চিরতরে মেছতা দূর করার উপায় - মেছতা দূর করার ঔষধ
গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা ফর্সা হয়মেছতা দীর্ঘমেয়াদী সমস্যা হলেও বর্তমান সময়ে এর বেশ কিছু কার্যকরী চিকিৎসা বের হয়েছে। যার মাধ্যমে খুব দ্রুত এই দীর্ঘমেয়াদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা জানব চিরতরে মেছতা দূর করার উপায় - মেছতা দূর করার ঔষধ সম্পর্কে।
মুখে মেছতা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে সূর্যের আলোতে থাকে তাদের মেছতা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।
পোস্ট সূচীপত্রঃচলুন তাহলে আর দেরি না করে আমরা মেছতা হওয়ার কারণ এবং এর সমাধান সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
চিরতরে মেছতা দূর করার উপায় - ভূমিকা
মেছতা মানুষের মুখে সৌন্দর্যের একটি বড় বাধা। কারণ মেছতা এমন একটি সমস্যা যা দীর্ঘমেয়াদি। একবার মুখে মেছতা হলে সহজে তা দূর করা যায় না। তবুও বর্তমানে বেশ কিছু প্রসাধনই বা ওষুধ রয়েছে যার মাধ্যমে খুব সহজেই মেছতা দূর করা যায়। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো।
মেসতা দূর করার ক্রিম,মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি,চিরতরে মেছতা দূর করার উপায়,মেছতা দূর করার হোমিও ঔষধ,মেছতা দূর করার ঔষধ,মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম,এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মেসতা দূর করার ক্রিম
আপনি কি মেছতা দূর করার ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে মেজদা দূর করার কিছু ক্রিমের নাম সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা মেস্তা দূর করার কয়েকটি ক্রিমের নাম সম্পর্কে জেনে নেই।
বর্তমান সময়ে মেছতার সমস্যা প্রকোপ আকার ধারণ করেছে। এর মূল কারণ হলো সূর্যের অতিবেগুনি রশ্মি। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে মেছতা হওয়ার। ছেলে মেয়ে উভয়েরই মেছতা হতে পারে। মেছতা যেহেতু গালের দুইপাশে বেশি দেখা দেয় তাই এটি দেখতে খুবই দৃষ্টিকটু লাগে।
যে কারণে মেছতা দেখা দেওয়ার সাথে সাথে আমাদের একটা দুশ্চিন্তা তৈরি হয়ে যায়। যে কারণে যত দ্রুত সম্ভব মেছতা দূর করার জন্য আমরা বিভিন্ন ক্রিম সম্পর্কে জানতে চাই। তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই পর্বে কয়েকটি প্রয়োজনীয় মেছতা দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হলো।
- p-vita melasma cream
- mesta guard skin cream
- dermus ointment
- melasma + zero cream
মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি
আপনি কি মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
বর্তমান সময়ে মেছতা নারী পুরুষের মধ্যে খুবই কমন একটি সমস্যা।মেছতা এক ধরনের ফেসিয়াল হাইপার পিকমেন্টেশন এটা কালচে বাদামি ছোপ হিসেবে দেখা দেয় গালের দুই পাশে, নাকের উপরে, ঠোঁটের উপরে অনেক সময় চিবুকের উপরে।মেছতা পড়ার সবচেয়ে বড় কারণ হলো সূর্যের অতিবেগুনি রশ্মি।
তাই ঘর থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই কোন ভালো ব্র্যান্ডের সানব্লক ব্যবহার করতে হবে। বর্তমান সময়ে মেছতার অনেক আধুনিক চিকিৎসা বের হলেও অনেকেই জানতে চান ঘরোয়া পদ্ধতি সম্পর্কে। তাই আপনাদের সুবিধার্থে মেছতা দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি আলোচনা করা হয়েছে।
আশা করছি আপনারা যদি এই ঘরোয়া পদ্ধতি গুলো অবলম্বন করেন তাহলে খুব সহজেই মেছতা দূর করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে।
পাকা পেঁপে: আপনার ত্বকের যে জায়গায় মেছতা হয়েছে সেখানে যদি নিয়মিত পাকা পেঁপে ঘষতে পারেন তাহলে দেখবেন ক্রমশ আপনার ত্বকের মেছতার দাগ অনেকটা হালকা হয়ে যাবে।
লেবুর রস: আপনার ত্বকের যে জায়গায় মেছতা রয়েছে সেখানে যদি নিয়মিত লেবুর রস ব্যবহার করেন সে ক্ষেত্রে মেছতার দাগ অনেকাংশেই হালকা হয়ে যাবে তবে আপনার যদি লেবুর রসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সামান্য পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন।
