কাজা নামাজের নিয়ত - ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময়
তায়াম্মুমের ফরজ কয়টি জানুনপ্রত্যেক প্রাপ্তবয়স্কের উপর নামাজ ফরজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য আবশ্যক। তবে যদি কোন কারণবশত নামাজ ছুটে যায় সেক্ষেত্রে কাজা আদায় করে নেওয়া যায়। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো কাজা নামাজের নিয়ত - ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময় সম্পর্কে।
অনেকেই আছেন যারা কাজা নামাজের নিয়ত সম্পর্কে জানেন না তাদের সুবিধার্থে এই আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে আমরা কাজা নামাজের বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
কাজা নামাজের নিয়ত - ভূমিকা
কোন কারণবশত সঠিক সময়ে নামাজ আদায় করতে না পারলে সেক্ষেত্রে নামাজ কাজা আদায় করতে হয়। অনেকেই আছেন যারা কাজা নামাজ আদায় সম্পর্কে জানেন না। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেল এর মাধ্যমে কাজা নামাজ সম্পর্কে যে বিষয়গুলো জানবেন তা হল-
কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত,ফজরের কাজা নামাজ কয় রাকাত,কাজা নামাজের নিয়ত ,ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত,ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময়,আসরের কাজা নামাজ পড়ার নিয়ম,মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম,কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
আপনি কি কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্ব টি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
কাজা নামাজ পড়ার নিয়ম হল আপনি যদি কোন কারণবশত নামাজের ওয়াক্তে নামাজ আদায় করতে ভুলে যান বা ঘুমে থাকেন সে ক্ষেত্রে আপনার নামাজের ওয়াক্ত ছুটে গেলে সেই ওয়াক্তের নামাজ কাজা পড়তে হবে। ঠিক যখন আপনার মনে পড়বে নামাজের কথা ঠিক তখনই অজু করে নামাজ কাজা আদায় করে নিতে হবে।
কাজা নামাজ সাধারণত শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলেই হয়। তবে আপনি চাইলে নফল এবং সুন্নত আদায় করতে পারেন। অনেকেই আছেন যারা কাজা নামাজের নিয়ত সম্পর্কে জানেন না। তাদের সুবিধার্থে বলতে চাই কাজা নামাজের নিয়ত করতে হয় তবে মনে মনে আপনাকে সংকল্প করতে হবে যে আপনি কাজা নামাজ আদায় করছেন।
এছাড়া অন্য কোন পার্থক্য নেই। এছাড়াও আপনি চাইলে আরবিতে এবং বাংলাতে দুইভাবেই কাজা নামাজের নিয়ত করতে পারেন। আপনাদের সুবিধার্থে কাজা নামাজের নিয়ত উল্লেখ করা হলো:
কাজা নামাজের নিয়ত আরবীতে:
নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তা'আলা রকআতায় সালাতিল ফাজরিল ফায়িতাতি ফারদুল্লাহি তাআলা মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি।আল্লাহু আকবার।
কাজা নামাজের নিয়ত বাংলাতে:
আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ফজরের দুই রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।
আশা করছি আপনি কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
ফজরের কাজা নামাজ কয় রাকাত
আপনি কি ফজরের কাজা নামাজ কয় রাকাত সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফজরের কাজা নামাজ কয় রাকাত সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফজরের কাজা নামাজ কয় রাকাত সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সাধারণত নামাজ কাজা হয়ে গেলে ওয়াক্তের ফরজ নামাজ কাজা নামাজ হিসেবে আদায় করতে হয়। যেহেতু ফজরের দুই রাকাত ফরজ তাই আপনার যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনার দুই রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতে হবে।
তবে আপনি চাইলে ফরজের পাশাপাশি সুন্নত নামাজ ও আদায় করে নিতে পারেন। আশা করছি আপনি ফজরের কাজা নামাজ কয় রাকাত সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
কাজা নামাজের নিয়ত
