বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস - প্রবাসে যাওয়ার স্ট্যাটাস

ইনভেস্ট ছাড়া ইনকামের উপায় জানুনসব অনুভূতি বলে প্রকাশ করা যায় না। তবুও কিছু কিছু অনুভূতি রয়েছে যেগুলোকে না বলতে পারলেও কিছু কিছু স্ট্যাটাস এর মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করা যায়। আজ আমরা প্রবাসীদের উদ্দেশ্য করে তেমনি কিছু স্ট্যাটাস উপস্থাপন করেছি। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানবো বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস - প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে
বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস - প্রবাসে যাওয়ার স্ট্যাটাস
প্রিয় জন্মভূমি ছেড়ে প্রবাস জীবন কাটানো যে কতটা কষ্টের সেটা শুধু প্রবাসীরাই বোঝে।

পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে জেনে নেই প্রবাসীদের সম্পর্কে কিছু স্ট্যাটাস।

বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস - প্রবাসে যাওয়ার স্ট্যাটাস-ভূমিকা

প্রবাস জীবন অনেক কষ্টের। তবুও পরিবার ও দেশের কথা চিন্তা করে অনেকে প্রবাসে যান। বিদেশি টাকা উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। যে কারণে এই কষ্টের জীবনটা তারা অনায়াসে বেছে নেয়। আজ এই আর্টিকেলের মাধ্যমে প্রবাসীদের সম্পর্কে যে বিষয়গুলো জানব তা হল:

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস,নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস,বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস,বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস,বন্ধু ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস,প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস,প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস,ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস,প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে । বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস-বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস

আপনি কি দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। 

তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত। দেশ ছেড়ে চলে যাওয়ার ফলে বোঝা যায় দেশ আমাদের কতটা প্রিয়। আমরা নিজের দেশটাকে কতটা ভালোবাসি সেটা শুধু মাত্র প্রবাসে যাওয়ার পর বোঝা যায়। আজ আমরা দেশ ছেড়ে চলে যাওয়ার কিছু স্ট্যাটাস সম্পর্কে জানব।
  • দেশকে কতটা ভালোবাসি, সেটা তখনই বোঝা যায়, যখন এই দেশ ছেড়ে চলে যাওয়ার ডাক এসে যায়।
  • নিজের দেশের মাটির ঘ্রাণ পাবনা কখনো প্রবাস নামক জেলখানায়।
  • চোখের আড়াল হলেও মনের আড়াল কখনোই করতে পারবোনা আমার দেশকে।
  • দীর্ঘদিন দেশ ছেড়ে দূরে থাকলেও, দেশ প্রেমটা কেন যেন মন থেকে মুছে ফেলতে পারিনি।
  • নিজের দেশে লালন করা স্বপ্ন পূরণ করতে যেতে হচ্ছে আমাকে প্রবাসে।
  • নিজের দেশ নিজের মাটি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি প্রবাসে তবে একদিন ঠিক তোমার বুকে আবার ফিরে আসবো আমি।
  • প্রিয় দেশ তোমাকে কতটা ভালোবাসি দেশ না ছাড়লে হয়তো বুঝতেই পারতাম না।
  • আমাদের প্রবাসীদের পরিশ্রম একদিন আমার দেশকে স্বাবলম্বী করতে সাহায্য করবে। তাইতো আমরা প্রবাসীরা এতটা কষ্ট করছি।
  • দেশ ছেড়ে প্রবাসে আসার মাঝে যে কষ্ট সেই কষ্ট ভুলিয়ে দেয় প্রবাস ছেড়ে যখন দেশে ফিরতে পারি।
  • আজ এই দেশ ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, তবে ফিরবো একদিন বীরের বেশে আমার এই মাতৃভূমিতে।

নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস-প্রবাসে যাওয়ার স্ট্যাটাস

