছু কবিতা, প্রিয় মানুষকে নিয়ে চিঠি ও প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালোবাসার কথা সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। 

চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনাদের কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url