মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ - অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ

ভালোবাসা নিয়ে ক্যাপশন, উক্তিপ্রতিটা মানুষ চায় তার প্রেমিকাকে মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ বা অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ উপহার দিতে। কারণ ভালোবাসার মানুষের হাসি মুখটি দেখতে সবাই পছন্দ করে। তাই আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ছন্দ আপনার প্রিয় মানুষকে পাঠাতে পারেন।
মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ - অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ


ভালোবাসার মানুষের কাছে থেকে সুন্দর সুন্দর কথা শুনতে সকলেই পছন্দ করে। যে কারণে আমার এই আর্টিকেলটি সাজানো হয়েছে। এই আর্টিকেল এর মাধ্যমে নতুন নতুন রোমান্টিক এসএমএস সহ বিভিন্ন মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ এবং মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও ইউনিক প্রেমের ছন্দ, প্রেমিকাকে খুশি করার এস এম এস রয়েছে যা হয়তো অন্য কোথাও খুঁজে পাবেন না। এই আর্টিকেলে রয়েছে অসংখ্য ছন্দ এবং এসএমএস যা থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।
পোস্ট সূচিপত্রঃ

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ
মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ অনেকেই জানতে চান। তাই আপনাদের জন্য বেশ কিছু ইউনিক প্রেমের ছন্দ নিয়ে এসেছি। এখান থেকে যেকোনো একটি প্রেমের ছন্দ যদি আপনার ভালোবাসার মানুষকে পাঠান তাহলে দেখবেন সে খুশি হয়ে যাবে। 
শুধুমাত্র মুখে মুখে ভালোবাসার কথা বললেই হয় না মাঝে মাঝে তাকে খুশি করার জন্য ভালোবাসার ছন্দ উপহার দিতে হয়। তাহলে দেখবেন আপনার ভালবাসার মানুষ আপনার প্রতি অনেক বেশি কেয়ারিং হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে আপনার প্রেমিকাকে কিছু মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ উপহার দিন।
  • ভালবাসি ভালবাসি, সবাই বলতে পারে। সত্যিকারের ভালোবাসা, কজন দিতে পারে।
  • নীল আকাশের তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা, মিষ্টি সকাল শিশির ভেজা শুধু দেখো, আমার প্রেমে কত মজা।
  • তোমার চোখের মায়ায় আমি হারিয়ে যাই, তোমার হাসির ঝলকে আমার মন ভরে যায়। তোমার পরশে আমি পাই সুখের ঠিকানা, তোমার ভালবাসায় আমার জীবন রাঙা।
  • মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালবাসি বলতে চাই, আবার জন্ম হলে যেন তোমাকে আমার জীবনে পাই।
  • প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা।
  • চাঁদের মতন মুখটি তোমার ফুলের মতন হাসি,, মন বলছে আমার এখন তোমার কাছে আসি।
  • এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে, রিংটোন হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে। কখনো ভেবো না আমি তোমার থেকে দূরে, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।
  • চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি,, তাইতো তোমায় আমি ভীষণ ভালোবাসি।
  • তুমি যদি না বুঝ বুঝবে আমায় কে, তুমি যদি পর ভাবো আপন ভাববে কে, তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে, তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে?
