ফরজ গোসলের নিয়ম ও দোয়া - ফরজ গোসলের দোয়া

নামাজের প্রয়োজনীয় সূরা সমূহগোসল ফরজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ফরজ গোসল ইসলামী জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার যদি কোন একটি কারণে গোসল ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব ফরজ গোসল সম্পূর্ণ করা উচিত। আজ আমরা আর্টিকেল এর মাধ্যমে জানবো ফরজ গোসলের নিয়ম ও দোয়া - ফরজ গোসলের দোয়া
ফরজ গোসলের নিয়ম ও দোয়া - ফরজ গোসলের দোয়া
কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক-সুদ্ধ ভাবে ফরজ গোসল করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নাপাক থেকে যাবেন। নাপাক থাকা অবস্থায় কোন প্রকার ইবাদাত মহান আল্লাহতালা কবুল করবেন না। তাই ফরজ গোসলের গুরুত্ব অনেক বেশি।

পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে আমরা ফরজ গোসলের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই

ফরজ গোসলের নিয়ম ও দোয়া - ভূমিকা

গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া ভালো। সাধারণ গোসলেরও যেমন কিছু নিয়ম রয়েছে তেমনি ফরজ গোসলেরও কিছু নিয়ম রয়েছে। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে ফরজ গোসল সম্পর্কে যে বিষয়গুলো জানব তা হল-

ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা,ফরজ গোসল না করলে কি হয়,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,পুরুষের ফরজ গোসলের নিয়ম,নারীর ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের দোয়া,ফরজ গোসল কখন করতে হয়,পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা

আপনি কি ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা সেই সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা সেই সম্পর্কে। 

ফরজ গোসল দেরিতে করলে কোন গুনাহ হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান তাহলে পরবর্তী ফরজ নামাজের আগে ফরজ গোসল করে ফেলতে হবে। মাঝে যদি কোন কাজ করতে চান যে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানো টা হল সুন্নাত। 
আমাদের নবী কারীম (সা:) এটি করতেন। গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নেওয়া উচিত। আশা করছি আপনি ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা সে সম্পর্কে জানতে পেরেছেন।

ফরজ গোসল না করলে কি হয়

আপনি কি ফরজ গোসল না করলে কি হয় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ফরজ গোসল না করলে কি হয় সেই সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই ফরজ গোসল না করলে কি হয় সেই সম্পর্কে। গোসল ফরজ হলে অবশ্যই গোসল করতে হবে। 

কারণ ফরজ গোসল না করলে কোন ধরনের ইবাদাত মহান আল্লাহ তা'আলা কবুল করবেন না। পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই অপবিত্র অবস্থায় থাকলে মহান আল্লাহতালা অখুশি হন। তাই অবশ্যই আমাদের যদি গোসল ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে ফরজ গোসল করে নেওয়া উত্তম কাজ। আপনি চাইলে গোসল ফরজ হওয়ার পর ফরজ নামাজের আগ মুহূর্ত পর্যন্ত অজু করে থাকতে পারেন। 

তবে কোন ফরজ নামাজের ওয়াক্ত আসলে অবশ্যই আপনাকে ফরজ গোসল আদায় করে ফরজ নামাজ আদায় করতে হবে। ফরজ গোসল ছাড়া আপনার পবিত্রতা অর্জন হবে না এবং আপনার কোন ধরনের ইবাদত কবুল হবে না। আশা করছি আপনি না করলে কি হয় সেই সম্পর্কে জানতে পেরেছেন।

ফরজ গোসলের নিয়ম ও দোয়া

আপনি কি ফরজ গোসলের নিয়ম ও দোয়া সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে ফরজ গোসলের নিয়ম ও দোয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি আপনি যদি আর্টিকেলের এই পর্বটি মনোযোগ সহকারে পড়েন তাহলে ফরজ গোসলের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

তাহলে চলুন আর দেরি না করে আমরা ফরজ গোসলের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানার কারণে অসংখ্য মুসলিম ভাই বোনের সালাত সহ নানা আমল কবুল হয় না। যেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার। যেসব কারণে গোসল ফরজ হয়:
  • স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
  • নারী-পুরুষ মিলনে।
  • মেয়েদের হায়েজ-নিফাস শেষ হলে।
  • ইসলাম গ্রহণ করলে (নব মুসলিম হলে)
ফরজ গোসলের ফরজ সমূহ হলো-গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটির কোন একটি বাঁধ পড়লে ফরজ গোসল আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সতর্কতার সাথে আদায় করা উচিত।
  • ১. গড়গড়া কুলি করা।
  • ২. নাকে পানি দেওয়া।
  • ৩. এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা।
ফরজ গোসলের দোয়া: আসলে ফরজ গোসলের সাধারণত কোন দোয়া কোন হাদিসে উল্লেখ করা নেই। সে ক্ষেত্রে বোঝা যায় ফরজ গোসলের নির্দিষ্ট কোন দোয়া নেই। তবে ফরজ গোসল করার পূর্বে মনে মনে নিয়ত করা জরুরি।
উচ্চারণ: নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।
অর্থ: আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি

এখন আমরা জানব ফরজ গোসলের নিয়ম সম্পর্কে।
ফরজ গোসলের নিয়ম:
  • গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদআত।
  • প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে।
  • এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও দিতে হবে।
  • এবার বাম হাত কে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  • এবার ওযুর নিয়মের মত করে ওযু করতে হবে তবে দুই পা ধোয়া যাবেনা।
  • ওযু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।
  • এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে। যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।
  • সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিন বার ভালোভাবে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।

পুরুষের ফরজ গোসলের নিয়ম

আপনি কি পুরুষের ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে পুরুষের ফরজ গোসলের নিয়ম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা পুরুষের ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জেনে নেই।

গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেওয়া উচিত। সে ক্ষেত্রে নারী-পুরুষের কোন ভেদাভেদ নেই। নারী-পুরুষ উভয়েরই ফরজ গোসলের নিয়ম একই। চলুন আমরা জেনে নেই পুরুষের ফরজ গোসলের নিয়ম সম্পর্কে।

ফরজ গোসলের নিয়ম:
  • গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদআত।
  • প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে।
  • এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও দিতে হবে।
  • এবার বাম হাত কে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  • এবার ওযুর নিয়মের মত করে ওযু করতে হবে তবে দুই পা ধোয়া যাবেনা।
  • ওযু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।
  • এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে। যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।
  • সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিন বার ভালোভাবে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।

নারীর ফরজ গোসলের নিয়ম

আপনি কি নারীর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে নারীর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা নারীর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে যে গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে নারীকে গোসল করে নিতে হবে নয়তো কোন কাজ করা যাবে না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ নারী পুরুষ উভয়েরই গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া উচিত। 

শুধুমাত্র নারীর উপরেই এই চোটপাট হয়ে থাকে, যে গোসল খরচ হলে যত দ্রুত সম্ভব গোসল করে নিতে হবে। কিন্তু এই একই নিয়ম পুরুষের উপরে প্রযোজ্য। নারী পুরুষ উভয়েরই ফরজ গোসলের নিয়ম একই। চলুন তাহলে জেনে নেই নারীর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে-

ফরজ গোসলের নিয়ম:
  • গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদআত।
  • প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে।
  • এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও দিতে হবে।
  • এবার বাম হাত কে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  • এবার ওযুর নিয়মের মত করে ওযু করতে হবে তবে দুই পা ধোয়া যাবেনা।
  • ওযু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।
  • এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে। যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।
  • সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিন বার ভালোভাবে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
  • তবে কোন নারী যদি চুলের বেনী অথবা খোঁপা না খুলে ফরজ গোসল করতে চায় সেক্ষেত্রে গোসল করতে পারবে তবে খেয়াল রাখতে হবে চুলের গোড়াতে যেন পানি পৌঁছায়। চুলের গোড়াতে যদি পানি না পৌঁছায় সেক্ষেত্রে ফরজ গোসল হবে না।

ফরজ গোসলের দোয়া

আপনি কি ফরজ গোসলের দোয়া সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে ফরজ গোসলের দোয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে আমরা ফরজ গোসলের দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আসলে আমরা জানি ফরজ গোসলের নির্দিষ্ট একটি দোয়া রয়েছে। 
তবে আমাদের ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ ফরজ গোসলের নির্দিষ্ট করে কোন দোয়া কোন হাদিসে উল্লেখ করা নেই। তাই এটি মানা বিদাআত।গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদআত। তবে কিছু কিছু মানুষ নিচে উল্লেখিত নিয়ত করে থাকে।

উচ্চারণ: নাওয়াইতুল গুছলা লিরাফইল জানাবাতি।
অর্থ: আমি নাপাকি থেকে পাক হওয়ার জন্য গোসল করছি

আশা করছি আপনি ফরজ গোসলের দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

ফরজ গোসল কখন করতে হয়

আপনি কি ফরজ গোসল কখন করতে হয় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারন আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফরজ গোসল কখন করতে হয় সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফরজ গোসল কখন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সাধারণত চারটি কারণে গোসল ফরজ হয় যেমন:
  • স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
  • নারী-পুরুষ মিলনে।
  • মেয়েদের হায়েজ-নিফাস শেষ হলে।
  • ইসলাম গ্রহণ করলে (নব মুসলিম হলে)
আপনার যদি উপরে উল্লেখিত কোন একটি কারণের জন্য গোসল ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফরজ নামাজের আগেই ফরজ গোসল সেরে নিতে হবে। আপনার যদি গোসল ফরজ হওয়ার পর ফরজ নামাজের ওয়াক্ত দেরিতে থাকে সেক্ষেত্রে আপনি গোসল দেরিতে করতে চাইলে মাঝে ওযু করে আপনার কাজ সম্পন্ন করতে পারেন। 

তবে যত দ্রুত সম্ভব গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে। আশা করছি আপনি ফরজ গোসল কখন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম

আপনি কি পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জেনে নেই। 

সাধারণত পিরিয়ডের পর নারীদের গোসল ফরজ হয়। এক্ষেত্রে নারীদের ফরজ গোসল করার আলাদা কোন নিয়ম নেই। সাধারণত অন্যান্য ফরজ গোসলের মতোই পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম।
  • গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোন আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদআত।
  • প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে।
  • এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও দিতে হবে।
  • এবার বাম হাত কে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
  • এবার ওযুর নিয়মের মত করে ওযু করতে হবে তবে দুই পা ধোয়া যাবেনা।
  • ওযু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।
  • এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে। যেন শরীরের কোন অংশই বা কোন লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।
  • সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিন বার ভালোভাবে ধুতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।
  • তবে কোন নারী যদি চুলের বেনী অথবা খোঁপা না খুলে ফরজ গোসল করতে চায় সেক্ষেত্রে গোসল করতে পারবে তবে খেয়াল রাখতে হবে চুলের গোড়াতে যেন পানি পৌঁছায়। চুলের গোড়াতে যদি পানি না পৌঁছায় সেক্ষেত্রে ফরজ গোসল হবে না।

লেখকের মন্তব্য - ফরজ গোসলের নিয়ম ও দোয়া

প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা,ফরজ গোসল না করলে কি হয়,ফরজ গোসলের নিয়ম ও দোয়া,পুরুষের ফরজ গোসলের নিয়ম,নারীর ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের দোয়া,ফরজ গোসল কখন করতে হয়,পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছে।

চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url