ফিটকিরি সংকেত - ফিটকিরির উপকারিতা ও অপকারিতা

আপেল সিডার ভিনেগারের উপকারিতাআমরা যে যৌগটিকে ফিটকিরি নামে চিনি তা হল সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের একটি যৌগ লবণ। ফিটকিরি হলো কঠিন পদার্থ যা দেখতে অর্ধ স্বচ্ছ কাচসদৃশ। এই আর্টিকেলের মাধ্যমে ফিটকিরি সম্পর্কে আমরা জানব ফিটকিরি সংকেত - ফিটকিরির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে।
ফিটকিরি সংকেত - ফিটকিরির উপকারিতা ও অপকারিতা
মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ফিটকিরি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ধরনের রোগ সারাতে ফিটকিরি ব্যবহার হয় তবে ফিটকিরি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে।

পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে আমরা এই আর্টিকেলের মাধ্যমে ফিটকিরি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ফিটকিরি সংকেত - ভূমিকা

ফিটকিরি অত্যন্ত উপকারী একটি যৌগ। কি উপাদানটি দামে অত্যন্ত সস্তা এবং সহজলভ্য যা জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে ফিটকিরি সম্পর্কে যে বিষয়গুলো জানব তা হল:

ফিটকিরি কোথায় পাওয়া যায়,ফিটকিরি কিভাবে তৈরি হয়,ফিটকিরি ইংরেজি নাম কি,ফিটকিরির ব্যবহার,ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম,ফিটকিরি সংকেত,ফিটকিরির উপকারিতা ও অপকারিতা,ফিটকিরির উপকারিতা সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ফিটকিরি কোথায় পাওয়া যায়

আপনি কি ফিটকিরি কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরি কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই ফিটকিরি কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত। 

অনেকেই হয়তো কে কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে জানেন না। তবে আমাদের আশেপাশেই খোঁজ করলে আপনি ফিটকিরি পেয়ে যাবেন। যেমন ধরুন আমাদের কাছাকাছি যদি কোন মুদি দোকান থেকে থাকে সেখানেও ফিটকিরি পেতে পারেন। এছাড়াও যে কোন ফার্মেসিতে ফিটকিরির খোঁজ করলে ফিটকিরি পেয়ে যাবেন। 

আপনার আশেপাশে এইসব দোকানে যদি আপনি ফিটকিরি না পান তবে নাপিতের দোকানে অবশ্যই ফিটকিরি পাবেন। সেখান থেকেও আপনি ফিটকিরি সংগ্রহ করতে পারেন। আশা করছি ফিটকিরি কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে জানতে পেরেছেন।

ফিটকিরি ইংরেজি নাম কি

আপনি কি ফিটকিরি ইংরেজি নাম কি সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরি ইংরেজি নাম কি সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই ফিটকিরি ইংরেজি নাম কি সেই সম্পর্কে বিস্তারিত। 
ফিটকিরি হলো এক ধরনের অর্ধ স্বচ্ছ কঠিন পদার্থ। এই উপাদানটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এক কথায় কোথাও আচমকা কেটে গেলে স্যাভলন বা কোন আফটারসেভের বিকল্প হিসেবে ফিটকিরি ব্যবহার করা হয়। ফিটকিরির ইংরেজি নাম হল এলাম (Alum) । আশা করছি আপনারা ফিটকিরির ইংরেজি নাম সম্পর্কে জানতে পেরেছেন।

ফিটকিরির ব্যবহার

আপনি কি ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরির ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই ফিটকিরির ব্যবহার সম্পর্কে বিস্তারিত। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। 

কারণ ফিটকিরির অনেক উপকারিতা রয়েছে। ফিটকিরি কয়েক ধরনের পাওয়া যায় এর মধ্যে ঔষধে ব্যবহার করা হয় লাল রংয়ের ফিটকিরি। চলুন জেনে নেই ফিটকিরির কিছু ব্যবহার সম্পর্কে:
  • পানি বিশুদ্ধকরণে ফিটকিরি ব্যবহার করা হয়।
  • অ্যান্টিসেপটিক হিসাবে ফিটকিরি ব্যবহার করা যায়।
  • মুখের ঘা দূর করতে ফিটকিরি ব্যবহার করা হয়।
  • চুলের যত্নে ফিটকিরি অত্যন্ত কার্যকর।
  • দাঁতের রোগ নিরাময়ের ফিটকিরি বেশ উপকারী।
  • ত্বকের যত্নে ফিটকিরি ব্যবহার করা হয়।
  • মাথার উকুন দূর করতে ফিটকিরি ব্যবহার করা হয়।
  • মুখের দুর্গন্ধ দূর করতে ফিটকির অত্যন্ত কার্যকর।
  • পা ফাটা ভালো করে ফিটকিরি।

ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম

আপনি কি ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম সম্পর্কে জেনে নেই। 

অনেক আগে থেকেই দূষিত পানিকে বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি ব্যবহার করা হয়েছে। দূষিত পানিতে কিছু পরিমাণ ফিটকিরি মিশিয়ে দিলে পানিতে থাকা ময়লা বা জীবাণু পানির নিচে গিয়ে জমা হয়। 

আপনি যদি একটি পাত্রে দূষিত পানি নিয়ে তাতে কিছুটা ফিটকিরি মিশিয়ে দেন তাহলে দেখতে পাবেন নিচে ময়লা পানি জমা হবে এবং উপরে বিশুদ্ধ পানি থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিটকিরি কে সবচেয়ে সস্তা সহজলভ্য ও কার্যকর উপযুক্ত জীবাণু নাশক হিসেবে চিহ্নিত করেছে। আশা করছি আপনি ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

ফিটকিরি সংকেত

আপনি কি ফিটকিরি সংকেত সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরি সংকেত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফিটকিরি সংকেত সম্পর্কে জেনে নেই। ফিটকিরি হলো কাচ সদৃশ অর্ধস্বচ্ছ এক প্রকার কঠিন পদার্থ। বিভিন্ন কাজে ফিটকিরি ব্যবহার করা হয়। 
তবে পানি পরিশোধনের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ ফিটকিরি পানিতে দ্রবণীয়। ফিটকিরির ইংরেজি নাম এলাম এবং এর রাসায়নিক সংকেত হল K2SO4AL2(SO4)324H2O. আশা করছি আপনি আর্টিকেলের এই পর্ব থেকে ফিটকিরির সংকেত সম্পর্কে জানতে পেরেছেন।

ফিটকিরির উপকারিতা ও অপকারিতা

আপনি কি ফিটকিরির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা ফিটকিরির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নেই। অত্যন্ত উপকারী একটি খনিজ পদার্থ। 

ফিটকিরি অত্যন্ত শুষ্ক প্রকৃতির এবং এর স্বাদ মিষ্টি ও কষা স্বাদযুক্ত। বিভিন্ন কাজে ফিটকিরি ব্যবহার করা হয়। এরমধ্যে ফিটকিরির কিছু উল্লেখযোগ্য উপকারিতা হলো কোথাও কেটে গেলে স্যাভলনের বিকল্প হিসেবে ফিটকিরি ব্যবহার করা যায়।যেকোনো মুদি দোকানে অত্যন্ত সস্তা দামে এই জীবাণু নাশকটি পাওয়া যায়। 

তবে ফিটকিরির চাহিদা বেশি হওয়ায় বর্তমানে কৃত্রিমভাবেও ফিটকিরি তৈরি করা হচ্ছে। ফিটকিরির অনেক উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য হলো মুখে ঘা বা ব্যাকটেরিয়ার কারণে যে দুর্গন্ধ তৈরি হয় তা দূর করতে ফিটকিরি খুবই উপকারী। অতিরিক্ত গরমে শরীরের ঘাম দূর করতে গোসলের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করলে ঘামের সমস্যা অনেকটাই কমে যায়। 

এছাড়াও উপন্যাসক হিসেবেও ফিটকিরি খুবই পরিচিত। আগে রূপচর্চার জন্য ফিটকিরি ব্যবহার করা হতো কারণ ফিটকিরি তোকে বলিরেখা পড়তে বাধা দেয়। বলি রেখা দূর করা ছাড়াও ব্রণের সমস্যা এবং শুষ্ক ত্বকের ক্ষেত্রে ফিটকিরি খুবই উপকারী। দাঁতের ব্যথাতেও ফিটকিরির কোন বিকল্প নেই। 