পেঁয়াজের রস: পেঁয়াজের রস মেছতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তাই নিয়মিত মেছতার জায়গায় পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন।
পাকা টমেটো: পাকা টমেটো মেছতার দাগ হালকা করতে খুব ভালো কাজ করে। তাই যাদের মুখে মেছতা রয়েছে তারা যদি পাকা টমেটোর রস পুরো মুখে মেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলে সেক্ষেত্রে ভালো উপকার পাবেন।
পাকা কলা: পাকা কলা এবং পুদিনা পাতা বাটা একসাথে মিশিয়ে যদি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ধুয়ে ফেললে এক্ষেত্রেও মেছতার ডাক অনেকটা হালকা হয়ে যাবে।
চিরতরে মেছতা দূর করার উপায়
আপনি কি চিরতরে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে চিরতরে মেছতা দূর করার উপায় সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই চিরতরে মেছতা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত।
প্রথমে আমরা জানব মেছতা কি? মেলাজমা বা মেছতা এক ধরনের ফেসিয়াল হাইপার পিকমেন্টেশন এটা ডার্ক ব্রাউন প্যাচ বা কালচে বাদামি ছোপ হিসেবে দেখা দেয় গালের দুই পাশে, নাকের উপরে, ঠোঁটের উপরে অনেক সময় চিবুকের উপরে। এখন আমরা জানব মেছতা কাদের বেশি হয় কিংবা কি কি কারনে মেছতা হয়?
পুরুষ মহিলা উভয়েরই মেছতা হতে পারে। তবে মেয়েদের ক্ষেত্রে মেছতায় ভোগার প্রবণতাটা অনেক বেশি। সাধারণত বংশগত কারণে, রোদ বা অতিরিক্ত তাপের কারণে, প্রেগনেন্সি এবং বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে এবং হরমোনাল সমস্যার কারণে মেছতা তা হতে পারে। মেছতা যখন পড়ে বা পড়া শুরু করে তখন রোগীরা অনেক বেশি বিচলিত হয়ে যায় কারণ এটি খুবই দৃষ্টিকটু একটি বিষয়।
তবে প্রপার চিকিৎসার মাধ্যমে মেছতা অনেক অংশেই সারানো সম্ভব। বিশেষ করে চিকিৎসাটা যদি খুব দ্রুত বা আর্লিস্টেজে শুরু করা যায়। মেছতার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখা প্রয়োজন তা হলো সানব্লক ক্রিম। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি মেছতাকে পড়ার ক্ষেত্রে এবং মেছতা বাড়ার ক্ষেত্রে একটি বিশাল বড় ভূমিকা পালন করে।
তাই মেছতা যাদের আছে বা পড়া শুরু করেছে তারা একটি ভালো সানব্লক ক্রিম ব্যবহার করবেন। বিশেষ করে যখন রোদে বাহিরে বের হচ্ছেন এবং রান্না করার পূর্বে সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে। এর পাশাপাশি কিছু ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করার ফলে মেছতার যে ডাক্তার রয়েছে তা অনেক অংশেই কমাতে সাহায্য করবে। তবে মেছতার চিকিৎসা দীর্ঘমেয়াদী।
তবে বর্তমান সময়ে অনেক আধুনিক চিকিৎসার মাধ্যমে খুব দ্রুত মেছতা দূর করা যায়। তাই আপনি যদি মেছতার সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে একজন ভালো স্কিন স্পেশালিস্ট এর সাথে কথা বলতে পারে। সে আপনার ত্বকের ধরন বুঝে চিকিৎসা দিবে। যার ফলে খুব দ্রুত আপনি মেছতার সমস্যা থেকে রেহাই পাবেন।
মেছতা দূর করার হোমিও ঔষধ
আপনি কি মেছতা দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে মেস্তা দূর করার হোমিও ঔষধ সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা মেছতা দূর করার হোমিও ঔষধ সম্পর্কে জেনে নেই।
মেছতা দূর করার ক্ষেত্রে হোমিও ঔষধ বেশ কার্যকর। যে কারণে অনেকেই জানতে চায় মেছতা দূর করার ক্ষেত্রে কার্যকরী হোমিও ঔষধের নাম সম্পর্কে। তাই আপনাদের সুবিধার্থে বেশ কিছু প্রয়োজনীয় এবং উপকারী হোমিও ঔষধের নাম নিচে উল্লেখ করা হয়েছে:
Sepia 30 এই ওষুধটি মেছতা রোগের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ। এই ঔষধটি ব্যবহার করার নিয়ম হলো, এই ঔষধটি হোমিওপ্যাথিক দোকান থেকে 5ml এর মত কিনে নিবেন। এই ঔষধটি ২ ফোঁটা করে জিভে দিয়ে দিনে ৩ বার খেতে হবে খাওয়ার ৩০ মিনিট আগে।
