ওজন কমানোর খাবার তালিকা - মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট
ওজন কমাতে চিয়াসিড খাওয়ার নিয়মযদি আমরা নিয়ম মেনে খাবার খাই তবে শরীর সুস্থ থাকবে। আর শরীর সুস্থ থাকলেই মন সতেজ থাকবে ও কাজে মনোযোগ দেওয়া যাবে। তাই সারাদিনের খাবার তালিকা পরিবর্তন করে ফেলুন। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানবো ওজন কমানোর খাবার তালিকা - মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে।
শুধু যে খাবার খেলেই শরীর সুস্থ থাকবে তা কিন্তু নয়। আপনি যদি গভীর রাত পর্যন্ত ঘুমান বা সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন তবে প্রতিদিনের স্বাস্থ্যকর খাবার আপনার শরীরকে সতেজ করতে পারবে না।
পোস্ট সূচিপত্রঃতাহলে চলুন আর দেরি না করে আমরা এই আর্টিকেলের মাধ্যমে ওজন কমানোর খাবার তালিকা সম্পর্কে জেনে নেই।
ওজন কমানোর খাবার তালিকা - ভূমিকা
সকাল বা রাতে সঠিক সময় ঘুমাতে যাওয়া সুঠাম দেহ ও সুস্থ থাকতে সকাল ৪ টা থেকে ৫ঃ৩০ টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। এর ফলে যেমন আপনার শরীর সুস্থ থাকবে তেমনি দিনের কাজ সম্পূর্ণ করার জন্যে অনেকটা হাতে সময় পাওয়া যাবে। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে যে বিষয়গুলো জানব তা হল;
৭ দিনে ওজন কমানোর ডায়েট চার্ট,ওজন কমানোর খাবার তালিকা,১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট,মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট,২০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট,দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট,ওজন অনুযায়ী ডায়েট চার্ট সম্পর্কে।
৭ দিনে ওজন কমানোর ডায়েট চার্ট
৭ দিনে ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ৭ দিনের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ৭ দিনে ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জেনে নেই। অনেকেই বিভিন্ন কারণে খুব দ্রুত ওজন কমাতে চান।
তবে অল্প সময়ের মধ্যে ওজন কমানো একটু কঠিন ব্যাপার। কিন্তু আপনি চাইলে সাত দিনে ওজন কমিয়ে নিতে পারেন। আপনি যদি নিচে ডায়েট চার্টটি ফলো করেন তাহলে খুব সহজে ৭ দিনে তিন থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন। কারণ এই ডায়েট চার্টটি খুবই ইফেক্টিভ এবং স্বাস্থ্যকর। এই ডায়েট চার্ট কে ৭ দিনের ক্রাশ ডায়েট বলা হয়।
এখানে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ভাবে ডায়েটলিস্ট দেওয়া থাকবে। ডায়েটলিস্টে সাতদিনে যে খাবারগুলো দেওয়া থাকবে এর বাইরে অন্য কোন খাবার খাওয়া যাবে না। চলুন তাহলে আর দেরি না করে আমরা ডায়েট চার্টটি দেখে নেই;
- প্রথম দিন: ডায়েটের প্রথম দিন আপনি যেকোনো ধরনের ফল খেতে পারবেন শুধুমাত্র কলা বাদ দিয়ে। তবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।যে কারণে প্রথম দিনকে ফ্রুটস ডে বা ফলের দিন বলা হয়।