এছাড়াও অনেকের ঠান্ডা লেগে গলা ব্যথা হয় এক্ষেত্রে যদি গরম পানিতে সামান্য ফিটকিরি জন্য ও লবণ মিশিয়ে গার্গল করে সে ক্ষেত্রে গলা ব্যথা কমে যাবে। তবে এতসব উপকারিতা থাকার পরেও ফিটকিরির কিছু অপকারিতাও রয়েছে। কারণ সব জিনিসেরই উপকারিতা থাকলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এখন আমরা জানবো ফিটকিরির কিছু অপকারিতা সম্পর্কে। 

কিছু কিছু ত্বকে ফিটকিরি ব্যবহার করার ফলে ত্বকে লাল ভাব দেখা দিতে পারে, ত্বক ফেটে যেতে পারে। ফিটকিরি খাওয়ার ফলে পেট ব্যথা শুরু হতে পারে। এছাড়াও অতিরিক্ত পরিমাণে ত্বকে ব্যবহার করলে ত্বক খসখসে হয়ে যেতে পারে। আরো একটি কারণ হলো ফিটকিরি ভাইরাস ধ্বংস করতে পারে না। আশা করছি আপনি ফিটকিরির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন।

ফিটকিরির উপকারিতা

আপনি কি ফিটকিরির উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ফিটকিরির উপকারিতা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ফিটকিরির উপকারিতা সম্পর্কে জেনে নেই। সাধারনত ফিটকিরি হলো অ্যালুমিনিয়াম ও সোডিয়ামের একটি যৌগ লবণ। 
এর রাসায়নিক নাম হলো পটাশ এলাম। ফিটকিরি অত্যন্ত উপকারী একটি উপাদান। অনেক বছর আগে থেকে এর ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহার করার ফলে যে সকল উপকারিতা পাওয়া যায় তা হল:
  • দূষিত পানি বিশুদ্ধ করতে ফিটকিরি ব্যবহার করা হয়।
  • যাদের পা ফাটা সমস্যা রয়েছে তারা ফিটকিরি ব্যবহার করতে পারেন। কারণ ফিটকিরি পায়ের মরা চামড়া তুলে তাকে নরম ও মস্টিন করতে সাহায্য করে।
  • বিভিন্ন কারণে অনেকের মুখে দুর্গন্ধ থাকে। মুখের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি খুবই কার্যকর একটি পদার্থ।
  • মাথার উকুন দূর করতে ফিটকিরি কার্যকর ভূমিকা পালন করে। তাই যাদের মাথায় উকুনের সমস্যা রয়েছে তারা এক থেকে দুই লিটার পানিতে ৪ গ্রাম ফিটকিরি মিশিয়ে মাথায় ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন। এর ৩০ মিনিট পর মাথা শ্যাম্পু করে নিবেন।
  • ফিটকিরিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যে কারণে দাঁতের রোগ ভালো করতে খুবই ভালো কাজ করে।
  • ত্বকের যত্নে ফিটকিরি অত্যন্ত উপকারী কারণ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে থাকে ফিটকিরি। এছাড়াও ত্বকের ব্রণ, হুস করি ও শুষ্ক ত্বকের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে ফিটকিরি।
  • চুলের যত্নে ফিটকিরির গুরুত্ব অপরিসীম কারণ ফিটকিরির পানি দিয়ে মাথা ধোয়ার কারণে মাথার ত্বকে ফিটকিরি প্রবেশ করে চুলের পুষ্টি ও চুল বৃদ্ধি করতে সাহায্য করে।
  • মুখের ঘা দূর করতে ফিটকিরি অত্যন্ত উপকারী। তাই আপনাদের যাদের মুখে ঘা রয়েছে তারা ফিটকিরি  পানি দিয়ে গার্গেল করতে পারেন।
  • অ্যান্টিসেপটিক হিসেবে ফিটকিরি অত্যন্ত কার্যকর। তাই যেকোনো অ্যান্টিসেপটিক এর পরিবর্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন।

লেখকের মন্তব্য - ফিটকিরি সংকেত

প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো ফিটকিরি কোথায় পাওয়া যায়,ফিটকিরি কিভাবে তৈরি হয়,ফিটকিরি ইংরেজি নাম কি,ফিটকিরির ব্যবহার,ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করার নিয়ম,ফিটকিরি সংকেত,ফিটকিরির উপকারিতা ও অপকারিতা,ফিটকিরির উপকারিতা সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।

চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url