ককাটেল পাখির দাম - ককাটেল পাখি পালন পদ্ধতি
টিয়া পাখি পালন পদ্ধতিপাখি প্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হল ককাটেল। কারণ ককাটেল পাখি দেখতে যেমন সুন্দর তেমনি ভালো প্রশিক্ষণ পেলে খুব সুন্দর করে কথা বলতে পারে। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানব ককাটেল পাখির দাম - ককাটেল পাখি পালন পদ্ধতি সম্পর্কে।
আপনি যদি কোকাটেল পাখি পালন করতে ইচ্ছুক হন তাহলে আর এই আর্টিকেলটি আপনার জন্য হতে পারে গাইডলাইন। তাই ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
পোস্ট সূচিপত্রঃতাহলে আর দেরি না করে চলুন আমরা ককাটেল পাখি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ককাটেল পাখির দাম - ভূমিকা
জনপ্রিয় পাখিগুলোর মধ্যে ককাটেল অন্যতম। কারণ ককাটেল পাখি অন্যান্য পাখির মতোই খুব সহজে পোষ মানে। যারা পাখি পালন করতে পছন্দ করেন তাদের কাছে ককাটেল একটি পরিচিত নাম। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে ককাটেল পাখি সম্পর্কে যে বিষয়গুলো জানব তা হল-
ককাটেল পাখি মেল ফিমেল চিনার উপায়,ককাটেল পাখি পালন পদ্ধতি,ককাটেল পাখির দাম,ককাটেল পাখির খাবার,ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়,ককাটেল পাখি কি কথা বলতে পারে সেই সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ককাটেল পাখি মেল ফিমেল চিনার উপায়
আপনি কি ককাটেল পাখি মেল ফিমেল চেনার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখির মেল ফিমেল চেনার উপায় সম্পর্কে।
তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নেই ককাটেল পাখি মেল ফিমেল কিভাবে চিনতে পারবো সেই সম্পর্কে।ককাটেল পাখির ভিন্নতা অনুসারে মেল ফিমেল নির্ণয় করা যায়। বিস্তারিত নিম্নে আলোচনা করা হল-
- ১। বাচ্চা ককাটেলের রং এর ভিন্নতা অনুসারে কখনো মেল ফিমেল নির্ণয় করা হয়।
- ২। বয়স বাড়ার সাথে সাথে এদের রং পাল্টাতে থাকে। মোটামুটি ৮-৯ মাসে গায়ের রং ধূসর এবং মেল পাখি পূর্ণবয়স্ক হলে মাথায় হলুদ রং এর জন্য খুব সহজেই চেনা যায়। কিন্তু ফিমেল পাখির এই রকম কোন রং থাকে না।
- ৩। ফন রং এর পাখির ক্ষেত্রে একই রকম ভাবে নর মাদী চেনা যায়।
- ৪। পার্ল ককাটেল এর গায়ে গোল গোল কালো রং এর দাগ নর পাখির মত দেখতে কিন্তু মাদী পাখির গায়ে গোল গোল বলের মত দাগ দেখতে পাওয়া যায়।
- ৫। সব রং এর ককটেলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সব ফিমেল পাখির লেজের দুই প্রান্তের পালক একটু হলদেটে হয় যা মেল পাখির ক্ষেত্রে হয় না।
- ৬। সাদা রং এর ককটেল পাখির ক্ষেত্রে মেল ফিমেল চেনা কষ্টকর হলেও গালের দু-পাশে যে মরচে রং দেখা যায় তা মেল পাখির তুলনায় ফিমেল পাখির ক্ষেত্রে অনেকটা গাঢ় হয়।
- এছাড়াও আরও একটি মাধ্যম রয়েছে। তা হল ককটেল পাখি ৬ মাসের বেশী বয়স হয়ে গেলে ঐ পাখির সামনে শিশ দিলে যেটা মেল পাখি সেও শিশ দিয়ে ওঠে কিন্তু ফিমেল পাখি নিজে ইচ্ছে ব্যাতীত অথবা অন্যের শিশ অনুকরণ করে না।