  • খুঁজে দেখো মনের মাঝে আছি আমি স্বপ্নের সাজে, তোমার ওই চোখের তারায় হাজার স্বপ্ন এসে দাঁড়ায়, সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।
  • তোমার গন্ধ পাই আমি ওই গাঁদা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে। গোলাপের চেয়ে আমার কাছে তুমি বেশি দামি, তাই তোমায় সব সময় মনে করি আমি।
  • মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।
  • ভালোবাসা স্বপ্ন নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মত তেমনি পবিত্র।
  • কি দিয়ে করি পূরণ তোমার মনের আশা, তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা।
  • তুমি আমার রঙিন স্বপ্ন, আমার চাঁদের আলো, তাইতো তোমায় বেসেছি এতটাই ভালো, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
  • তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা, জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা।
  • যত দূরে যাও না কেন, থাকবো তোমার পাশে, যেমন করে বৃষ্টি ফোটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেবো, মুখের হাসি, হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি।
  • তোমার গলায় দিতে চাই আমি ফুলের মালা, তুমি করো না কখনো আমায় অবহেলা। তোমার যদি মনে হয় দিও আমায় মালা, মনে রাখবো তোমায় আমি সকাল সন্ধ্যা বেলা।
  • আমার স্বপ্ন জলধারায় তুমি রিমঝিম বৃষ্টি, আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি।
  • নরম হাতের সুইট লেখা বন্ধু আমি বড়ই একা,, চাঁদের গায়ে জোসনা মাখা মনটা আমার ভীষণ ফাঁকা।, ফাঁকা মনটা পূরণ কর একটু আমায় স্মরণ কর।
  • ঘরের পাশে তেঁতুল গাছ চিকন চিকন পাতা, তোমার কথা মনে পড়লে আমার মাথা করে ব্যথা।
  • আকাশ ভরা চান্দ্র তারা সৃষ্টিকর্তার দান, আমার মনে সর্বশেষে তোমারই স্থান।
  • শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই, দূর হতে আমি তাই তোমায় দেখে যাই, তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই।
  • চাঁদের নেই আলো, তুমি আমার জন্য ভালো, সূর্য দেয় আলো মিষ্টি হেসে এখন তুমি আই লাভ ইউ বলো।
  • আজ ছন্দমহলে মিলেছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষণ, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।
  • চিনির মতো মিষ্টি তুমি মধুর মত হাসি, তাইতো তোমায় আমি ভীষণ ভালোবাসি।
  • রাতে আমার একা লাগে পাশে নাই কেউ, বিয়ে করবো কবে আমি উঠেছে মনে ঢেউ।
  • স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কিয়ে কে লিখেছি তোমার নেম।
  • নীল আকাশের তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা, সকাল শিশির ভেজা, শুধু দেখো আমার প্রেমে কত মজা।
  • মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই, আবার জন্ম হলে যেন তোমাকে আমি পাই।
  • আকাশ ভরা চন্দ্র তারা সৃষ্টিকর্তার দান, আমার মনে সর্বশীর্ষে তোমার স্থান।
  • রাত জাগা পাখির মতো জেগে আছি আমি, মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি?
  • তুমি যদি হও কাজুবাদাম আমি হব কিসমিস, চোখটি বুজে থাকবে তুমি,করবো আমি কিস।
  • কি দিয়ে করি পূরণ তোমার মনের আশা, তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা।
  • আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপিচুপি প্রেম করবো জানবে না তো কেউ।
  • আমার স্বপ্ন জল ধারায় তুমি রিমঝিম বৃষ্টি, আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি।
  • চোখে যদি অশ্রু আসে আঁচল দিয়া মুছবো, কষ্ট করে খাব তবু তোমায় ভালবাসব।
  • শুধু তুমি আছো তাই আমি কথা খুঁজে পাই, দূর হতে আমি তাই তোমায় দেখে যাই। তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই।
  • ভালবাসি ভালবাসি, সবাই বলতে পারে। সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে।
  • পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো, স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো।
  • আম মিষ্টি জাম মিষ্টি তেতুল হেবি টক, এখনকার দিনের মেয়েদের স্কুটি চালানোর খুব শখ।
  • SMS হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে, রিংটোন হয়ে বাঁচবো আমি মিষ্টি মধুর সুরে। কখনো ভেবো না আমি তোমার থেকে দূরে, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।
  • ভালোবাসা স্বপ্ননীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মত তেমনি পবিত্র।
  • বুকে আছে প্রেম মনে আছে আশা, পাখির মতো আমরা দুজন বাঁধবো ছোট বাসা।
  • তুমি আমার রঙিন স্বপ্ন, আমার চাঁদের আলো, তাইতো তোমায় বেসেছি এতটাই ভাল, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল।
  • কাঁচা লঙ্কা ঝাল টমেটো হয় লাল, বন্ধু আমায় তোমার পাশে রেখো চিরকাল।
  • তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে, তুমি যদি পর ভাবো আপন ভাববে কে, তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে, তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে?