আপনি কি কাজা নামাজের নিয়ত সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে কাজা নামাজের নিয়ত সম্পর্কে। কাজা নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্টিকেলের এই পর্বটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে আর দেরি না করে চলুন আমরা কাজা নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
নামাজ কাজা হয়ে গেলে তা যত দ্রুত সম্ভব পরে ফেলা উচিত। অনেকেই আছেন কাজা নামাজের নিয়ত সম্পর্কে জানেন না। কাজা নামাজের নিয়ত করতে হবে মূলত আপনি প্রত্যেক ওয়াক্তের নামাজ যেভাবে নিয়ত করেন ঠিক সেভাবেই নিয়ত করবেন শুধুমাত্র মনে সংকল্প করবেন যে আমি সময় মতো পড়তে পারিনি, এখন বিলম্বে আদায় করছি। তবুও আপনাদের সুবিধার্থে নিচে কাজা নামাজের নিয়ত আরবি এবং বাংলাতে উপস্থাপন করা হয়েছে।
কাজা নামাজের নিয়ত আরবীতে:
নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তা'আলা রকআতায় সালাতিল ফাজরিল ফায়িতাতি ফারদুল্লাহি তাআলা মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি।আল্লাহু আকবার।
কাজা নামাজের নিয়ত বাংলাতে:
আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ফজরের দুই রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।
উপরে উল্লেখিত নিয়ত টি ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত। আপনি যদি অন্য ওয়াক্তের কাজা নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে সালাতিল এর পরে এবং ফায়িতাতি এর আগে যে ওয়াক্তের কাজা নামাজ পড়তে চাচ্ছেন সেই ওয়াক্ত উল্লেখ করতে হবে।
এবং আপনি যদি বাংলাতে নিয়ত করতে চান সেক্ষেত্রে ফজরের দুই রাকাত ফরজ নামাজের জায়গায় আপনি যে ওয়াক্তের কাজা নামাজ আদায় করতে চান সেই ওয়াক্ত এবং কত রাকাত তা উল্লেখ করতে হবে। আশা করছি আপনি কাজা নামাজের নিয়ত সম্পর্কে জানতে পেরেছেন।
ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত
আপনি কি ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য।কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত সম্পর্কে জেনে নেই। সাধারণত অধিকাংশ মানুষেরই ফজরের নামাজ কাজা হয়।
কারণ এই সময় মানুষ ঘুমের মধ্যে থাকে। তাই আপনার যখন ঘুম ভাঙবে তখনই সঙ্গে সঙ্গে অজু করে ফজরের কাজা নামাজ আদায় করে নিবেন। কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে এর নিয়ত জানা খুব জরুরী। তাহলে চলুন আমরা ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত সম্পর্কে জেনে নেই:
নিয়তই নিচে উপস্থাপন করা হলো।
কাজা নামাজের নিয়ত আরবীতে:
নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তা'আলা রকআতায় সালাতিল ফাজরিল ফায়িতাতি ফারদুল্লাহি তাআলা মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি।আল্লাহু আকবার।
কাজা নামাজের নিয়ত বাংলাতে:
আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ফজরের দুই রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।
ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময়
আপনি কি ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময় সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সাধারণত কাজা শব্দের অর্থ হলো বিলম্ব করা। অর্থাৎ যেই নামাজ সময়মত পড়তে পারি নাই, একটু বিলম্ব করে আদায় করাকে কাজা নামাজ বলা হয়। অর্থাৎ ওয়াক্ত ছুটে যাওয়ার পরে একটু বিলম্ব করে আদায় করাকে কাজা আদায় করা বলে। অনেকেই আছেন কাজা নামাজ পড়ার সঠিক সময় সম্পর্কে জানেন না।
এই বিষয়ে সুস্পষ্ট ভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূলের কারীম (সা:) বলেছেন,(সহিহ বুখারী,৫৭০ (ইঃ ফাঃ) হাদিসটি হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, যদি তোমরা সালাত আদায় করতে ভুলে যাও, তাহলে যখনই স্মরণ হবে তখনই সালাত আদায় করে নেবে।
অর্থাৎ সময়মত পড়তে না পারলে ঘুমে থাকার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে তাহলে যখনই সময় হবে বা যখনি মনে পড়বে যে আমার নামাজটা মিস হয়ে গেছে ঠিক তখনই সালাত পড়ে নিতে হবে। এটা হাতে রেখে দেওয়া যাবে না। ফরজ সালাত কখনো হাতে রেখে দেওয়া যাবে না।
