ইলেকট্রিক সিগারেট বা ভেপ এর দাম কত - ভেপ এর ছবি
ডার্ক চকলেট এর উপকারিতাই-সিগারেট বা ইলেকট্রিক সিগারেট অনেকেই সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। অথবা অনেকেই ভাবছেন কিনবেন। দিন দিন ইলেকট্রিক সিগারেট বা ভেপ সেবনকারী বেড়েই চলেছে। আজ আমরা ভেপ সম্পর্কে জানব ইলেকট্রিক সিগারেট বা ভেপ এর দাম কত -ভেপ এর ছবি সম্পর্কে
ভেপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর কারণ হিসেবে রয়েছে এগুলো আধুনিক, বারবার ব্যবহারযোগ্য, সাথে ১০০টি ও বেশি ফ্লেভার রয়েছে। যে কারণে অনেক অধূমপায়ি ব্যক্তিদের ও ভেপ ব্যবহার করতে দেখা যায়।এই ভেপ প্রচুর পরিমাণে ধোয়া উৎপাদন করতে পারে।
পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আর দেরি না করে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে ভেপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ভেপ এর দাম কত -ভূমিকা
ইলেকট্রিক সিগারেট বা ভেপ হল ধূমপানের একটি আধুনিক পদ্ধতি। যেখানে ধোঁয়া উৎপাদনের জন্য কোন প্রকার তামাক পাতা ব্যবহার করা হয় না। যেখানে ব্যবহার করা হয় এক ধরনের ই-লিকুইড বা ই-জুস। যা থেকে প্রচুর পরিমাণে ধোয়া উৎপন্ন হয়। এই ই-লিকুইড এর অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে গ্লিসারিন যা গন্ধ বা বর্ণহীন তরল।
আরো রয়েছে প্রোপাইলিনগ্লাইকোল বা PG যা ধোয়া উৎপাদনের কারণ। আরো থাকে ব্যবহারকারীর প্রয়োজনমতো নিকোটিন এবং বিভিন্ন ফ্লেভার। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে ভেপ সম্পর্কে যে বিষয়গুলো জানব তা হল;
ভেপ এর উপকারিতা,ভেপ এর দাম কত,ভেপ এর ছবি,ভেপ কি হারাম,ভেপ এর ক্ষতিকর দিক সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ভেপ এর উপকারিতা
ভেপ এর উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে ভেপ এর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।ভেপ বা ই-সিগারেট এর উপকারিতা বলতে তেমন কিছুই নেই। ধূমাপায়ীদের ধূমপান ছাড়ার জন্য ভেপ বা ই-সিগারেট সহায়ক হতে পারে।
এই সিগারেটের ভিতরে নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকল অথবা ভেজিটেবল গ্লিসারিন এবং সুগন্ধী মিশ্রিত থাকে। তামাকের তৈরি সিগারেটের ভিতরে বিষাক্ত রাসায়নিক যুক্ত নিকোটিন থাকে যা ক্যান্সারের কারণ হতে পারে কিন্তু ভেপ বা ই-সিগারেটে শুধু নিকোটিন থাকে যা ক্যান্সার হওয়ার ঝুকিটা কিছুটা হলেও কম থাকে।
এই ভেপ বা ই-সিগারেটে এর ধোঁয়া অন্যদের জন্য ক্ষতির হতে পারে এমন কোন প্রমান এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্লেষক গণের মতে তামাকযুক্ত সিগারেটর এর বিকল্প ও নিরাপদ সিগারেট হিসেবে ভেপ বা ই-সিগারেট কে প্রাধান্য দিয়ে আসছে।
ভেপ এর দাম কত
ভেপ এর দাম কত সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? বর্তমানে ভেপ বা ই-সিগারেট বেশ জনপ্রিয়তা পেয়েছে।দিন দিন মানুষ সিগারেট এর বিকল্প হিসেবে ভেপ বা ই-সিগারেটকে প্রাধান্য দিয়ে আসছে। তাই এর দামটাও আমাদের জেনে রাখা উচিৎ। ভেপ বা ই-সিগারেট এর মডেল অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ কোন সিগারেটের দাম কত জানুন
৫০০ টাকা হতে ৪,৫০০ টাকা পর্যন্ত ভেপ বা ই-সিগারেট বাজারে বিক্রি করতে দেখা যায়। এর যে লিকুইড নিকোটিন যুক্ত তরল পদার্থ (ভেপ জুস) পাওয়া যায় তা ৩০০ টাকা হতে ২,৫০০ টাকা দামের হয়ে থাকে। এটা যেহেতু বাংলাদেশের তৈরি প্রডাক্ট না দেশের বাহির হতে আমদানি করতে হয় তাই এইগুলো সিগারেটের দাম উঠা নামা করে।
ভেপ এর ছবি
ভেপ এর ছবি সম্পর্কে জানতে চাচ্ছেন? তাই আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই পর্বে ভেপ এর কয়েকটি ছবি উপস্থাপন করা হয়েছে। আশা করছি আপনারা যদি ছবিগুলো ভালো করে দেখেন তাহলে ভেপ দেখতে কেমন সেই সম্পর্কে ধারণা পাবেন। তবে ভেপ এর অনেক মডেল রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোন একটি মডেলের ভেপ বা ইলেকট্রিক সিগারেট কিনতে পারেন।