  • কলমেতে কালি নেই, মনে নেই আশা তাইতো আমি পেলাম না তোমার ভালোবাসা।
  • তুমি যদি হও ফুল, আমি হবো মালা, তোমার আমার রিলেশন চলবে সারা বেলা।
  • আজ ছন্দমহলে মিলেছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষণ, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।
  • চোখে যদি অশ্রু আসে আঁচল দিয়া মুছবো, কষ্ট করে খাব তবুও তোমায় ভালোবাসবো।
  • স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কিয়ে কে লিখেছি তোমার নেম।
  • আকাশের দিকে চেয়ে দেখ জ্বলছে কত তারা, তুমি ছাড়া এই জীবনে আমি দিশেহারা।
  • তোমার সাথে কাটুক আমার প্রতিটি দিন, তোমার ভালবাসায় ভরে উঠুক আমার জীবন। তোমার হাত ধরে চলবো আমি সারা জীবন, তোমার প্রেমে মিশে থাকুক আমার প্রতিটি ক্ষণ।
  • বাগানে ফোটে ফুল দেখতে অনেক লাল, তোমার আমার ভালবাসা থাকবে চিরকাল।
  • যত দূরে যায় না কেন তুমি থাকবে কাছে তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে।
  • রাত জাগা পাখির মতো জেগে আছি আমি, মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি?
  • ভাবলে পরে তোমার কথা মন যে করে উতলা, তোমার জন্য মনের দুয়ার সারা জীবন খোলা।
  • পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো, স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো।
  • আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপিচুপি প্রেম করবো জানবে না তো কেউ।
  • রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া, ভাবি শুধু তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া?
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে, সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে।
  • আকাশ দিয়ে পাখি ওড়ে নিচে দিয়ে ছায়া তোমার জন্য সারাদিন আমার লাগে অনেক মায়া।
  • যেদিন আমি থাকবো না সেদিন তুমি বুঝবে, ভালোবেসে এই আমাকে একদিন তুমি খুঁজবে।
  • তোমার নামের প্রতিটি অক্ষর আমার হৃদয় লেখা প্রেমের গল্প। তোমার হাসির মিষ্টি সুর আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত।
  • সকাল দুপুর সারাবেলা তোমার ছবি আঁকি, তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি।
  • ফুলে ফুলে সাজানো আছে আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো দুটি জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা।
  • তুমি আমার সকাল দুপুর তুমি সারা বেলা, কেন তুমি করো আমায় এত অবহেলা।
  • আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপিচুপি প্রেম করবো জানবে না তো কেউ।
  • ডালটি হয় সবুজ ফুলটি হয় লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
  • তোমার চোখের তারায় আমি খুজে পাই আমার স্বপ্নের সব রঙিন ছায়া। তোমার ভালবাসায় আমি বেঁচে থাকি, তোমার প্রেমে আমার জীবন পূর্ণতা পায়।
  • দূর আকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি, কি করে বল আমি তোমায় ছাড়া ভালো থাকি।
  • দিন ফুরাবে রাত ফুরাবে ফুরাবে ফুলের প্রাণ, সময় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান, কিন্তু তোমার জন্য ফুরাবে না আমার ভালোবাসার টান।
  • জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেয়ে, একই সাথে ভেসে যাব ভালবাসার নৌকা বেয়ে।
  • যদি দূরে যাও তুমি, হারিয়ে যাব আমি, ভালোবাসি তোমায় বোঝনা কেন তুমি, ছোট্ট এই জীবনে একটাই শুধু চাওয়া তোমাকে আপন করে আমার শুধু পাওয়া।

অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ

অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ
আপনার প্রেমিকাকে খুশি করতে চান? তাহলে অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ উপহার দিন। এই ছন্দ গুলো অনেক ইউনিক। আপনি যদি আপনার প্রেমিকাকে এখান থেকে একটি ছন্দ উপহার দিতে পারেন দেখবেন আপনার প্রেমিকা আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে। কারণ প্রত্যেকেই চায় তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসার পাশাপাশি কিছু সুন্দর সুন্দর কথা উপহার দিক। সেই কথাগুলোই রয়েছে আমাদের অসম্ভব সুন্দর প্রেমের ছন্দে।
  • আকাশেতে কত পাখি, জমিন থেকে দেখি। তুমি কি বোঝো না, তোমায় আমি কত ভালবাসি।
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর উদাস করে মন, এমন দিনে বন্ধু তোমায় ভীষণ প্রয়োজন।
  • যতন করে রাখবো তোমায় যদি কাছে পাই, আমার মত এমন পাগল পাবে আর কোথায়।
  • যাই ভুলে যাই সব ভুলে যাই তোমায় যখন ভাবি, নয়নের মাঝে ভাসে তখন তোমার রঙিন ছবি।
  • আকাশটা মেঘ করেছে নামবে হয়তো বৃষ্টি, কবে আমার ভালোবাসায় দেবে তুমি দৃষ্টি।
  • এস এম এস এ কতবার বলেছি মনের কথা, কোনদিন বোঝোনি এই মনের ব্যথা।
  • আজ আমি বলে দিব শুনবে কি তুমি, তোমায় ছাড়া এই জীবনে বাঁচতে চাইনা আমি।
  • কষ্ট বাড়ে দ্বিগুণ হারে পাইনা যখন কাছে, তোমার জন্য পরান পাখি পাগল হয়ে নাচে।
  • জনম জনম থেকো পাশে ভুলো না গো আমায়, আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো তো আমায়?
  • তুমি যদি আতা হও আমি হব পাতা, বিয়ের পর তোমার সাথে হবে অনেক কথা।
  • বুকে আছে প্রেম মনে আছো তুমি, আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী।
  • তুমি যদি চা হও আমি হবো কাপ, তুমি যদি মা হও আমি হব বাপ।
  • তোমার এক চোখে আকাশ অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর পড়ছে শুধু মায়া। হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি, আমার চেয়ে তোমায় আমি অনেক বেশি ভালোবাসি।
  • তুমি যদি বাসো ভালো চাঁদের মত দেব আলো, যদি আমায় ভাবো আপন হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা তুমি দূরে গেলে মন যে আমার আর সয় না।
  • রাতে আমার ঘুম আসে না কেন আসো না তুমি, জানিনা কবে হব আমি তোমার স্বামী।
  • তুমি যদি লাউ হও আমি হব কদু, শীতের এই ঠান্ডা রাতে হবে কি আমার বধু..?
  • তুমি আমার ভালোবাসা আমি তোমার জান। ভালবাসার ফুল দিয়ে লিখব তোমার নাম। তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া। তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়া।
  • তুমি বন্ধু রাজি থাকলে প্রেম করবো তোমার সাথে, রাগ করলে কিস করবো দূরে গেলে মিস করবো, পাশে থাকলে আদর করবো আর ভুলে গেলে খুব কষ্ট পাব।
  • খেজুরের পাতা চিকন চিকন তেতুলের পাতা ঝরে, তোমায় আমি বিয়ে করে আনবো আমার ঘরে।
  • কবি হয়েছি ঠিকই লিখতে পারি না কবিতা, ওই মেয়ে হবে নাকি আমার ববিতা?
