মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম জানুন
ত্বক ও চুলের যত্নে সজনে পাতাতিল সৌন্দর্যের প্রতীক হলেও যদি অতিরিক্ত পরিমাণের দেখা যায় তবে তা খারাপ দেখায়। অবাঞ্ছিত তিল চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয়। আজ আমরা জানবো মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম সম্পর্কে।
মুখে যদি একটা দুইটা তিল হয় তা আপনার চেহারা সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়। তবে অতিরিক্ত পরিমাণে হলে তা খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
পোস্ট সূচীপত্রঃআজ আমরা জানব মুখের কালো তিল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।
মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম - ভূমিকা
তিল শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। অনেকেই আছে যাদের তিলের জন্য চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায়। আবার অনেকেই আছেন যারা তিলের জন্য চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজ আমরা আলোচনা করব অতিরিক্ত তিল দূর করার উপায় সম্পর্কে। চলুন তাহলে জেনে নেই এই আর্টিকেল এর মাধ্যমে কোন বিষয়গুলো জানব-
মুখের তিল দূর করার হোমিও ঔষধ,মুখের তিল দূর করার ঔষধ,লাল তিল দূর করার ক্রিম,বড় কালো তিল দূর করার উপায়,মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়,মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম,মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলের এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন।
মুখের তিল দূর করার হোমিও ঔষধ
আপনি কি মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই মুখের তিল দূর করার হোমিও ঔষধ সম্পর্কে।
মুখের তিল এমন একটি সমস্যা যা বেশিরভাগ নারীদের ক্ষেত্রে দেখা যায়। মুখের ত্বকে ছোট ছোট কালো অথবা বাদামি দুই ধরনের তিল ই থাকতে পারে। অনেক ভাবে এই তিল দূর করা যায়। তবে সবথেকে ভালো এবং স্থায়ী সমাধান হল হোমিও ঔষধ সেবনের মাধ্যমে তিল দূর করা। হোমিও ঔষধের মধ্যে তিল দূর করার ৩টি ঔষধের নাম হলো-
- Oleum Santali Q
- Berberies Aquifolium Q
- Thuja Occidentalis Q
আপনি চাইলে এই ঔষধ নিয়মিত খেতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি একজন ভালো হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে অর্থাৎ আপনার ত্বক দেখিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করেন।
মুখের তিল দূর করার ঔষধ
আপনি কি মুখের তিল দূর করার ঔষধ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মুখের তিল দূর করার ঔষধ সম্পর্কে। চলো তাহলে আর দেরি না করে আমরা মুখের তিল দূর করার ঔষধ সম্পর্কে জেনে নেই। মুখের সৌন্দর্যের বিঘ্ন ঘটায় তিল।
তাই যাদের মুখে তিলের সমস্যা রয়েছে তারা সকলেই চায় তিল কিভাবে দূর করা যায়। তিল এমন একটি সমস্যা যা জেনেটিক্যালি বেশি হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত রোদে ঘোরার কারণেও তিলের সমস্যা দেখা দেয়। বর্তমান সময়ে বাজারে অনেক ব্র্যান্ডের ফ্রিকেলস আউট ক্রিম পাওয়া যায়। এ ধরনের অধিকাংশ ক্রিম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক বা কৃত্রিম উপাদান দিয়ে।
যা ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়াও বর্তমান সময়ে মুখের তিল দূর করার বিভিন্ন ঔষধ বের হয়েছে। আপনি চাইলে যে কোন একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারেন। তবে অবশ্যই পরামর্শ দেবো কোন চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোন ধরনের ওষুধ সেবন করবেন না। তবুও আপনাদের সুবিধার্থে কয়েকটি ওষুধ আছে যা মুখের কালো তিল দূর করার ক্রিম নামে পরিচিত-
- Doctor Speckle Killer
- 24k Gold Anti Melasma Facial Cream
- Balit Intensive CICA Cream
লাল তিল দূর করার ক্রিম
আপনি কি লাল তিল দূর করার ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে লাল তিল দূর করার ক্রিম সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নেই লাল তিল দূর করার ক্রিম সম্পর্কে।
বর্তমান সময়ে মানুষের মধ্যে যেমন তিল নিয়ে উদ্বিগ্নতা দেখা দিয়েছে তেমনি বিভিন্ন কোম্পানি ফ্রিকেলস আউট ক্রিম তৈরি করছে। তবে এই ধরনের ক্রিম কম-বেশি ব্লিচিং পাউডার দিয়ে তৈরি করা হয়। এই ব্লিচিং পাউডার আমাদের নাজুক ত্বকের জন্য খুবই ক্ষতিকর। যে কারণে মুখের লাল অথবা কালো তিল দূর করতে কখনোই কোন ক্রিম ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ।
