সুপারি খাওয়ার ক্ষতি - শুকনো সুপারি খেলে কি হয়
হানি নাটের উপকারিতা জানুনএশিয়া মহাদেশের মধ্যে সুপরিচিত একটি উপাদান হল সুপারি। তবে সুপারি মানব দেহের জন্য হুমকি স্বরূপ। কারণ সুপারিতে এমন কিছু উপাদান রয়েছে যা খেলে মানুষ দূরারোগ্যে মত ব্যাধিতে আক্রান্ত হবে। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানব সুপারি খাওয়ার ক্ষতি - শুকনো সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে।
সুপারির কর্মক্ষমতা এতটাই বেশি যে অ্যালকোহল, নিকোটিন এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রান্তিকারী মাদক হিসাবে বিবেচনা করা হয়।
পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে এই আর্টিকেলের মাধ্যমে সুপারি সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য জেনে নেই।
সুপারি খাওয়ার ক্ষতি - ভূমিকা
সুপারি হল বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে। তবে সুপারি খাওয়া মানুষের জন্য খুবই বিপদজনক। কারণ সুপারিকে বিষ এর সঙ্গে তুলনা করা হয়েছে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে সুপারিশ সম্পর্কে যে বিষয়গুলো জানবো তা হল:
সুপারি খাওয়ার গুনাগুন,গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়,সুপারি খাওয়া কি হারাম,শুকনো সুপারি খেলে কি হয়,সুপারি দিয়ে কি তৈরি হয়, সুপারি খাওয়ার ক্ষতি সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সুপারি খাওয়ার গুনাগুন
আপনি কি সুপারি খাওয়ার গুনাগুন সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে সুপারি খাওয়ার গুনাগুন সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সুপারি খাওয়ার গুনাগুন সম্পর্কে জেনে নেই। প্রতি ১০০ গ্রাম সুপারিতে আছে ২৮৯ ক্যালোরি শক্তি যোগানের ক্ষমতা।
এখন আমরা জানবো সুপারি খাওয়ার গুনাগুন সম্পর্কে: গুড়া কৃমির উপদ্রব দেখা দিলে চার গ্রাম সুপারি পিষে গুড়ো করে নিতে হবে। এরপর তিন কাপ পানিতে সেদ্ধ করে এক কাপ পরিমাণ করে নিতে হবে। এরপর ছেকে ঠান্ডা করে নিতে হবে। এরপর সকাল বিকাল দুই বেলায় খেলে কৃমির রোগ থেকে উপশম পাওয়া যায়।
কাঁচা সুপারি ভালোভাবে শুকিয়ে খোসা সহ থেতো করে মিহী চূর্ণ ঘায়ে লাগালে ঘা যেমন শুকিয়ে যাবে তেমনি দুর্গন্ধ দূর হবে। যদিও অতিরিক্ত সুপারি খাওয়ার কারণে দাঁত এবং মাড়ির ক্ষয় লক্ষ্য করতে পারেন। কিন্তু সীমিত মাত্রায় সুপারির ব্যবহার দাঁতের নানা সমস্যা দূর করতে পারে। যেমন সবচেয়ে সাধারণ সমস্যা হল ক্যাভিটি দূর করতে সুপারি দারুন কার্যকরী।
রক্ত অল্পতার ঝুঁকি কমাতে সুপারের ব্যবহার উপকারী হতে পারে। তবে অতিরিক্ত মাত্রায় সুপারি গ্রহণের কারণে আপনি অন্যান্য সমস্যার মুখোমুখি হতে পারেন। এই কারণে সুপারির কিছু গুনাগুন থাকা সত্ত্বেও এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত।
গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
আপনি কি গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সে সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
গর্ভবতী সুপারি খেলে সবচেয়ে বড় যে ঝুঁকি থাকে তা হল ক্যান্সার। নিয়মিত সুপারি খেলে ওরাল বা মুখের ক্যান্সার হতে পারে। এছাড়া গর্ভের বাচ্চা শারীরিক ত্রুটি যেমনঃ ঠোঁট কাটা, চালু কাটা সমস্যা হতে পারে। এ সময়ে সুপারি খেলে মুখে ঘা, আলসার হতে পারে। গর্ভবতীদের দেহ এমনিতেই সেনসেটিভ অর্থাৎ সহজেই নানা সমস্যায় আক্রান্ত হয়ে যায়।
তাই এ সময় এগুলো খেলে খাদ্যনালী, পরিপাকনালিতে সমস্যা হতে পারে। গর্ভবতী নারীদের এ সময়ে নানা রকম অদ্ভুত খাবার খাওয়ার ইচ্ছা সৃষ্টি হয়। কিন্তু গর্ভে শিশুর কথা ভেবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। আশা করছি গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে জানতে পেরেছেন।
সুপারি খাওয়া কি হারাম
আপনি কি সুপারি খাওয়া কি হারাম সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আরটিকালের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে সুপারি খাওয়া কি হারাম সে সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই সুপারি খাওয়া কি হারাম সে সম্পর্কে বিস্তারিত তথ্য।
সুপারিকে বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ সুপারি খাওয়ার ফলে মানুষ আস্তে আস্তে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির দিকে অগ্রসর হয় অর্থাৎ মৃত্যুর দিকে চলে যায়। সুপারিকে বলা হয়েছে স্লো পয়জনের মত। তাই যে উপাদান নিশ্চিতভাবে ক্ষতিকর মানুষের জন্য সেটা খাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত।