  • ছেলেরা চায় এমন মেয়েরা চায় টাকা, তোমার সাথে প্রেম করে পকেট আমার ফাঁকা।
  • হৃদয়ের ভাষা বোঝা অনেক বড় দায়, ভুল করে অনেকে প্রেমে পড়ে যায়, যদিও এটা এ কথা কোন মিথ্যা নয়, ক্লাস শেষে ভালোবাসা হয়, তবুও ভালোবাসা ভালোলাগা কোনদিনও এক নয়।
  • ফুলবাগানের ফুল ফোটে ধান ক্ষেতে ধান, আমি তোমার মনের মানুষ তুমি আমার জান।
  • পৃথিবীর যত সুখ যত ভালবাসা সবই তোমায় দেবো শুধু একটাই আশা, তুমি ভুলে যেও না আমায় আমি অনেক ভালোবাসি তোমায়।
  • আমি হলাম নারকেল গাছ তুমি হলে ডাব, তোমার আমার প্রেম দেখে বাকিরা খায় গাব।
  • বড়লোকের বেটি গো মাথায় নাই চুল, এমন চুলে কেমন করে দেবো আমি ফুল।
  • আম পাতা চিরল চিরল কাঁঠাল পাতা ঝরে, তোমায় আমি বিয়ে করে আনবো আমার ঘরে।
  • মন যদি কাঁদে আমি আসবো বর্ষা হয়ে, মন যদি হাসে আমি আসবো চাঁদ হয়ে, যদি মন খোঁজে আমি আসবো তোমার মনের মানুষ হয়ে।
  • চাকরি আছে সরকারি মেয়েরা সব তরকারি, এত মেঘনা মেকআপ হয়ে যাবে ব্রেকআপ।
  • শান্ত নদীর ঢেউয়ের মাঝে মনটা শুধু তোমায় খোঁজে, বসে আছি তাই নদীর তীরে কত যে স্বপ্ন তোমায় ঘিরে, শুধু তুমি আমারই হবে সব সময় পাশে রবে।
  • চুমু খেতে লজ্জা লাগে প্রেম করতে নয়, তোমার বাপকে দেখলে আমার লাগে অনেক ভয়।
  • ঘরের পিছনে খেজুর গাছ চিকন চিকন পাতা, তোমার কথা মনে পড়লে বুকে করে ব্যথা।
  • বাসের পাতা খসখসে লাউ পাতা নরম, তোমার ঠোটে কিস করতে আমার লাগে শরম।
  • সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি বন্ধু যেওনা কখনো আমায় ভুলে।
  • একা একা থাকতে আমার লাগে না যে ভালো, তুমি আমার জীবন মরণ আধার ঘরের আলো।
  • ফেসবুকে গিয়ে আমি তোমার ছবি দেখি, ভালোবেসে যত্ন করে মনের মাঝে রাখি।
  • যদি বলো আমায় ভালোবাসো কতটা? তবে বলবো আমি সাগরে পানি আছে যতটা। যদি বল আমায় কতদিন মনে রাখবে, তবে বলবো আমি আকাশে চন্দ্র সূর্য যতদিন থাকবে।
  • মেঘলা আকাশে রোদের পরি মিষ্টি হাসি দাও, ভালবেসে আদর করে মনটা নিয়ে নাও, লাভ ইউ।
  • মায়াবী ওই দুটি চোখ ভীষণ ভালোবাসি, তোমার জন্যই বাঁচি আমি তোমার জন্যই হাসি।
  • ফুল বাগানে ফুল ফোটে আর দোকানে আছে মধু, তুমি যদি রাজি থাকো বানাবো তোমায় বধু।
  • মেঘ বিকেলের আলো আমার লাগে অনেক ভালো, দেখতে আমি কালো হলেও মনটা অনেক ভালো।