আপনি যদি ঘুমে থাকার কারণে ফজরের নামাজ আদায় করতে না পারেন ঘুম থেকে উঠে সাথে সাথে আপনাকে কাজা নামাজ আদায় করে নিতে হবে। এটা হল কাজা নামাজের সময়। কাজা নামাজ আদায় করার নিয়ম হলো আপনি প্রত্যেক ফরজ নামাজ যেভাবে আদায় করতেন কাজা নামাজ ঠিক সেভাবেই আদায় করতে হবে। শুধুমাত্র মনে মনে আপনাকে সংকল্প করতে হবে যে, আপনি কাজা নামাজ আদায় করছেন।
আসরের কাজা নামাজ পড়ার নিয়ম
আপনি কি আসরের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে আসরের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা আসরের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে নেই।
প্রত্যেক ওয়াক্তেরই কাজা নামাজের নিয়ম একই। শুধুমাত্র যে ওয়াক্তের নামাজ কাজা হয়েছে সেই ওয়াক্ত উল্লেখ করতে হবে। যদিও এই নিয়ত মনে মনে করতে হবে। এছাড়া আপনি আসরের ফরজ নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবেই আসরের কাজা নামাজ আদায় করতে হবে।
কোন কারণবশত যদি আপনার আসরের নামাজ কাজা হয়ে যায় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব কাজা নামাজ আদায় করে নিবেন। এছাড়াও আপনি যদি চান মাগরিবের নামাজের সাথে আসরের কাজা নামাজ আদায় করবেন হাতে সময় থাকলে সেটা করা যাবে না।
কারণ কাজা নামাজ যখনই মনে পড়বে তখনই আদায় করে নিতে হবে। আশা করছি আপনি আসরের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম
আপনি কি মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই বরবটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মাগরিবের কাজা নামাজ আদায় করার নিয়ম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে নেই।
আমরা আগেই জেনেছি যে যেই ওয়াক্তের নামাজ ছুটে যাবে যত দ্রুত সম্ভব সেই ওয়াক্তের কাজা নামাজ আদায় করে নিতে হবে। আপনার যদি ঘুমের কারণে অথবা কোন কারণবশত ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে যায় সে ক্ষেত্রে আপনার যখনই মনে পড়বে যত দ্রুত সম্ভব অজু করে কাজা নামাজ আদায় করে নিতে হবে।
অনেকেই কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা জানেন না। সাধারণত আপনি মাগরিবের ফরজ নামাজ যেভাবে আদায় করেন কাজা নামাজ ঠিক সেভাবেই আদায় করতে হবে। শুধুমাত্র মনে মনে আপনাকে সংকল্প করতে হবে যে আপনি কাজা নামাজ আদায় করছেন। আশা করছি আপনি মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
কাজা নামাজের নিষিদ্ধ সময়
আপনি কি কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে জেনে নেই। সাধারণত নামাজ আদায় করার তিনটি নিষিদ্ধ সময় রয়েছে এর মধ্যে একটি হল:
- যখন সূর্য উদিত হয়
- যখন সূর্য অস্তমিত যায়
- ঠিক যখন সূর্য মাথার উপরে থাকে অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য হেলে যাচ্ছে এমন সময়।
এই তিনটি সময় সালাত আদায় করা যাবে না। তবে আপনি যদি শরীয়ত সম্মত কোন কারনে সালাত আদায় করতে ভুলে যান বা ঘুমের কারণে সালাত আদায় করতে না পারেন সে ক্ষেত্রে আপনার যখনই মনে পড়বে তখনই কাজা সালাত আদায় করে নিতে পারবেন।
এক্ষেত্রে কাজা সালাত আদায়ের কোন নিষিদ্ধ সময় নেই। তবে শরীয়ত সম্মত যদি কোন কারণ না হয় সেক্ষেত্রে কাজা সালাত আদায়ের এই তিনটি নিষিদ্ধ সময় রয়েছে। আশা করছি আপনি কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে পেরেছেন।
লেখকের মন্তব্য - কাজা নামাজের নিয়ত
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত,ফজরের কাজা নামাজ কয় রাকাত,কাজা নামাজের নিয়ত ,ফজরের কাজা নামাজ পড়ার নিয়ত,ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময়,আসরের কাজা নামাজ পড়ার নিয়ম,মাগরিবের কাজা নামাজ পড়ার নিয়ম,কাজা নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জা
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url