তবে কোথাও উল্লেখ নেই যে সুপারি খাওয়া হারাম সেই সম্পর্কে। যেহেতু এই উপাদানটি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই সুপারি খাওয়া থেকে বিরত থাকাই উচিত। আশা করছি আপনি সুপারি খাওয়া কি হারাম সেই সম্পর্কে জানতে পেরেছেন।
শুকনো সুপারি খেলে কি হয়
আপনি কি শুকনো সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে শুকনো সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা জেনে নেই শুকনো সুপারি খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
অনেকেই আছেন যাদের সুপারি খাওয়ার অভ্যাস রয়েছে। অনেকে পানের সাথে সুপারি খান আবার কেউ কেউ আবার এমনিতেই সুপারি খেতে পছন্দ করেন। তবে সুপারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তবে এর কিছু উপকারিতার দিকো রয়েছে। সুপারির ক্ষতিকর দিক থাকা শর্তেও এর কিছু উপকারিতার দিক রয়েছে। চলুন জেনে নেই সুপারির কিছু উপকারিতার দিক সম্পর্কে।
- গুড়া কৃমির উপদ্রব কমাতে সাহায্য করে।
- রক্ত আমাশয় কমাতে সাহায্য করে।
- পেটের অজীর্ণ দূর হয়।
- বমি বমি ভাব কমাতে সাহায্য করে।
- শরীরের কোথাও ঘা পচে দুর্গন্ধ হলে সুপারি চূর্ণ ব্যবহার করা যেতে পারে।
- বিশ্রী শ্রাব নির্গত হওয়ার ক্ষেত্রেও সুপারি কার্যকর।
- সুপারিতে ফেনোল জাতীয় রাসায়নিক উপাদান রয়েছে যা দাঁতের ক্যারিস ও পাইরিয়া সারাতে সাহায্য করে।
সুপারি দিয়ে কি তৈরি হয়
আপনি কি সুপারি দিয়ে কি তৈরি হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে সুপারি দিয়ে কি তৈরি হয় সেই সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই সুপারি দিয়ে কি তৈরি হয় সেই সম্পর্কে বিস্তারিত।
সুপারি অর্থকরী ফসলের মধ্যে একটি। দেশের বিভিন্ন অঞ্চলে সুপারি চাষ হয়। সাধারণত সুপারি আমরা পানের সাথে খেয়ে থাকি। বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠানে পান সুপারির ব্যবস্থা করা হয়ে থাকে। এই প্রচলন এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়। সুপারি সবচেয়ে বেশি পরিচিত হলো পানের সাথে খাওয়ার জন্য।
তবে পান ছাড়া এমনিতেও অনেক মানুষ সুপারি খেয়ে থাকে। অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় বমি বমি ভাব হলে সুপারি মুখের মধ্যে দিয়ে রাখতে বমি বমি ভাব অনেকটা কমে যায়। আশা করছি সুপারি দিয়ে কি তৈরি হয় আপনি জানতে পেরেছেন।
সুপারি খাওয়ার ক্ষতি
আপনি কি সুপারি খাওয়ার ক্ষতি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে সুপারি খাওয়ার ক্ষতি সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নিই সুপারি খাওয়ার ক্ষতি সম্পর্কে বিস্তারিত।
সুপারিকে বলা হয় এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক হল সুপারি। কারণ সুপারির উপকারের থেকে অপকারিতা বেশি। সুপারি খেলে একজন সুস্থ ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঝুঁকে পড়বে। চলুন তাহলে জেনে নেই সুপারি খাওয়ার ক্ষতিকর দিকগুলো কি কি।
- কাঁচা অবস্থায় সুপারি খেলে অনেক সময় মাথা ঘোরে। কাঁচা সুপারিতে ০.১-০.৫ অ্যালকালয়েড থাকে। যার কারণে মাথা ঘোরে।
- ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে সুপারি খাওয়ার ফলে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সির মতে, সুপারিতে থাকে এক ধরনের কার্সিনোজেন। যা এক প্রকার বিষ নামে পরিচিত যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া সুপারিসহ পান খেলে মুখে ক্যান্সার হতে পারে।
- সুপারি খাওয়ার ফলে শরীরকে গরম করে ফেলে। কাঁচা সুপার ইজি বলে শরীরে গরম অনুভূত হয়। এমনকি শরীর ঘেমেও যেতে পারে।
- এছাড়াও সুপারি খেলে তাৎক্ষণিক যে সব সমস্যা দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো: হাঁপানি এবং হাইপারটেনশন বা রক্তচাপ বেড়ে যাওয়ার মত ঘটনা।
লেখকের মন্তব্য - সুপারি খাওয়ার ক্ষতি
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো সুপারি খাওয়ার গুনাগুন,গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়,সুপারি খাওয়া কি হারাম,শুকনো সুপারি খেলে কি হয়,সুপারি দিয়ে কি তৈরি হয়, সুপারি খাওয়ার ক্ষতি সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন আর্টিকেল আপনাদের সামনে উপস্থাপন করার। প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url