  • রাতের বেলা চাঁদের আলো দেয় উঁকি ঝুঁকি, তোমায় ভালোবেসে আমি হয়েছি সর্ব সুখী, চাঁদের আলোয় মুখটা তোমার আমার লাগে ভালো, তুমি আমার ভালোবাসা মিষ্টি চাঁদের আলো।
  • আমায় ছেড়ে আছ তুমি কোন বা অচিন দেশে, স্বপ্নেতে এসো কিন্তু একটু ভালোবেসে।
  • ভালবাসি ভালবাসি বলব শতবার, তুমি আমার আরাধনা তুমি অহংকার।
  • আমার ভেতর তুমি থাকো তোমার ভেতর আমি, ভালবেসে দুরে গেলে মরণ হবে জানি।
  • দুটি মানুষের দুটি দিল তার মধ্যে কত মিল, দুটি মনের দুটি আশায় এক হয়েছে ভালবাসায়।
  • পৃথিবীতে যত অদ্ভুত অনুভূতি আছে, এই সব কিছুর মধ্যে ভালোবাসা একটু বেশি অদ্ভুত।
  • আমার ভালোবাসা গোলাপের মতো, গোলাপের নিচে যে কাটা থাকে সেই কাঁটা আমি তোমাকে কখনো দেখতেই দেবো না।
  • গল্পের নায়ক তুমি কবিতার ছন্দ, এই জীবনে সুখ তুমি তোমায় ঘিরে আনন্দ।
  • তোমায় নিয়ে কতদিন ধরেছি আমি বাজি, কবে তুমি আসবে কাছে কবে ডাকবো কাজী।
  • আকাশের নীল পাখি দিও না তুমি আমাকে ফাঁকি, আমি এখন সারাদিন বসে বসে তোমার ছবি আঁকি।
  • দিনে থাকি কাজে ব্যস্ত রাতে থাকি একা, তখন আমার মনটা থাকে অনেকটাই ফাঁকা।
  • টাপুর টুপুর বৃষ্টির দিনে, তোমায় ভীষণ পড়ে মনে। পাশে থাকলে বলতাম আমি, চলো ভিজি দুজন মিলে।
  • দেখলে পরে তোমায় আমি ওঠে মনে ঝড়, জড়িয়ে ধরে রাখবো তোমায় করবো না কখনো পর।
  • ছন্দ লিখি হাজার হাজার শুধু তোমায় নিয়ে, বলোনা কোন দিন হবে আমাদের বিয়ে?
  • জীবনে চলার পথে যদি আসে কোন বাধা, হাতটা ছাড়বো না দিলাম আমি তোমায় কথা।
  • আমার প্রতিটি রাত কাটে তোমার কথা ভেবে, তুমি কি ভাবো আমায়, নাকি নাক ডেকে ঘুমাও।
  • তোমার সাথে যত দীর্ঘ সময় কাটছে আমার, আরো যেন বেশি তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি।
  • দুই হাতে সোনার চুড়ি সোনার কত দাম, সেই চুরিতে লেখা আছে তোমার আমার নাম।
  • কষ্ট যদি হয় তোমার রাতের তারা দেখো, তোমার পাশে আছি আমি মনে হলে ডেকো।
  • বানাবো আমরা ফুলের বাগান ফুটবে ফুলের তোড়া, সেই বাগানে থাকবে তুমি ফুলের মধ্যে মোরা।
  • নাইস তোমার চেহারা সুইট তোমার হাসি, সত্যি করে বললাম আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
  • কলমেতে কালি নেই, মনে নেই আশা, তাইতো আমি পেলাম না তোমার ভালোবাসা।
  • তুমি যদি লাউ হও আমি হব কদু, শীতের এই ঠান্ডা রাতে হবে কি আমার বধূ?