আপনি কি নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত।

নিজের দেশ, মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব সকলকে ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের সেটা শুধু প্রবাসীদেরই ভালো জানা। তাই আজ আমরা জানবো যে বিদেশ যাওয়ার কিছু স্ট্যাটাস। যা একজন প্রবাসীর মনের কথা।
  • আর মাত্র কিছুক্ষণ আছি বাংলাদেশের মাটিতে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি ওই দূর প্রবাসে।- সংগৃহীত
  • আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয় না। এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা আর মানুষের মাধ্যমে। - মেরিলিন গার্ডনার
  • নিজের দেশকে জানা সর্বোত্তম উপায় হল, নিজের দেশ ছেড়ে অন্য দেশে গমন করা। - হ্যারি রোলিন্স
  • জীবনে আনন্দ আসে নতুন কোন অনুভূতির মাধ্যমে, নতুন কোথাও যাওয়ার মাধ্যমে আর এটাই জীবনের অনেক বড় পাওয়া। - ক্রিস্টোফার ম্যাকক্যান্ডলেস
  • হাজার মাইলের লম্বা একটা সফর শুরু হয় একটা ছোট পদক্ষেপ এর মাধ্যমে। - লাও জু
  • প্রবাস ভ্রমণের সবচেয়ে উন্নত উপায় হচ্ছে স্থানীয়দের সাথে অবস্থান করা। - সংগৃহীত
  • “যখন তুমি অন্য দেশে গমন করো একটা কথা অবশ্যই স্মরণে রেখো, অন্য একটা দেশ তোমার জন্য আরামদায়ক করে তৈরি করা হয় না, বরং সেটি তৈরি করা হয় সেখানের মানুষের জন্য আরামদায়ক করে। - ক্লিফটন ফেডিম্যান”
  • আমার কাছে আদর্শ জীবন বলতে প্রবাসে স্বাভাবিকভাবে জীবন যাপন করাকেই বোঝায়। - ইটালো কেলভিনো
  • প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউ তোমার জীবনে হস্তক্ষেপ করে না। তুমি সেখানে সর্বেসর্বা। - হান্নাহ আহরেন্ড
  • দুইটা সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতো-মিষ্টি অভিজ্ঞতার মত। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মত আর কিছুই পাবে না। - সারাহ টার্নবুল

বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস-প্রবাসে যাওয়ার স্ট্যাটাস

আপনি কি বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস সম্পর্কে জেনে নেই। 

প্রবাসী জীবন অনেক কষ্টের। যারা প্রবাসে থাকে তারাই জানে এর কষ্টটা কত। প্রবাসীরা তাদের কষ্টকে সবার সাথে ভাগাভাগি করতে কিছু স্ট্যাটাস দিয়ে থাকে। আজ আমরা সেই স্ট্যাটাস গুলোর কিছু অংশ জানবো। যদিও প্রবাসীরা ছাড়া তাদের কষ্টের গভীরতায় কেউ ডুব দিতে পারবে না। তবুও চলুন আমরা কিছু বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস সম্পর্কে জেনে নেই।
  • এই দেশ ছেড়ে যাওয়া আমার সবচেয়ে বড় স্বপ্ন, তবে দুঃখ তো একটাই! বাবা-মা, বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষটাকে ছেড়ে থাকতে হবে।
  • নিজের ইচ্ছায় ঘর ছাড়ছি, স্বপ্ন পূরণ করতে হবে, যে কারণে প্রবাসে পাড়ি জমাচ্ছি, কবে আবার দেশে ফিরব সেটা জানা নাই।
  • আর কিছুদিন হয়তো থাকবো দেশের মাটিতে। পরিবার ছেড়ে চলে যাচ্ছি দূর প্রবাসে। অনেক বেশি কষ্ট হচ্ছে কি করার।
  • স্বপ্নের শহর প্রবাস কিন্তু সুখের না। তবুও যেতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে।
  • এই দেশ ছেড়ে যাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে আমার। তবুও কোথায় যেন একটা টান অনুভব করছি।
  • পরিবার ছাড়া সময় হয়ে গেছে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য।
  • মায়া গুলো ত্যাগ করতে হবে দেশ ছাড়ার সময়, চলে এসে গেছে সেই সময়।
  • প্রিয় বন্ধু বান্ধব আর হয়তো তোমাদের সাথে আড্ডা দেওয়ার সময় হবে না। কারণ প্রবাস নামক জেলখানায় যাওয়ার চিঠি এসে গেছে।
  • আকাশে বিমান ওড়া দেখে খুশি হওয়া আমি। আজ বিমান দেখলে বুকের ভেতর কেঁপে ওঠে। কখন জানি আমারও ডাক পড়ে যায়, ওই দূর প্রবাসে যাওয়ার।
  • আজ আমারও সময় এসেছে যাওয়ার দূর প্রবাসে, আমার পরিবারের মুখে হাসি ফোটাতে।
  • আর মাত্র অল্প কিছুদিন বাকি। প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হবে প্রবাস।
  • নিজের সুপ্ত স্বপ্নগুলো পূরণ করতে হলে, আমাকে এই দেশ ছাড়তে হবে।
  • যদি কোনদিন সফল হতে পারি, সেদিন সবাইকে শোনাবো আমার ব্যর্থতার গল্প। আপাতত এই দেশ ছেড়ে যাওয়াটাই আমার বড় স্বপ্ন।
  • আর মাত্র কিছুদিন। এরপরেই সবাইকে বিদায় জানিয়ে চলে যাব প্রবাস।
  • আমি যাচ্ছি, আমার স্বপ্ন পূরণ আমাকে ডাকছে।

বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস-বন্ধু ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস

আপনি কি বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত। প্রিয় বন্ধুকে বিদায় দেওয়া অনেক কষ্টের। 

এরপর যদি হয় দীর্ঘ সময়ের জন্য তাহলে তো কথাই নেই। কারণ দীর্ঘসময় প্রিয় বন্ধুকে ছাড়া থাকা যে কতটা কষ্টের যারা প্রকৃত বন্ধু শুধুমাত্র তারাই বোঝে। যে কারণে বন্ধুকে বিদায় দেওয়ার মনের কষ্ট মানুষের সাথে শেয়ার করার জন্য কিছু স্ট্যাটাস দেওয়া হয়। চলুন জেনে নেই সেই স্ট্যাটাস গুলো সম্পর্কে।
  • প্রিয় বন্ধু, ভিসা এসেছে বিদেশ চলে যেতে হবে। কিন্তু আমি তো আর দেখতে পাবো না, আমাদের আর একসাথে বসে আড্ডা দেওয়া হবে না।
  • এই বিদায়টাকে তুমি সাহসের সাথে বরণ করে নাও। হয়তোবা এই বিদায় তোমার জীবনের সফলতার বড় কারণ হয়ে দাঁড়াবে।
  • প্রিয় বন্ধু, তুমি চলে গেছো আজ আমাকে ছেড়ে অনেক দূরে তবে ভেবো না আমি কখনো তোমাকে ভুলে যাবো। আশা রাখবো তুমি ওই দূর প্রবাস থেকে আমার কথা মনে রাখবে।
  • তুমি যে কতটা কষ্ট নিয়ে দেশ ছেড়ে প্রবাসে গেলে সেটা আমি জানি। এই কষ্টটাই হয়তো একদিন তোমাকে সফলতার মুখ দেখাতে সাহায্য করবে। ভালো থেকো বন্ধু।
  • জীবনে অনেক ব্যর্থতার গল্প শুনেছি, তবে ব্যর্থতার পরে এক সময় ঠিকই সফলতা আসে। আমি আশা রাখি তোমার জীবনেও এই সফলতা আসবে।
  • দূরে চলে গেছো বলে ভুলে যেও না, আমাদের বন্ধুত্বের কথা। কারণ এক সময় নাকি সফলতা আসলে সবাই আগের কথা ভুলে যায়। কিন্তু আমি জানি আমার বন্ধু কখনো আমাকে ভুলতে পারেনা।
  • জীবনটা বড় বিচিত্র বন্ধু। জীবনের ভালো কিছুর সূচনা হয় ত্যাগের মাধ্যমে। সুতরাং তোমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এই বিদায়টাকে। তাহলেই হয়তো তুমি একদিন সফলতার মুখ দেখবে আমাদের সকলের মুখে হাসি ফোটাবে।
  • সেই বিদায় সার্থক, যে বিদায়ের তুমি কারো কোন ক্ষতি করনি।
  • বিদায় নিয়ে চলে গেছো বলে ভুলে যেও না আমাদের। বিদায় মানে হচ্ছে সব স্মৃতি গুলোকে মনে রেখে সেগুলোকে আঁকড়ে নতুন জীবনের পথে পা দেওয়া।
  • তুমি বিদেশ যাওয়ার পর থেকে নিজেকে বড় একা লাগে। কারণ আমার মনের অনুভূতি গুলো এখন আমি কারো সাথে শেয়ার করতে পারি না। তবুও দোয়া করি তুমি বিদেশ ভালো থাকো।

প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস-প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস

আপনি কি প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস সেই সম্পর্কে বিস্তারিত। 

মনের মধ্যে হাজার কষ্ট চেপে রেখে ভালো থাকতে হয়। এই কথাটা প্রবাসীরা খুব ভালো বোঝে। কারণ তাদের মনে যে কত কষ্ট প্রিয় মাতৃভূমিকে রেখে যাওয়া এবং প্রিয় মাতৃভূমি প্রিয় মানুষগুলোকে রেখে যাওয়া সেটা শুধু তারাই জানে।চলুন আমরা কিছু প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস সম্পর্কে জেনে নেই।
  • জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার অস্তিত্বের স্থান শেষ হয়ে যায়।-সংগৃহীত
  • যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত করো তখন তুমি সেই দেশেও বিদেশী আর নিজের দেশেও বিদেশী। একটার জন্যও তুমি যথেষ্ট নয়। - ইজিওমা উমেবিনউ
  • প্রবাস জীবনের একাকীত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার। - এডাম গপনিট
  • পথিক সংস্কৃতির ধরন হওয়ার একটা সুবিধা আছে। তা হলো তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার। - আন ক্যাম্পানেলা
  • তুমি যখন অনেকটা সময়ের জন্য প্রবাস জীবন অভ্যস্ত হবে তখন আর কখনোই পুরোপুরি নিজ বাসায় ফিরতে পারবে না। যেখানেই থাকো না কেন তোমার একটা অংশ অন্য কোথাও থাকবেই। - মিরিয়ানএডিনি

ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস-প্রবাসী ভাইকে নিয়ে স্ট্যাটাস

আপনি কি ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত।

একটা গান আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, এ বাধন যেন ছিন্ন করার ক্ষমতা কারণেই। বড় ভাই হোক বা ছোট ভাই যে ভাই বিদেশে যাওয়ার সময় অন্য ভাইয়ের বুক ফেটে যায়। কারণ না জানি কতদিন সেই ভাইকে না দেখে থাকতে হবে। যে কারণে আমরা ভাইকে নিয়ে কিছু স্ট্যাটাস এখানে তুলে ধরেছি।
  • প্রিয় ভাই কেমন আছো, তোমাকে ছাড়া পরিবারটা ফাঁকা ফাঁকা লাগছে। ছোট থেকে বড় হওয়ার কত স্মৃতি রয়েছে আমাদের। কিন্তু আজ সেই স্মৃতির পাতা থেকে তুমি অনেক দূরে চলে গেছো। যেখানেই থাকো ভালো থেকো। আর সময় পেলে আমাদের খোঁজ নিতে ভুলনা।
  • প্রবাস জীবন অনেক কষ্টের সেটা আমি জানি। তবে সেই কষ্টকে তুমি জয় করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে কষ্ট করছো সেই দিন আমরা কখনো শোধ করতে পারবোনা। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তুমি ভালো থাকো আর যত দ্রুত সম্ভব ফিরে এসো।
  • তোমার নিজের সুখ কে বিসর্জন দিয়ে আজ পরিবারের সুখের কথা চিন্তা করে প্রবাসী হয়েছ। নিশ্চয়ই তুমি তোমার কষ্টের উত্তম প্রতিদান পাবে ইনশাল্লাহ।
  • নিজের পরিবারের শখ আহ্লাদ পূরণ করার জন্য তুমি আজ প্রবাস জীবন বেছে নিয়েছো। তোমার বিদেশ যাত্রা শুভ হোক এই দোয়া করি। তুমি কখনো আমাদের পরিবারের ইচ্ছা অপূর্ণ রাখোনি। তোমার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা অফুরন্ত।
  • প্রিয় ভাই তুমি আছো বলেই হয়তো আমরা এত ভালোভাবে জীবন কাটাতে পারছি। তোমার কষ্টে উপার্জিত টাকায় আমরা সাতছন্দে জীবন কাটাচ্ছি। তবে তোমার কষ্টটা যে অতুলনীয় সেটা অনুভব করি। তোমার জন্য আমাদের সকলের পক্ষ থেকে সব সময় দোয়া ও ভালোবাসা রইলো।

প্রবাসে যাওয়ার স্ট্যাটাস-বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস

আপনি কি প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে। 

যারা প্রবাসে যায় তাদের জন্য যে কতটা কঠিন এই সময়টা হয়তো শুধু তারাই জানে। কারণ প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার যে কি কষ্ট প্রবাসীরা ছাড়া কেউ বোঝেনা। যে কারণে প্রবাসীরা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন স্ট্যাটাস লিখে থাকে। আজ আমরা সেরকমই কিছু স্ট্যাটাস সম্পর্কে জানব।
  • তুমি যখন একটা জায়গা ত্যাগ করো, তখনকার অনুভূতিটা অনেকটাই অদ্ভুত। তুমি হয়তো সেখানকার মানুষকে মনে করবে না, তবে তুমি নিজেকে সেখানে মিস করবে।... আজর নাফিসি
  • আপনি যদি বিদায় জানাতে যথেষ্ট সাহসী হন, তবে জীবন আপনাকে নতুন কিছু দিয়ে পুরস্কৃত করবে।
  • বৃষ্টি থেকে অনেক দূরে পড়ে থাকবে আমার প্রিয় দেশ। অথচ হৃদয়ের গভীর থেকে মিস করবো আমার জন্মভূমিকে।
  • নিজের দেশে স্বপ্ন পূরণ করার কোন উপায় না পেয়ে, পাড়ি জমাচ্ছি দূর প্রবাসে।
  • প্রিয় দেশ ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমানোর এই কঠিন মিশন যেন নিজেকে তিলে তিলে ক্ষয় হতে দেখার মত অনুভূতি।
  • ভালোবাসার দেশ, ভালোবাসার মানুষ সবই ছাড়ছি, তবে একদিন ঠিক ফিরে আসবো সবার মাঝে।
  • যেতে হবে প্রবাস, কারণ নিজের অনেক স্বপ্ন আছে, যেগুলো হয়তো আমি দেশে পূরণ করতে পারবো না তাই।
  • প্রবাসে যাচ্ছি তবে বলছিনা আমার মাতৃভূমিকে। কারণ আমার রক্তে যে মিশে আছে এই দেশ।
  • প্রিয় মানুষ, মা বাবা সকলকেই ছেড়ে যাচ্ছি, শুধুমাত্র আমার এবং আমার পরিবারের মুখে হাসি ফোটাতে।
  • আবার আসবো ফিরে, প্রবাস থেকে, আমার জন্মভূমিতে।
  • মাগো, চলে যাওয়ার তো সময় এসে গেল, প্রবাস নামক জেলখানাতে।
  • প্রবাস অনেকের স্বপ্ন, আমারও স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে। তবে জানিনা মনের কোনে কোথায় যেন এই দেশের জন্য একটা অনুভূতি কাজ করছে।
  • চিঠি এসে গেছে চলে যেতে হবে আমাকে প্রবাসে। সবাইকে ছেড়ে অপরিচিত এক দেশে।
  • দেশ ছাড়ার মুহূর্তে বোঝা যায় দেশ প্রেম ক্যাবল একখানা অনুভূতির নাম নয়।
  • দেশ ছেড়েছি, তবে দেশের মাটির গন্ধ ছাড়তে পারিনি এখনো।