- দ্বিতীয় দিন: দ্বিতীয় দিন হল ভেজিটেবলস ডে বা সবজির দিন। এই দিন আপনি যত খুশি শাকসবজি খেতে পারবেন তবে আলু খাওয়া যাবে না। শাকসবজি খাওয়ার ক্ষেত্রে রান্না করে খাওয়ার থেকে সিদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায় পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
- তৃতীয় দিন: তৃতীয় দিন আপনি ফল এবং সবজি মিক্সড করে খেতে পারবেন। সময় আপনার ইচ্ছামত যখন ইচ্ছা ফল খেতে পারেন বা যখন ইচ্ছা সবজি খেতে পারেন। তবে মনে রাখবেন কলা এবং আলু খাওয়া থেকে বিরত থাকবেন।
- চতুর্থ দিন: চতুর্থ দিন হল কলা এবং দুধের দিন। এই দিন আপনারা সর্বোচ্চ ৮ থেকে ১০ টি কলা খেতে পারেন এবং তিন গ্লাসের মতো দুধ খেতে পারেন। তবে এর বাইরে কিছু খাওয়া যাবেনা পানি ব্যতীত।
- পঞ্চম দিন: পঞ্চমতম দিনে আপনি দুপুরে এক কাপ ভাত খেতে পারেন সাথে এক পিস মাছ নিতে পারেন। এর বাইরে সারাদিন আপনি শাকসবজি খাবেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন।
- ষষ্ঠ দিন: ষষ্ঠ দিনেও আপনি দুপুরে এক কাপ ভাত সাথে এক থেকে দুই পিস মাংস নিতে পারেন। এর বাইরে সারাদিন ফল এবং সবজি খেতে পারেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে।
- সপ্তম দিন: সপ্তম দিনের দিন আপনি দিনের অর্ধেকবেলা যে কোন ফলমূল খেতে পারেন শুধু কলা বাদে। এবং বাকি অর্ধেক দিন যে কোন শাকসবজি খেতে পারেন শুধুমাত্র আলু বাদে। পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে।
ওজন কমানোর খাবার তালিকা
ওজন কমানোর খাবার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ওজন কমানোর খাবার তালিকা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ওজন কমানোর খাবার তালিকা সম্পর্কে জেনে নেই।
ওজন কমাতে অনেক ধরনের খাবার তালিকা ফলো করা যায়। তবে এমন একটি খাবার তালিকা প্রয়োজন যা উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদেরও সামর্থের মধ্যে রয়েছে। চলুন আমরা এমনই একটি খাদ্য তালিকা সম্পর্কে জেনে নেই।
- সকালের খাবার খেতে হবে সকাল ৭ঃ৩০ টা থেকে ৮ টার মধ্যে। সকালের খাবারে আপনি রাখতে পারেন একটি সিদ্ধ ডিম, যে কোন একটি ফল, দুইটি ছোট সাইজের রুটি, সাথে সবজি এবং ভেজিটেবল সুপ। তবে সকালে খালি পেটে প্রথমে লেবু পানি পান করে নিলে ভালো উপকার পাওয়া যায়।
- সকাল ১১ টার দিকে আপনি স্নাক্স হিসেবে নিতে পারেন একটি আপেল অথবা একটি কমলা এবং এক কাপ গ্রিন টি চিনি ছাড়া।
- দুপুরের খাবার আপনাকে দুইটার মধ্যে কমপ্লিট করতে হবে। দুপুরের খাবারে আপনি এক কাপ ভাত অথবা দুইটি রুটি, এক বাটি মিক্সড ভেজিটেবল এবং এক কাপ ডাল বা এক টুকরো মাছ নিতে পারেন।
- বিকেল ৫ টায় স্নাক্স হিসেবে আপনি দুইটি ক্রিম ছাড়া বিস্কিট এবং এক কাপ গ্রিন টি চিনি ছাড়া খেতে পারেন।
- এছাড়াও সন্ধ্যা সাতটায় আপনি ডাবের পানি অথবা ৮ থেকে ১০ টি পেস্তা অথবা কাঠবাদাম খেতে পারেন।
- রাত আটটায় আপনি রাতের খাবার কমপ্লিট করবেন। রাতের খাবার আপনি এক কাপ ভাত অথবা দুইটা রুটি সাথে এক কাপ সালাদ এবং এক কাপ সবজি নিতে পারেন। খাবার খাওয়া শেষে আধা কাপ টক দই খেতে পারেন।