  • বুকে আছে প্রেম মনে আছে আশা, পাখির মতো আমরা দুজন বাধবো ছোট বাসা।
  • রাতে আমার একা লাগে পাশে নেই তো কেউ, বিয়ে করবো কবে আমি উঠেছে মনে ঢেউ।
  • মুখ যত কথা বলে ভাষা তার পায়না, মনের যত ব্যথা আছে কাগজে লেখা যায় না।
  • তোমার সঙ্গে দেখা হবে আজ না হয় কাল, তুমি আমার জীবনসঙ্গী থাকবে চিরকাল।
  • আম পাতা চিরল চিরল, কাঁঠাল পাতা ঝরে, তোমায় আমি বিয়ে করে আনবো আমার ঘরে।
  • সত্যটা বললে কি তুমি বিশ্বাস করবে? হয়তো নাও করতে পারো, কারণ সত্যটা হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি।
  • জানিনা তোমায় আমি কবে আপন পাব, জানিনা আমায় নিয়ে কতটা তুমি ভাবো, নাই ভাবলে তুমি আমায় ভেবে যাব আমি, কারণ তুমি যে আমার কাছে অনেক বেশি দামি।
  • বুকে আছে প্রেম মনে আছে তুমি, আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী।
  • তুমি আমার স্বপ্ন তুমি আমার আশা, এ জীবনে তুমি আমার শেষ ভালোবাসা।
  • প্রেমপত্র দিও আমায় তোমার হাতের লেখা, পড়ব আমি তোমার চিঠি যখন থাকবো একা।
  • সোনার গাছের ওপার পাতা ভুলে যেও না আমার কথা, টাকা পয়সা কয়েকদিন ভালোবাসা থাকবে চিরদিন।
  • ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
  • তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালবাসবে বলে।
  • মেঘ চায় বৃষ্টি চাঁদ চায় নিশি, মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।
  • আকাশের আজ মন খারাপ অঝোর ধারায় ঝরছে, বন্ধ ঘরের অন্ধকারে শুধু তোমায় মনে পড়ছে।
  • জলে যখন নেমেছি মাছ তখন ধরবো, ভালো যখন বেসেছি বিয়ে তখন করব।
  • তেতুলের পাতা ঝিরিঝিরি লেবুর পাতা গন্ধ, তোমায় আমার ভালোবাসা হবে না তো বন্ধ।
  • জলের সাথে মাছের পিরিত গাছের সাথে লতা, তোমার জন্য সইতে পারি সব ধরনের ব্যথা।
  • আকাশেতে উড়ে মেঘ জমিনেতে টান, তোমার জন্য লিখি বন্ধু ভালোবাসার গান।
  • যতন করে রেখেছি তোমায় আমার বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে, কোথায় যাব আমি কে আছে আমার, তোমায় ছাড়া পৃথিবীটা এতটাই আঁধার, এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো, জনম জনম আমি শুধু তোমারই রবো।
  • সাগরের এত পানি বালতিতে কি ভরা যায়, প্রেমের এত কথা এসএমএসে কি লেখা যায়।
  • নদীর বুকে মাছের জীবন আমার বুকে তুমি, তোমায় ছাড়া নিঃস্ব আমি ধুধু মরুভূমি।
  • চাঁদের মিষ্টি হাসি দেখতে লাগে ভালো, ভালো যদি বেসে থাকো একটা গোলাপ দিও।
  • সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় অলটাইম মিস করি আমি।
  • চোখের কি দোষ বলো, ভালো লাগে তোমাকে, মনের কি দোষ বল ভালবাসি তোমাকে।
  • সাথী হারা মন শোনে না বারণ, শুধু কাছে চাই তোমাকে, কে সেই তুমি তুমি কি সেই, যার মন চায় আমাকে।
  • সূর্যের সাথে ছন্দের পিরিত মিলেমিশে রয়, জন্ম আমার তোমার জন্য পাড়ার লোকে কয়।
  • আমার একটা বন্ধু আছে মিষ্টি তার হাসি, নিজের থেকেও তাকে আমি বড্ড ভালোবাসি।
  • দিবানিশি তোমায় ভাবি স্বপ্ন বুনি কত, হাজার রকম মানুষ আছে কেউ নয় তোমার মত।
  • ভুলতে পারিনা তারে মনে পড়ে শুধু বারে বারে,, জানি সে অনেক দূরে তবুও সে আমার হৃদয় জুড়ে।
  • আমি তোমাকে কখনো নিখুঁত ভাবি নি, কিন্তু তুমি সব সময় আমার কাছে নিখুত।