প্রবাস জীবন বড় কষ্টের জীবন।প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস। প্রবাসীদের কষ্টের গল্প

প্রবাস জীবন বড় কষ্টের জীবন আপনি কি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাস জীবন বড় কষ্টের জীবন সেই সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই প্রবাস জীবন বড় কষ্টের জীবন সেই সম্পর্কে কিছু তথ্য।

প্রবাস জীবনের এক করুণ গল্প। দিনের পর দিন তারা পড়ে থাকেন বিদেশে। দেশের মাটি আলো বাতাস থেকে প্রবাসীরা বঞ্চিত। বাবা মা, স্ত্রী সন্তানের ভালোবাসাকে তারা ত্যাগ করে অক্লান্ত পরিশ্রমে জীবন কিংবা ভাগ্যের চাকা ঘুরিয়ে চলে শুধুমাত্র একটু ভালো থাকার প্রত্যাশায়। এদিকে মাস শেষ হতে না হতেই পরিবারের সদস্যরা নানা বায়না নিয়ে অপেক্ষায় থাকে। 

প্রবাসে থাকা মানুষটি টাকা পাঠাবে বলে। আজ আপনাদের কিছু বাস্তব ঘটনা জানাবো। এক প্রবাসী ভাইয়ের ঘটনা। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায়। যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী। তখন বাবার কাছে কত চাহিদা ছিল সব চাহিদা বাবা হাসিমুখে পূরণ করতেন। 

তাই আমিও ভেবে নিয়েছিলাম প্রবাসে মনে হয় অনেক সুখ আর টাকা বাতাসে ওড়ে। তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে। তখন থেকে আমার নাম হয়ে গেল প্রবাসী। প্রবাসে আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম জীবন কি জিনিস। যেদিন এসেছিলাম তার পরের দিন থেকেই কাজ শুরু করেছিলাম। 

ভালো জামা কাপড় পড়ে যখন গাড়িতে করে কাজের স্থানে নিয়ে গিয়েছিল তখন মনের সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে উড়ে গেল ওই নীল আকাশে। যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব। এভাবেই প্রতিটা প্রবাসী তার নিজের স্বপ্নগুলোর কথা নিজের অজান্তেই ভুলে যায়। যতই দিন যায় ততই চাহিদা বাড়ে কিন্তু বেতন বাড়ে চাহিদার এক শতাংশ। 

একজন প্রবাসীর কাঁধের উপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার। প্রবাসে থাকা ছেলেটা হাজার কষ্ট করে মাস শেষে পরিবারের জন্য টাকা পাঠায়। মালিকের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় শুধুমাত্র যারা প্রবাসে থাকে তারাই জানে। 

প্রতিদিন বাসায় ফিরে নিজের নোংরা কাপড় ধুয়ে দিতে হয়, রান্না করতে হয়, এরপর গোসল সেড়ে নিজের দেশে ফোন করে সকলের খোঁজ খবর নিতে হয় তাও হাসিমুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা। 

এই মাসে এত টাকা লাগবে, এই খরচ, ওই খরচ শুধু খরচ আর খরচ। আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায় তখন আর ঘুম আসে না চিন্তায়। আবার ভোর হয় আবার কাজ শুরু হয় সকাল ৮ টা থেকে রাত ৯ - ১০ টা পর্যন্ত। এভাবেই চলতে থাকে একজন প্রবাসী জীবন।