- মনে রাখবেন সকাল দুপুর এবং রাতের মেন খাবারের পূর্বে অবশ্যই দুই গ্লাস নরমাল টেম্পারেচারে থাকা পানি পান করে নিবেন। এতে খাওয়া চাহিদা অনেকটা কমে যায় এবং অল্প খেলেই পেট ভরা মনে হয় যা আপনার ওজন কমাতে বেশ কার্যকর হবে।
১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট
১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জেনে নেই। মনে রাখবেন দ্রুত ওজন কমাতে হলে অবশ্যই স্বাস্থ্যকর উপায় অবলম্বন করতে হবে।
- আপনি আপনার যতটা ওজন কমাতে চান ঠিক ততটা ক্যালরি হিসাব করে আপনাকে বার্ন করতে হবে।
- ডায়েটমেন্ট করার সময় অবশ্যই আপনাকে সব পুষ্টিকর ও খুব কম ক্যালরি সমৃদ্ধ খাবার খেতে হবে। যার ফলে আপনার শরীর নতুন করে ওজন জমানোর সুযোগ পাবে না। তবে পুষ্টিকর খাবার খাওয়ার ফলে শরীর তার প্রয়োজনীয় শক্তি পাবে।
- আপনার সারাদিনের খাবার তালিকা অল্প অল্প করে ভাগ করে নিয়ে বারবার খেতে হবে। যার ফলে আপনি যে খাবারগুলো গ্রহণ করেছেন তার ক্যালরি শরীরে জমার সুযোগ প্রতিহত করবে।
- খাবার খাওয়ার পর যতটা সম্ভব হয়ে বসে না থেকে হাঁটাচলা করুন। এবং পর্যাপ্ত পরিমাণ শরীর চর্চা করার চেষ্টা করুন।
- ঘুম শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই রাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুমালে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। অন্যদিকে আপনি যদি রাত জাগেন এবং দিনের বেলায় ঘুমান তাহলে শরীরের ওজন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।
- এই আর্টিকালে ওজন কমানোর অনেকগুলো ডায়েট চার্ট দেওয়া আছে। যে ডায়েট চার্টটি আপনার সুবিধা হয় সেই ডায়েট চার্টটাই আপনি ফলো করতে পারেন।
মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট
আপনি কি মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আর্টিকেলের এই পর্বটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জেনে নেই।
অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি বিভিন্ন রোগব্যাধি শরীরে বাসা বাঁধে। পাশাপাশি শরীরের সৌন্দর্য নষ্ট করে অতিরিক্ত ওজন। সাধারণত মেয়েরা এ ধরনের সমস্যায় বেশি পড়ে থাকেন। তাই মেয়েদের ওজন কমানোর একটা ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করছি আপনারা যদি এই ডায়েট চার্টটি ফলো করেন তাহলে উপকার পাবেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা ডায়েট চার্টটি সম্পর্কে জেনে নেই;
- সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অর্ধেকটা পাতিলেবুর রসের সাথে কুসুম গরম পানি মিশিয়ে খান। সপ্তাহে একদিন অন্তর একদিন জিরা পানি খেতে পারেন।
- পানীয় পান করা ৩০ থেকে ৪০ মিনিট পর প্রাতরাশ বা ব্রেকফাস্ট করে নিন। সাধারণত অনেকেই আছেন যারা সকালে খাবার খেতে চান না। এটা করা মোটেও উচিত নয়। কারণ সকালে ভারী খাবার খাওয়া উচিত। সকালের খাবারে আপনি দুইটা রুটি, এক বাটি মিক্স সবজি ও এক থেকে দুইটা ডিম রাখতে পারেন। সকালের খাবার সারাদিন আপনার শরীরে এনার্জি জোগাতে সাহায্য করবে।