ককাটেল পাখি পালন পদ্ধতি
আপনি কি ককাটেল পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখি পালন পদ্ধতি সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নেই ককাটেল পাখি পালন পদ্ধতি সম্পর্কে।
এক জোড়া ককাটেল পাখি পালার আগে আপনাকে মানুষিকভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ তখন আপনাকে অনেক ধৈর্য, মনোযোগী হতে হবে। ককাটেল পাখি পালনের পূর্বে তার বাসস্থানে ঠিকমত আলো বাতাস পৌছায় এমন স্থান নির্বাচন করতে হবে। পর্যাপ্ত আলো বাতাস না পেলে সেখানে একটি এভিয়ান লাইট লাগিয়ে দিতে হবে।
এভিয়ান লাইট বাল্বগুলিতে UVA এবং UVB থাকে যা পাখিদের দেহে প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সংশ্লেষ করতে সাহায্য করে। একটা কথা মনে রাখবেন আপনি আপনার ইচ্ছে মত বাড়ি ছেড়ে দূরে থাকতে পারবেন না কারণ এই পোষা প্রাণীরা যারা বাড়িতে থাকে তাদের জন্য।
ককাটেল পাখি ঠান্ডা পাখি নয় তাদের জন্য উষ্ঞ ঘরের প্রয়োজন, তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে যে গ্রীষ্মকালে আপনার ঘরে যদি ককাটেল থাকে তবে আপনি আপনার ঘরে ফ্যান অথবা এসি চালু করতে পারবেন না। যদি ককাটেল পাখি খাঁচায় লালন পালন করতে চান তাহলে এক জোড়া ককাটেল পাখি পালার জন্য খাঁচার মাপ সর্বনিম্ন ২৪ইঞ্চি/২৪ইঞ্চি/২০ইঞ্চি হতে হবে।
ককাটেল পাখি রাতকে দেখে বেশ ভয় পায় তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে ঘরে কিছু রাতের আলো আসছে কিনা তা পর্যবেক্ষণ করা। মনে রাখতে হবে প্রতিটি ককাটেল একটি নির্দিষ্ট আচরণ রয়েছে তাদের সবগুলি যে একই তা কিন্তু নয় তাই মনে রাখবেন যে কিছু ককাটেল অন্যদের চেয়ে একটু বেশি ভীতু, কিছু অন্যদের চেয়ে বেশি কৌতূহলী।
আপনাকে আপনার ককাটেল পাখির সাথে পরিচিত হতে হবে কারণ তারা সবাই মানুষের মতো তৈরি নয়। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন পরিবেশের সাথে দ্রুত সামঞ্জস্য করতে পারে, এবং তাদের মধ্যে কেউ নাও হতে পারে, তাদের মধ্যে কেউ বেশি চিৎকার করে, তাদের মধ্যে কেউ আবার বেশ শান্ত,
তাদের মধ্যে কেউ কেউ খেলনা নিয়ে খেলতে পছন্দ করে আবার কেউ কেউ খেলতে পছন্দ করে না। আপনার ককাটেলকে আপনে বুঝতে শিখুন তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনার অবসর সময়টা ওকে দিন। আশা করছি আপনি ককাটেল পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।
ককাটেল পাখির দাম
আপনি কি ককাটেল পাখির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখির দাম সম্পর্কে। তাই আর দেরি না করে চলুন আমরা ককাটেল পাখির দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ককাটেল পাখি কাকাতুয়া গোত্রের পাখি। ককাটেলকে ক্যারিওন এবং উইরো নামে বিভিন্ন দেশে ডাকা হয়। বৈজ্ঞানিক নাম- Nymphicus Hollandicus, ককাটেল ২৪ টিরও বেশি উপ-প্রজাতির ককাটেল দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ৯ টি জাতের ককাটেল পাখি।