প্রবাসীদের কষ্টের গল্প।প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস 

আপনি কি প্রবাসীদের কষ্টের গল্প জানতে চান? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাসীদের কষ্টের গল্প সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবাসীদের কষ্টের গল্প সম্পর্কে জেনে নেই। আজ একজন প্রবাসী ছেলের এক মাসের পুরো ইতিহাস জানাবো আপনাদের। 

ছেলেটার ছদ্মনাম শাকিল। মালয়েশিয়া থাকে চার বছর হল। ছেলেটার মনে অনেক অভিমান জমে রয়েছে, সেগুলো এখানে নাই বা বললাম। প্রতিমাসে শাকিলের ফ্যামিলি বেতন পাওয়ার আগেই চাপে রাখে টাকার জন্য। শাকিল দেখতে সুদর্শন ছিল এবং খুব ভালো ছাত্র ছিল। এসএসসি এবং এইচএসসি তে রেজাল্ট ছিল। সংসারের অভাবের তাড়নায় সে আজ প্রবাসী। 

কয়েক মাস ধরে শাকিল খুব মনমরা হয়ে থাকতো। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা দিয়ে দিতে হয়। যে কারণে শাকিল অনেক চুপচাপ হয়ে গেছে। প্রতিমাসের ৬-৭ তারিখেই বেতন আসে কিন্তু এই মাসে আজ ১০ তারিখ তবুও বেতন আসেনি। বাড়ি থেকে একটু পর পর ফোন দিচ্ছে টাকার জন্য। এদিকে শাকিল এর খাবার টাকাও শেষ। 
কাজে আসার জন্য প্রতিদিন বাস ভাড়া টাকা তাও শেষ এক সপ্তাহ আগে। আজকে ১০ তারিখ হয়ে গেছে কিন্তু বেতন আসেনি টাকাও নাই। তখন একা একাই ট্রেন স্টেশনে এসে শাকিল আশায় আছে যদি কোন পরিচিত কেউ আসে তার কাছ থেকে দুই ডলার নিয়ে টিকিট কেটে আসবে। কিন্তু পরিচিত কাউকে পাইনি। 

তাই কয়েকজন বাংলাদেশী ভাইয়ের কাছে হাত পেতেও দুই ডলার পায়নি। কিন্তু সে মাস শেষে ৮০ হাজার টাকা বেতন পায়। জাতীয় তখন নিরুপায় হয়ে এক মালেশিয়ান মহিলার কাছে দুই ডলার চায়। সঙ্গে সঙ্গে ওই মহিলা দশ ডলার বের করে দিয়ে বলল বেবি ইউ হ্যাভ ফুট মানি। 

এই কথা শোনার পর শাকিল সঙ্গে সঙ্গে কান্না করলো।তখন ভদ্রমহিলা বলল ডোন্ট ক্রইং মাই বেবি, প্লিজ টেল মি অ্যানি মোর প্রবলেম। শাকিল তখন আবেগে থ্যাংকস ছাড়া আর কিছুই বলতে পারেনি। এই গল্পের শিক্ষা হলো একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচে। প্রবাসের এক একটা প্রবাসী এক একটা শাকিল। 

প্রবাস জীবনে কেউ দুঃখ পায় না। কারণ দুঃখ পেতে আপনজন প্রয়োজন হয়। আপনজন ব্যতীত অন্য কেউ দুঃখ দিতে পারে না। প্রবাস জীবন এমনই যে এই জীবনে দুঃখ পাওয়া যায় না। তবে প্রবাস জীবনের সঙ্গী হয় কষ্ট যা এমন ভাবে লেগে থাকে যে পিছু ছাড়তে চায় না। 

দুঃখ এবং কষ্টের মাঝে যে বিশাল ব্যবধান তা প্রবাসীদের মতো করে অন্য কেউ অনুভব করতে পারে না। প্রবাসে প্রবাসীরা যা অর্জন করেন সেটা অর্থ কিংবা শিক্ষা যাই হোক না কেন সেটা তার অতুলনীয় কষ্টের ফসল ছাড়া আর কিছুই না।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস।প্রবাসীদের কষ্টের গল্প