আপনি চাইলে ঘরেই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুখের লাল তিল দূর করতে পারেন। যেমন ধরুন টক দই আমাদের ত্বকের লাল তিল দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রতিদিন সামান্য একটু টক দই নিয়ে মুখে ময়শ্চারাইজার এর মত ব্যবহার করুন। এরপর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এভাবে যদি আপনি কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন লাল তিন অনেকটা কমে গিয়েছে।
এছাড়াও লেবুর রস ব্যবহার করতে পারেন আপনার যদি এলার্জি জনিত সমস্যা না থাকে। কারণ লেবুর রস তিল দূর করতে বিশেষ ভূমিকা রাখে। আশা করছি আপনি বাজারের কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার না করে ঘরে তৈরি বিভিন্ন উপাদান ব্যবহার করে লাল তিল দূর করতে পারবেন।
বড় কালো তিল দূর করার উপায়
আপনি কি বড় কালো তিল দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পরবর্তী আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে বড় কালো তিল দূর করার উপায় সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই বড় কালো তেল দূর করার উপায় সম্পর্কে।
আপনার মুখ থেকে যদি বড় কালো তিল দূর করতে চান সেক্ষেত্রে আপনি ঘরোয়া যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে সময় লাগবে ঠিক কিন্তু তেল একসময় ঠিকই দূর হয়ে যাবে। আপনি যদি ঘরোয়া মাধ্যমগুলো অবলম্বন করতে না চান সেক্ষেত্রে আপনি হোমিও ঔষধ সেবন করতে পারেন।
এছাড়াও আপনি চাইলে ডক্টরের সাথে কথা বলে মুখের বড় তিল গুলো দূর করার জন্য ওষুধ সেবন করতে পারেন অথবা সার্জারির মাধ্যমেও দিল গুলো উঠিয়ে নিতে পারেন। আশা করছি আপনি বড় কালো তেল দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।
মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়
আপনি কি মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নেই মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় কি সেই সম্পর্কে।
বাজারে আজেবাজে ক্রিম ব্যবহার না করে আপনি ঘরে তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে মুখের কালো তিল খুব সহজেই দূর করতে পারবেন। যা ব্যবহার করার ফলে আপনার ত্বকের কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। চলো তাহলে আর দেরি না করে জেনে নেই মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় কি-
আরও পড়ুনঃ মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয়
লেবুর রস: লেবুর রস মুখে তিল দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। যদি আপনার লেবুর রসে এলার্জি না থেকে থাকে তাহলে আপনি মুখে লেবুর রস দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাবেন ফলাফল আপনি নিজের চোখেই।
টক দই: মুখের কালো তিল বা লাল তিল দূর করার ক্ষেত্রে টক দই বিশেষ ভূমিকা রাখে। সামান্য পরিমাণ টক দই নিয়ে ময়েশ্চারাইজার এর মত সমস্ত মুখে মেখে নিন। এরপর শুকিয়ে এলে মুখ ধুয়ে নিন, এভাবে কিছুদিন ব্যবহার করার ফলে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন।
মৌসুমী ফল ও সবজি: আপনি চাইলে বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে থাকতে পারে আলু, গাজর, অ্যাপ্রিকট, টমেটো, শসা, স্ট্রবেরি ইত্যাদি।
মধু: মুখের কালো ও লাল তিল দূর করার ক্ষেত্রে মধু ব্যবহার করতে পারেন। মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও বেশ ভালো উপকার পাবেন।
দুধ: আপনি চাইলে দুধের সর মুখে মেখে নিতে পারেন অথবা দুধ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এক্ষেত্রে উপকার পাবেন।
পার্সলি রস:পার্সলি রসের সঙ্গে কমলার রস, লেবুর রস এবং গাজরের রস মিশিয়ে নীন সমান পরিমাণে। এই উপকরণটি ব্যবহার করতে পারেন আপনার মুখে রেগুলার ক্রিম ব্যবহার করার আগ মুহূর্তে। এতে দেখবেন তিল দেখা যাবে না।
তরমুজ: আপনি যদি আপনার মুখে নিয়মিত তরমুজের রস ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে তিল অনেকাংশেই মিলিয়ে যায়।
চিনি ও লেবুর রস: আপনি যদি চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন তাহলেও তিল অনেকাংশে কমে যাবে।
কাঁচা হলুদ:কাঁচা হলুদের রস ও তিলের গুড়া এক সাথে মিশেয়ে আক্রান্ত স্থানে লাগান ভালো উপকার পাবেন।
মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম
আপনি কি মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম সম্পর্কে।
যাদের মুখে কালো তিল রয়েছে তাদের কাছে এটি একটি বড় সমস্যা। কারণ তিল থাকার কারণে মুখের সৌন্দর্য অনেকটাই কমে যায়। যে কারণে এই তিল দূর করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। তবে এই ক্রিম ব্যবহার করার ফলে মুখের ত্বকের নানা ধরনের ক্ষতি হয়। যা আমরা পরক্ষণে বুঝতে না পারলেও ধীরে ধীরে এর ক্ষতিকর দিক উপলব্ধি করতে পারি।
যে কারণে ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী। তাই আপনারা যারা মুখের কালো তিল দূর করার জন্য ক্রিমের নাম জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখের কালো তিল দূর করার জন্য ক্রিম ব্যবহার না করে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে এই তিল দূর করতে পারেন।
এক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও আপনার ত্বকের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই। ঘরোয়া যে উপায় গুলো অবলম্বন করতে পারেন চলুন জেনে নেই-
লেবুর রস: লেবুর রস মুখে তিল দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। যদি আপনার লেবুর রসে এলার্জি না থেকে থাকে তাহলে আপনি মুখে লেবুর রস দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাবেন ফলাফল আপনি নিজের চোখেই।
টক দই: মুখের কালো তিল বা লাল তিল দূর করার ক্ষেত্রে টক দই বিশেষ ভূমিকা রাখে। সামান্য পরিমাণ টক দই নিয়ে ময়েশ্চারাইজার এর মত সমস্ত মুখে মেখে নিন। এরপর শুকিয়ে এলে মুখ ধুয়ে নিন, এভাবে কিছুদিন ব্যবহার করার ফলে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন।
মৌসুমী ফল ও সবজি: আপনি চাইলে বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে থাকতে পারে আলু, গাজর, অ্যাপ্রিকট, টমেটো, শসা, স্ট্রবেরি ইত্যাদি।
মধু: মুখের কালো ও লাল তিল দূর করার ক্ষেত্রে মধু ব্যবহার করতে পারেন। মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও বেশ ভালো উপকার পাবেন।
দুধ: আপনি চাইলে দুধের সর মুখে মেখে নিতে পারেন অথবা দুধ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এক্ষেত্রে উপকার পাবেন।
পার্সলি রস:পার্সলি রসের সঙ্গে কমলার রস, লেবুর রস এবং গাজরের রস মিশিয়ে নীন সমান পরিমাণে। এই উপকরণটি ব্যবহার করতে পারেন আপনার মুখে রেগুলার ক্রিম ব্যবহার করার আগ মুহূর্তে। এতে দেখবেন তিল দেখা যাবে না।
তরমুজ: আপনি যদি আপনার মুখে নিয়মিত তরমুজের রস ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে তিল অনেকাংশেই মিলিয়ে যায়।
চিনি ও লেবুর রস: আপনি যদি চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন তাহলেও তিল অনেকাংশে কমে যাবে।
কাঁচা হলুদ:কাঁচা হলুদের রস ও তিলের গুড়া এক সাথে মিশেয়ে আক্রান্ত স্থানে লাগান ভালো উপকার পাবেন।
মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়
আপনি কি মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে। চলো তাহলে আর দেরি না করে আমরা মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে জেনে নেই।
সব মানুষের শরীরেই তিল থাকে। শরীরের বিভিন্ন জায়গায় তেল দেখা দেয়। অনেক সময় দেখা যায় অবাঞ্ছিত তিল আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। একটু বয়স বাড়ার সাথে সাথে মুখে বিভিন্ন ধরনের ছোট বড় বাদামি কালো তিল দেখা দেয়। যা অধিকাংশ মানুষেরই অপছন্দ।
যে কারণে মুখের ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে মানুষ জানতে চায়। চলুন তাহলে জেনে নেই কি ব্যবহার করার মাধ্যমে আমরা মুখে ছোট ছোট কালো তিল দূর করতে পারবো সেই সম্পর্কে-
- টক দই
- পেঁয়াজ
- আপেল সিডার ভিনেগার
- আনারসের জুস
- টি ট্রি অয়েল
- ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা
- মধু
- লেবুর রস
- কলার খোসা
- আলু
- রসুন
লেখকের মন্তব্য - মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো মুখের তিল দূর করার হোমিও ঔষধ,মুখের তিল দূর করার ঔষধ,লাল তিল দূর করার ক্রিম,বড় কালো তিল দূর করার উপায়,মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়,মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম,মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url