- সকাল ১১ টায় স্নাক্স হিসেবে আপনি যে কোন ফল অথবা বাদাম খেতে পারেন। খেয়াল রাখবেন অল্প ক্যালরিযুক্ত ফল খেতে।
- এরপর দুপুর ২ টায় দুপুরের খাবার শেষ করুন। বাঙালিরা যেহেতু ভাত ছাড়া চলতে পারে না তাই অল্প পরিমাণে ভাত অর্থাৎ এক কাপ ভাতের সাথে দুই বাটি মিক্স সবজি এবং এক টুকরো মাছ বা মাংস নিতে পারেন। এর সাথে আপনি চাইলে এক বাটি ডাল খেতে পারেন।
- এরপর বিকেল পাঁচটায় আপনি চাইলে আবার একটু স্ন্যাকস নিতে পারেন। স্ন্যাকস হিসেবে আপনি সবুজ আপেল অথবা ভেজিটেবল স্যুপ খেতে পারে।
- এরপর আসি রাতের খাবারে, রাতের খাবার আপনাকে রাত আটটার মধ্যে শেষ করতে হবে। রাতের খাবারের ভাত না খেয়ে রুটি খেতে পারেন। এক্ষেত্রে আপনি দুইটা রুটি সাথে মিক্সড দুই বাটি সবজি খেতে পারেন। এরপর আপনি চাইলে হাববাটি টক দই খেয়ে নিতে পারেন।
- একটা কথা মাথায় রাখবেন তিন বেলা খাওয়ার পূর্বে দুই গ্লাস পানি পান করে নিবেন। এতে আপনার বেশি খাওয়ার প্রবণতা কমে যাবে এবং অল্প খেলেই পেট ভরা অনুভব হবে।
২০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট
২০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে ২০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা ২০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জেনে নিন।
অতিরিক্ত ওজন কেউ পছন্দ করেনা। যে কারণে মানুষ অতিরিক্ত ওজন বেড়ে গেলে ওজন কমানোর জন্য পাগল হয়ে থাকে। কোন ডায়েট চার্ট ফলো করে। তবে এমন কিছু ডায়েট চার্ট আছে যেগুলো ফলো করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না।
আজ আমি সাধারণ মানুষের পক্ষে সম্ভব এমন একটি ডায়েট চার্ট নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা ডায়েট চার্ট সম্পর্কে জেনে নেই।
- ২০ কেজি ওজন কমানোর জন্য আপনাকে ধৈর্য ধরে ডায়েট চার্ট ফলো করতে হবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড মেশানো এক গ্লাস পানি অথবা লেবু পানি পান করতে পারেন।
- এরপর আপনাকে আধা ঘন্টা হাঁটতে হবে অথবা দৌড়াতে হবে। যা ওজন কমাতে খুব ভালো কার্যকর একটি ব্যায়াম। হাঁটার পর আপনি রুমে এসে আবার ৩০ মিনিট ফুল বডি এক্সারসাইজ করবেন। দ্রুত ২০ কেজি ওজন কমানোর জন্য আপনাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে।ইন্টারমিটেন্ট ফাস্টিং কে সংক্ষেপে আই এফ ডায়েট বলে।
- এরপর আপনি সকালের খাবার খাবেন অর্থাৎ সকালের নাস্তায় দুইটা ডিম, এক বাটি সালাদ, একটা ফল ও কিছু বাদাম খেতে পারেন।
- সকাল এবং দুপুরের খাবারের মাঝে আপনি ডিটক্স ওয়াটার অথবা পানি পান করবেন বেশি করে।
- এরপর আপনাকে দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে দুপুরের খাবার শেষ করতে হবে। দুপুরের খাবারে এক বাটি মিক্সড সবজি, দুই পিস চিকেন, এক বাটি সালাদ ও টক দই খেতে পারেন। পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। যতবার পানি খাবেন ততবার পানির মধ্যে ১ চিমটি হিমালয়া পিংক সল্ট দিতে পারেন।