আপনি কি প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে কিছু কথা। 

প্রবাসে যারা যায় তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য। তবে অনেক সময় এই হাসি ফোটানোর কষ্ট টাও যেন ব্যর্থ হয়ে যায় তাদের চাহিদার উপর। যে কারণে প্রত্যেকটা প্রবাসীর মনেই রয়েছে এক সুপ্ত কষ্ট। চলুন জেনে নেই প্রবাসীদের কষ্টের কিছু স্ট্যাটাস সম্পর্কে।
  • একটা মনের কথা কি জানেন, মায়ের আঁচল ছেড়ে, এই প্রবাসে এসেছিলাম কিছু খুশির জন্য। কিন্তু আজ মনে হচ্ছে, এই প্রবাস জীবন আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না। কারণ আজ সবার খুশি আমার মুখের দিকে তাকিয়ে ।
  • কেমন হয়ে গেছি আমি, সেই ছোটবেলায় এমন একটা সময় ছিল যখন ঈদ আসার আগে নতুন কাপড় কিনে নিতাম। আবার ঈদ আসার আগেই, কত আনন্দে মেতে উঠতাম। অনেক ভাই বন্ধু নিয়ে একসাথে খুশিতে চাঁদ দেখতাম। আবার মায়ের হাতে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যেতাম। এই সব আনন্দ হারিয়ে ফেলেছি,বড় ভাঙ্গা একটা মন নিয়ে এই প্রবাস জীবন কাটছে এখন।
  • কষ্টের জীবন মানে প্রবাসী জীবন। স্বপ্ন দেখা আর চোখের জল ফেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
  • যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত করো, তখন তুমি সেই দেশেও বিদেশী আর নিজের দেশেও বিদেশি। একটার জন্যও তুমি যথেষ্ট নও।
  • বিদেশে যতটা টাকার ইনকাম করি না কেন, যত সুখ শান্তি থাকুক না কেন, চোখের কোনে এক বিন্দু জল থেকেই যায়।
  • জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিল। এখন ঘুমালেও স্বপ্নে দেখি সকালে আমার ডিউটি আছে। হায়রে ঘুম হায়রে এ প্রবাস জীবন।
  • প্রবাস জীবনের একাকীত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
  • প্রবাসীরা হলো একেকটা জ্বলন্ত মোমবাতির মত। নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে।
  • অচেনা মানুষ, অচেনা দেশ চেনা হয়েছে প্রয়োজনে হয়তো। দুঃখ সুখের ভাগ নিচ্ছে একে অপরের। তবুও বুকের মধ্যে প্রিয়জনের জন্য পোড়া ক্ষত বয়ে চলেছে অবিরত।
  • প্রবাস জীবন অনেক কষ্টের। কিন্তু কি করবেন? আপনার এক জীবনের বিনিময়ে যদি পরিবারের সবার জীবন সুখে থাকে, ক্ষতি কি? এ জীবনে হয়তো কিছু নাই পেলাম। পরকালে সুখ খুঁজে নেব।
  • একমাত্র প্রবাসী রাই জানে সকল আপনজনকে ছেড়ে থাকা কতটা কষ্টের। আপন মানুষগুলো মনের কোণে কতটা জায়গা জুড়ে থাকে তা শুধু প্রবাসী রাই জানে।
  • প্রবাসীরা কখনো নিজের জন্য টাকা উপার্জন করে না। তাদের কষ্টার্জিত টাকার বিনিময় পরিবারের সবাই সুখে থাকে।
  • নিজের প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যায় শুধুমাত্র পিতা-মাতা, ভাই বোন ও প্রিয় মানুষটি সুখে রাখার জন্য।
  • আমাদের অধিকাংশ পরিবারের সুখের পেছনে রয়েছে প্রবাসী ভাইদের বুকভরা কান্নাও কষ্ট। যা আপনি উপলব্ধি করতে পারেন না।
  • একমাত্র প্রবাসীরাই হারভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারের জন্য পাঠায়। আর কিছুদিন পর তাকেই শুনতে হয় আমাদের জন্য কি করেছিস।
  • মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা টাকা উপার্জন করে। কিন্তু একটা সময় সেই প্রবাসীকে ও তাদের কষ্টকে আমরা উপহাস করে থাকি।
  • প্রবাস জীবন মানে আরাম আয়েশের কোন জায়গা না। প্রবাস জীবন মানে অন্যকে ভালো রাখার জন্য নিজে কষ্ট করে যাওয়া।
  • প্রবাসী ভাইয়েরা হলো জীবন যুদ্ধে হার না মানা সৈনিক। যে সৈনিক অন্যের স্বপ্ন কে বাঁচিয়ে রাখতে নিজের স্বপ্নকে কুরবানী করে।

প্রবাসী কষ্টের sms।প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস। প্রবাসীদের কষ্টের গল্প

আপনি কি প্রবাসী কষ্টের sms সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে প্রবাসী কষ্টের sms সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই প্রবাসী কষ্টের sms সম্পর্কে বিস্তারিত। 
  • প্রবাস জীবন এমন যে নিজের কোন চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়, হ্যাঁ এটাই প্রবাস।
  • পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়। তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন মা-বাবা আত্মীয়-স্বজন কোন মানুষ থাকে না। এই জীবনের নামই হলো প্রবাস জীবন।
  • প্রবাসীদের অসুস্থ হলেও দেখার মত কেউ নাই নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও সময়মতো পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। এর নামই প্রবাস জীবন।
  • সারাদিন হাড়ভাঙ্গা খাতুনের পর দিনশেষে প্রিয় মানুষটার সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে। তখন আর একজন প্রবাসী কিছুই করার থাকেনা।
  • সময় মত প্রবাসীরা দেশে ফিরতে না পাড়ার কারণে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে। সেই প্রিয় মানুষটা অন্যের হয়ে যায় এই কষ্টগুলো একান্তই নিজের যা শেয়ার করার মতো কোন মানুষ নেই।
  • অনেক কষ্টের মাঝেও মাস শেষে বলা হয় এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি। কেউ এটা বলে না বাবা তুই সেখানে ভালো আছিস তো। এটাই হলো প্রবাস জীবন।