ভেপ বা ইলেকট্রিক সিগারেট
ভেপ বা ইলেকট্রিক সিগারেট
ভেপ বা ইলেকট্রিক সিগারেট
ভেপ কি হারাম
ভেপ কি হারাম সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।মহান আল্লাহ তালা নিজে থেকেই যে সকল জিনিস ব্যবহার করতে বা খেতে নিষেধ করেছে সেগুলো আমাদের জন্য হারাম।
ধোয়া জাতীয় দ্রব্য খাওয়া ফলে স্বাস্থ্যর বিভিন্ন ধরণের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে তার কারণে ধূমপানকে হারাম না বলে মাকরূহ বলা হয় কিন্তু ধূমপান দুর্গন্ধ ও ক্ষতিকর হওয়ার কারণে এটা হারামের পর্যায়ে পড়ে। ধূমপান করে মুখে দুর্গন্ধ অবস্থায় মসজিদে প্রবেশ করা মাকরূহ।
হজরত ইবনে ওমর (রা) থেকে বর্ণিত রাসুল (স) ইরশাদ করেছেন, যে সব দ্রব্য যা শরীরের জন্য ক্ষতিকর বা নেশা জাতীয় দ্রব্যই ‘খমর বা মদের অন্তর্ভুক্ত তাই সব ধরনের মাদকই হারাম। (মুসলিম শরিফ)
যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে তার ৪০ দিনের এবাদত আল্লাহতালা কবুল করেন না কিন্তু যদি সে বুঝতে পারে এগুলো শয়তানের কর্ম এগুলো ভেবে লজ্জিত ও অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লহতালা তাকে ক্ষমা করে দেবেন। আমরা যারা মুসলিম তাদের জেনে রাখা উচিৎ কেউ যদি মাদক গ্রহণ অবস্থায় মারা যায়, তবে সে নিশ্চিত জাহান্নামি হবে।
এখন ভেপ সম্পর্কে জানা যাক, আজকাল অনেকেই ভেপ বা ই-সিগারেট এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। এটাকে কেউ কেউ হলাল বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু এটা কেমন করে হালাল হলো আপনেরা নিজে থেকেই একটু বোঝার চেষ্টা করুন। ইসলামে বর্ণিত আছে যে অপচয়কারী শয়তানের ভাই।
এই ভেপ বা ই-সিগারেট যার মাধ্যমে লিকুইড নিকোটিন বা সুগন্ধ জাতীয় পদার্থ যা ইলেট্রিক ডিভাইস এর মাধ্যমে ধোয়া বানিয়ে শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছেন আবার বের করছেন। এতে শরীরের কোন উপকার হচ্ছে না বরং একটু হলেও শরীরের ক্ষতি নিজে থেকেই করছেন পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
ডাক্তার ও বিশেষজ্ঞদের মতে সাধারণ সিগারেটে যে নিকোটিন থাকে ইলেক্ট্রিক সিগারেটেও সেই একই নিকোটিন থাকে। যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। অতএব এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভেপ মুসলিমদের জন্য হারাম।
ভেপ এর ক্ষতিকর দিক
ভেপ এর ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেলের এই পর্বে ভেপ এর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে।আমাদের দেশের কিছু কিছু তরুণ-তরুণিদের কাছে জনপ্রিয় ভেপ বা ই-সিগারেট। সারাবিশ্বে সব বয়সী মানুষের কাছে এর চাহিদা রয়েছে ব্যপক।
বিশেষ করে যারা সিগারেটের উপর বেশি আসক্ত তারাই সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়ার জন্য ই-সিগারেট বা ভেপ বেছে নেয়। বেশির ভাগ মানুষের ধারণা ভেপ বা ই-সিগারেট মানব শরীরের জন্য বেশি একটা ক্ষতিকারক না বা এতে কোন ক্ষতিকর উপাদান নেই। এটা যদি ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল।
কারণ সাধারণ সিগারেট এর তুলনায় ভেব বা ই-সিগারেটে আরও ভয়ংকর। সাধারণ সিগারেট এর নেশা ছাড়তে গিয়ে নিজের অজান্তে অন্য নেশায় মানুষ আসক্তি হয়ে পড়ছে। ভেব বা ই-সিগারেট এর ভিতরে তামাক পাতা না থাকলেও কিছু কিছু কোম্পানি নিকোটিন এর সাথে বিভিন্ন স্বাদযুক্ত সুগন্ধী মিশিয়ে বাজার জাত করছে।
যা সরাসরি মানব দেহে ফুসফুসে আঘাত করে। নিকোটিনের সাথে বিভিন্ন স্বাদযুক্ত সুগন্ধী মিশিয়ে যেন বাজারজাত করতে না পারে তার জন্য প্রতিটি দেশের সরকারকে আহবান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
লেখকের মন্তব্য - ভেপ এর দাম কত
প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো ভেপ এর দাম কত,ভেপ এর ছবি সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন।
প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url