এই ওষুধটির সঙ্গে আরও একটি হোমিওপ্যাথিক যে ঔষধ খেতে হবে তা হল Thuja Occ 200. এই ঔষধটিও হোমিওপ্যাথিক দোকান থেকে 5ml কিনে নিবেন। তবে এই ওষুধটি শুধুমাত্র রাতে তিন ফোঁটা করে জিভে দিয়ে খেতে হবে।
এছাড়াও আরো কিছু মেছতার কার্যকরী হোমিও ঔষধ রয়েছে যেমন Berberis Aquif . একটা কথা সব সময় মনে রাখবেন কোন ঔষধ খাওয়া বা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই আপনি যদি মেছতা দূর করতে হোমিও ঔষধ খেতে চান সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিবেন।
মেছতা দূর করার ঔষধ
আপনি কি মেছতা দূর করার ঔষধ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মেজতা দূর করার ঔষধ সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা মেজদা দূর করার কিছু ঔষধ সম্পর্কে জেনে নেই। বর্তমান সময়ে মেছতার বেশ কিছু আধুনিক চিকিৎসা রয়েছে যার মাধ্যমে খুব সহজেই মেছতা দূর করা যায়।
যদিও মেছতার চিকিৎসা দীর্ঘমেয়াদি তবুও ধৈর্য সহকারে যদি এই চিকিৎসা গুলো করা যায় তাহলে খুব সহজেই মেছতা দূর হয়ে যায়। এছাড়াও বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো মেছতা দূর করতে কার্যকরী। আপনি চাইলে যে কোন ফার্মেসি থেকে এই ঔষধ বা ক্রিমগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আমরা জেনে নেই সেই ঔষধ বা ক্রিম গুলোর নাম।
- Mela Cream
- Betameson-N
- Melamet Cream
- Melatrin Cream
- Trimela Cream
মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম
আপনি কি মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম সম্পর্কে জেনে নেই।
মেলাজমা বা মেছতা এক ধরনের ফেসিয়াল হাইপার পিকমেন্টেশন এটা ডার্ক ব্রাউন প্যাচ বা কালচে বাদামি ছোপ হিসেবে দেখা দেয় গালের দুই পাশে, নাকের উপরে, ঠোঁটের উপরে অনেক সময় চিবুকের উপরে। মেছতা ছেলে মেয়ে উভয়েরই হতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে মেছতা সমস্যাটা বেশি দেখা দেয়।
মেছতা হওয়ার কারণ হলো সাধারণত বংশগত কারণে, রোদ বা অতিরিক্ত তাপের কারণে, প্রেগনেন্সি এবং বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পিলের কারণে এবং হরমোনাল সমস্যার কারণে মেছতা হতে পারে। বেশকিছু ক্রিম রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজে মেছতা দূর করা যায়। চলুন তাহলে এবার জেনে নেই মেয়েদের মুখের মেছতা দূর করার কয়েকটি ক্রিমের নাম সম্পর্কে:
- Mela Cream
- Betameson-N
- Melamet Cream
- Melatrin Cream
- Trimela Cream
এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
আপনি কি এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা অ্যালোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জেনে নেই।
মেজটা এমন একটি সংক্রামক যা মুখে একবার হয়ে গেলে সহজে দূর করা যায় না। তবে বাজারে বিভিন্ন ধরনের মেছতা দূর করার ক্রিম পাওয়া যায় যা আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। যে কারণে প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি চাইলে খুব সহজেই মেছতা দূর করতে পারেন।
এক্ষেত্রে এলোভেরা খুবই কার্যকরী একটি উপাদান। কারণ এলোভেরা জেল ত্বকের যে কোন কালো দাগ দূর করতে খুবই কার্যকরী। অ্যালোভেরার পাতা থেকে এক চামচ এলোভেরা জেল বের করে মধুর সাথে মিশিয়ে আপনার ত্বকে যে স্থানে মেছতা রয়েছে সেই স্থানে লাগিয়ে নিন।
এরপর ২০ থেকে ২৫ মিনিট পর হালকাভাবে আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই মেছতা অনেকটা হালকা হয়ে এসেছে।
লেখকের মন্তব্য - চিরতরে মেছতা দূর করার উপায়
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো মেসতা দূর করার ক্রিম,মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি,চিরতরে মেছতা দূর করার উপায়,মেছতা দূর করার হোমিও ঔষধ,মেছতা দূর করার ঔষধ,মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম,এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url