প্রবাসীদের কষ্টের পিক।প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস।প্রবাসীদের কষ্টের গল্প

আপনি কি প্রবাসীদের কষ্টের পিক দেখতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আরটিকালের এই পর্বে প্রবাসীদের কষ্টের পিক রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রবাসীদের কষ্টের পিক দেখে নেই । হারভাঙ্গা পরিশ্রম করে একটি পরিবারের মুখে হাসি ফোটানোর নামই হল প্রবাসী। 

আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে একটা পরিবার স্বচ্ছলতা ফিরে পায়। যাদের কষ্টগুলো সব সময় লুকানো থাকে। যে প্রবাসীদের কারণে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। চলুন দেখে নেই তাদের কষ্টের কিছু পিক।

প্রবাসীদের কষ্টের পিক

আমি প্রবাসী কবিতা।প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস।প্রবাসীদের কষ্টের গল্প

আপনি কি আমি প্রবাসী কবিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে আমি প্রবাসী কবিতা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই আমি প্রবাসী কবিতা সম্পর্কে বিস্তারিত। 

প্রত্যেক প্রবাসী এক একটা কবিতা। কারণ প্রবাসীদের জীবন খুব একটা সুখকর নয়। যে কারণে তারা একজন এক একটি করে কবিতা। চলুন তাহলে আমরা জেনে নেই আমি প্রবাসী নামে একটি কবিতা।

আমি প্রবাসী
এফ আই ফিরোজী

কান্না লুকিয়ে হাসি,পরিবারকে ভালোবাসি
নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি
কারণ আমি প্রবাসী।
খাই বা না খাই দেশে টাকা পাঠাই
পুরনো জামা নিজে পড়ে, পড়ে থাকি অগোচরে
যেন সবার মুখে ফোটাতে পারি হাসি
কারন আমি প্রবাসী।
টাকা আসার যন্ত্র আমি, জলে ভিজে রোদে ঘামি
পূরণ করতে সবার মনের আশ, আমাকে থাকতে হয় প্রবাস
তাই আমি প্রবাসী।
এখানে শুধু কাজ আর কাজ,
কোন কিছুতে মনে আসে না লাজ।
নিঃসঙ্গতার জলে আমি একা একা ভাসি
মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বাসি।
কিভাবে কাটে আমার রোজ, ওভাবে নেয় না কেউ খোঁজ
সবাই থাকে আমায় ছাড়া আনন্দে মেতে
আমি ব্যস্ত সেই আনন্দের অর্থ যোগান দিতে।
মাঝে মাঝে কল্পনাতে আমিও আনন্দে ভাসি
কারণ আমি প্রবাসী।
মাঝে মাঝে না বুঝে আমার প্রিয়জন, 
মন হরষে পর মানুষে করে আলিঙ্গন।
লোভে পড়ে সরে যায় দূরে
শূন্যতা রেখে যায়, আমার আপন ঘরে
তখন আমি এথাই বসে কাঁদি দিবানিশি
কারণ আমি তো প্রবাসী।
দু চার বছরে দেশে এলে লাগে না কিছু ভালো
নিজেকে বড় বেমানান লাগে, দেখিনা চোখে আলো।
বড় হবার মানসে- পাড়ি দিয়ে প্রবাসে
ছোট্ট এ জীবন আমার নষ্ট হয়েই গেল।
তবুও আমি সবার টানে দেশে ফিরে আসি
আমি তো প্রবাসী।
টাকা ছাড়া কেউ আমায় ভালোবাসে না
কেউ হয়তো ফিরে আসে কেউ আসে না।
টাকা পাঠাতে হয় যদি দেরি, শুনতে হয় নানান কথার ঝাড়ি।
সব ভুলে তাই আমি কর্ম ভালোবাসি
আরে আমি তো প্রবাসী।

লেখকের মন্তব্য-বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস - প্রবাসে যাওয়ার স্ট্যাটাস

প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস,নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস,বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস,বন্ধু প্রবাসে যাওয়ার স্ট্যাটাস,বন্ধু ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস,প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস,প্রবাস জীবন সুখের হোক বন্ধু স্ট্যাটাস,ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস,প্রবাসে যাওয়ার স্ট্যাটাস সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।

চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url