যেমন- পাইড ককাটেল, গ্রে- ককাটেল, পান ককাটেল, লুটিনো ককাটেল, সিলভার ককাটেল, ইয়েলোফেস ককাটেল, ফলো ককাটেন, নীল ককাটেল, হোয়িইটফেস ককাটেল ইত্যাদি জাতের ককাটেল বেশ পরিচিত।
ককাটেলের দাম সর্বনিম্ন ৪,০০০ টাকা হতে সর্বোচ্চ ১০,০০০ টাকা (জোড়া প্রতি) বিক্রয় করা হয়। সময়কাল ভেদে দাম কিছুটা উঠানামা করে। আশা করছি আপনি ককাটেল পাখির দাম সম্পর্কে জানতে পেরেছেন।
ককাটেল পাখির খাবার
আপনি কি ককাটেল পাখির খাবার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখির খাবার সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা ককাটেল পাখির খাবার সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
আজকাল পাখি প্রেমিদের কাছে ককাটেল খুব পছন্দের পাখি। নতুন পাখি পালকদের মধ্যে দেখা যায় তারা ককাটেল পাখিকে খাবার দিতে গিয়ে নানা ধরণের বিরম্বনায় পড়েন। সে দিকে লক্ষ রেখে খাবারের একটি তালিকা তৈরি করা হল। প্রথমেই আমরা সীড মিক্স নিয়ে আলোচনা করবো।
সীড মিক্স- বাজারের খোলা সীড মিক্স না কিনে একটু কষ্ট করে বাড়িতেই সীড মিক্স তৈরি করে নেওয়াটাই উত্তম। ০১ কেজি সীড মিক্স তৈরি করতে হলে বাজার থেকে
- ২৫০ গ্রাম ধান
- ২৫০ গ্রাম সূর্যমুখী বীজ
- ২০০ গ্রাম চিনা
- ১০০ গ্রাম কুসুম বীজ
- ৫০ গ্রাম ক্যানারি
- ৫০ গ্রাম হেম্পসীড
- ৫০ গ্রাম মিলেট
- ৫০ গ্রাম কালজিরা
আলাদা আলাদা ভাবে কিনে এনে ভালোমত ধূলাবালি ঝেরে সম্ভব হলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কয়েকদিন কড়া রৌদে শুকিয়ে সবগুলো একসাথে মিশিয়ে প্লাস্টিকের কোন এক জারে ভরে রাখবেন এবং কিছু কিছু করে ককাটেল পাখিকে পরিবেশন করবেন।
নরম খাবারের তালিকা-
- গম, ছোলা, সবুজ মুগ ডাল পানিতে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নরম হলে দিবেন সপ্তাহে ২দিন
- কলমি শাক/ পালং শাক/লাল শাক ভালোভাবে ধুয়ে সপ্তাহে ১দিন
- বিভিন্ন সবজি গাজর, মিস্টি কুমড়া, পেঁপে, বরবটি, শশা, কপি, ব্রোক্কোলি করল্লা, কাঁচা মরিচ ভালোভাবে ধুয়ে একসাথে মিশিয়ে সিদ্ধ করে সপ্তাহে ১দিন আর কাঁচা সপ্তাহে ১দিন
বিভিন্ন ডাল যেমন-
- মুগ ডাল বুটের ডাল, মশুর ডাল সিদ্ধ ১দিন
- এক জোড়া পাখির জন্য চার ভাগের এক ভাগ মুরগির ডিম সিদ্ধ সপ্তাহে ১দিন (সবজি সিদ্ধর সাথে মিশিয়ে দিতে হবে)
- ভুট্টা সিদ্ধ সপ্তাহে ২দিন
- নিম পাতা (কৃমিজনিত সমস্যা), সজনে পাতা, এলভেড়া (গরমে, হজমে ও পালকের সমস্যা দূর করতে সাহায্য করে, তুলসী পাতা (ঠান্ডায়), থানকুনি পাতা, ধনে পাতা মাঝে মাঝে দিতে হবে। এতে ককাটেলের হজম শক্তি বৃদ্ধি করবে, ঠান্ডা জনিত সমস্যা দূর করবে।
- গরম পড়লে ডাবের পানি, লেবু পানি, গ্লুকোজ বা সেলাইন যেকোনো একটা দিতে হবে।
- এক কাপ পানিতে এক চিমটি পরিমাণ টক দই মিশিয়ে মাসে তিনদিন দিতে হবে।
- একটা কথা মনে রাখা খুবই জরুরী কখনো আপনার সখের ককাটেলকে কচু বা কচু শাক, পেঁয়াজ, চকলেট, দুধ, চিপস জাতীয় খাবার কখনও খাওয়াতে যাবেন না।
ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়
আপনি কি কোকাটেল পাখি বছরে কতবার ডিম দেয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় সেই সম্পর্কে।
ককাটেল পাখি Aviary অর্থাৎ পক্ষীশালা বা বড় খাঁচায় একসঙ্গে অনেকগুলি জোড়া রেখে প্রজনন করানো যায়। এই পাখি ১০-১১ মাস বয়সেই পরিণত পাখির মত আচরণ করলেও এদের প্রজননের ভালো সময় হল দেড় থেকে দুই বছর বয়স।
ককাটেল পাখি পূর্ণ বয়স্ক হলে বড় চ্যাটালো হাঁড়ি যার ব্যাস হবে ১২ইঞ্চি এবং হাঁড়ির গায়ে আড়াই থেকে তিন ইঞ্চি ব্যাসের ফুটো করে দিতে হয় তারপর এই হাঁড়িটির মাথায় বড় মাটির সরা দিয়ে চাপা দিয়ে পাখির খাঁচায় ভিতরে ঝুলিয়ে রেখে দিতে হবে। হাঁড়ির ঐ ফুটো দিয়ে পাখির যখন ইচ্ছা তখন প্রবেশ করবে এবং যখন ইচ্ছা তখন বাইরে বেরিয়ে আসবে।
হাঁড়ির ভিতর বাসা করার জন্য ভিতরে কোন উপকরণ দেওয়ার প্রয়োজন পরে না। আবার ককাটেলকে ব্রিডিং বক্স, ১০ইঞ্চি/ ১০ইঞ্চি/ ১২ইঞ্চি সাইজের বানিয়ে অথবা পাখির দোকান থেকে ব্রিডিং বক্স কিনে এনে খাঁচার ভিতরে ঝুলিয়ে রাখলে ভালো হয়। ফিমেল পাখি বাজরিকা ফিমেল পাখির মত নিজের পালক মেলে দিয়ে ডিম পাড়ে।
বছরে এরা তিনবার ডিম পাড়ে এবং একদিনে অন্তর একসঙ্গে ৫-৬ টা ডিম পাড়তে পারে। ১৯-২১ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং ফিমেল পাখি এদের খাওয়ায়। এরপর ৩০-৩৫ দিন পরে বাঁচ্চা হাঁড়ি থেকে বেরিয়ে এলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত খাওয়ানোর পর এদের আলাদা করতে হয়।
ককাটেল পাখিকে ১৪-১৫ বছর পর্যন্ত প্রজনন করতে দেখা গেছে এবং এদের সঠিকভাবে যত্নসহকারে লালন পালন করলে প্রায় ২০ বছর অবধি বেঁচে থাকে। আশা করছি আপনি ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয় সে সম্পর্কে জানতে পেরেছেন।
ককাটেল পাখি কি কথা বলতে পারে
আপনি কি ককাটেল পাখি কি কথা বলতে পারে সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ককাটেল পাখি কি কথা বলতে পারে সেই সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নেই ককাটেল পাখি কথা বলতে পারে নাকি সেই সম্পর্কে।
ককাটেল পাখি কথা বলতে পারে এ কথা সঠিক, কিন্তু সঠিক প্রশিক্ষণের মাধ্যমে। ককাটেল পাখি মানুষের কন্ঠস্বর অনুকরণ করে কথা বলার চেষ্টা করে। কিন্তু অ্যামাজন তোতাপাখি, ইন্ডিয়ান রিংনেট, ম্যাকাও ও ময়না পাখির মত এতোটা স্পষ্ট কথা বলতে পারে না। আশা করছি আপনি ককাটেল পাখি কি কথা বলতে পারে সেই সম্পর্কে জানতে পেরেছেন।
লেখকের মন্তব্য - ককাটেল পাখির দাম
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো ককাটেল পাখি মেল ফিমেল চিনার উপায়,ককাটেল পাখি পালন পদ্ধতি,ককাটেল পাখির দাম,ককাটেল পাখির খাবার,ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়,ককাটেল পাখি কি কথা বলতে পারে সেই সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url