- এরপর বিকেল পাঁচটার দিকে আপনি চাইলে এক কাপ চা অথবা কফি খেতে পারেন তবে চিনি ছাড়া।
- এরপর আসেন রাতের খাবারে। রাতের খাবার আপনাকে রাত আটটার মধ্যে শেষ করতে হবে। আপনি চাইলে রাতের খাবার হিসেবে আপনি সকালে যে খাবারটা খেয়েছেন সেই খাবারটাই রিপিট করতে পারেন অথবা দুপুরে যে খাবারটা খেয়েছেন সেই খাবারটাও রিপিট করতে পারেন।
- আর ওজন কমানোর ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। কমপক্ষে আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে।
দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট
দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে আলোচনা করা হয়েছে দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা দ্রুত ওজন কমানো ডায়েট চার্ট সম্পর্কে জেনে নেই।
- সকাল বেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি অথবা ডিটক্স ওয়াটার খেতে হবে।
- ব্রেকফাস্টে আপনারা অনেকেই অনেক ধরনের খাবার খান। কারণ সকলের খাদ্যাভ্যাস এক হয় না। তবে ডায়েটের ক্ষেত্রে একটি রুটি সাথে এক বাটি মিক্সড সবজি নিতে পারেন অথবা একটি ডিম বা এক বাটি মিক্সড সবজি খেতে পারেন বা এক বাটি সালাদ খেতে পারেন। যেমন;
- সকালের খাবার: ১ টি রুটি + ১ বাটি সবজি তরকারি অথবা ১ টি ডিম + ১ বাটি সবজি তরকারি অথবা ১ টি ডিম + ১ টি শশা/টমেটো/গাজর অথবা ১ টি ডিম + ১ টি ফল (পেয়ারা/কমলা/আপেল/কয়েক টুকরা পেঁপে/কলা) অথবা ১ বাটি ওট মিল (ছাড়া দুধ কলা দিয়ে বাদ সবজি দিয়ে যেকোন রেসিপি) অথবা ১ এক গ্লাস মিল্কশেক/স্মুদি নেওয়া যেতে পারে।
- এবার আসেন দুপুরে। আমরা যেহেতু বাঙালি তাই ভাত ছাড়া আমাদের চলে না। তাই আপনি চাইলে দুপুরে এক কাপ ভাত নিতে পারেন এর সাথে মিক্স সবজি রান্না এবং সাথে এক বাটি ডাল ও এক বাটি সালাদ নিতে পারে। এর সাথে আপনারা একটিভ মাছ অথবা সকালে যারা ডিম খাচ্ছেন না তারা চাইলে ডিম খেতে পারেন।
- দুপুরে খাবার: ১ মুঠো বা ১ কাপ ভাত + ১ কাপ ডাল + ১ বাটি সবজি + ১ মাছ বা ১ টি ডিম বা ১-২ পিস চিকেন বা ১ পিস মটন + ১ বাটি সালাদ।
- বিকেলবেলা যাদের কিছু খাওয়ার অভ্যাস রয়েছে তারা চাইলে সাত থেকে আটটি চিনা বাদাম অথবা ছয় থেকে সাতটি কাজুবাদাম অথবা এক কাপ আদা চা/গ্রিন টি/ব্ল্যাক কফি অথবা কোন একটি ফল খেতে পারেন।
- রাতের খাবার আপনারা রাত আটটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও রাতের খাবার খেতে হবে হালকা খাবার। এক্ষেত্রে আপনারা এক মুঠো ভাত অথবা এক থেকে দুইটি রুটি সাথে এক বাটি সবজি খেতে পারেন।
- রাতের খাবার: ১ কাপ ভাত + ১ বাটি সবজি + ১ বাটি ডাল অথবা ১-২ টি রুটি + ১ বাটি সবজি + ১ পিস মাছ।
লেখকের মন্তব্য - ওজন কমানোর খাবার তালিকা
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো ওজন কমানোর খাবার তালিকা, মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url