  • বৃষ্টি পরে টাপুর টুপুর গাছের পাতা নড়ে, সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে।
  • লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখব তোমার নাম, হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান।
  • তুমি রবে আমি রবো, আর রবে না কেউ, এসএমএস পাঠাবে তুমি উঠবে প্রেমের ঢেউ।
  • ফুলের মত দেখতে তুমি চাঁদের মত হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি।
  • তুমি আমার জান তুমি আমার প্রাণ, তোমার জন্য রইল আমার অশেষ ভালোবাসা।

মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ

মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ
মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ অনেকেই আছেন যারা মেয়েদেরকে ইমপ্রেস করতে পারেন না। যে কারণে কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। 
আপনারা যদি এখানে উল্লেখিত প্রেমের ছন্দ গুলো তাদের পাঠাতে পারেন তাহলে দেখবেন যে কোন মেয়ে খুব সহজেই পটে যাবে। তাই আর দেরি না করে এখান থেকে যেকোন একটি দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ উপহার দিতে পারেন আপনার পছন্দের মানুষকে।
  • মনের মাঝে প্রেম, বুকে অনেক আশা, তুমি আমার প্রথম প্রেম তুমি ভালোবাসা।
  • কিছুটা দূরে ছিলাম হয়তো লক্ষ্য করনি, আমি চোখে দেখেছিলাম তোমায় আর দেখেছিলাম সমগ্র ধরণী।
  • তোমায় আমি ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, তাই তো আমি বারেবারে তোমার কাছে আসি।
  • আমি তোমায় ভালোবাসি তুমি আমার জান, তোমার হাসি দেখলে আমার জুড়িয়ে যায় প্রাণ।
  • হাসি দিয়ে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো দূর আকাশের নীলে।
  • তাদের ওই মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো, আকাশে ওই তারার মেলা ভালোবাসবো তোমায় সারাবেলা।
  • তোমায় নিয়ে ঘর বাঁধবো বুকে অনেক আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।
  • কিভাবে বোঝাবো তোমায় আমার মনের ব্যথা, মনে যদি পরে আমায় দিও একবার দেখা।
  • একলা বসে নিঝুম রাতে ভাবছি তোমার কথা, তুমি ছাড়া অবুঝ মনটা আমার হয়ে যায় একা।
  • হাত ছুঁয়ে কথা দিলাম যাব না গো ছেড়ে, যত দূরেই থাকি না কেন মন থাকবে তোমারি তরে।
  • নিষ্পলক তাকিয়ে ছিলাম তোমার ঐ কালো টিপের দিকে, আর আশায় ছিলাম কখন তোমার চোখ পড়বে আমার দিকে।
  • আকাশের দিকে চেয়ে দেখো জ্বলছে কত তারা, তুমি ছাড়া এই জীবনে আমি দিশেহারা।
  • বাগানে ফোটে ফুল দেখতে অনেক লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
  • রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া, ভাবি শুধু তোমার কথা, কেমন আছো আমাকে ছাড়া?
  • যত দূরে যায় না কেন তুমি থাকবে কাছে, তুমি ছাড়া এ জীবনে কে থাকবে আর পাশে।
  • দিন ফুরাবে রাত ফুরাবে ফুরাবে ফুলের প্রাণ, সময় ফুরাবে জীবন ফুরাবে ফুরিয়ে যাবে জান, কিন্তু তোমার জন্য ফুরাবেনা আমার ভালোবাসার টান।
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে, সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে।
  • আকাশ দিয়ে পাখি উড়ে নীচে দিয়ে ছায়া, তোমার জন্য সারাদিন আমার লাগে অনেক মায়া।
  • ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো দুটি জীবন।
  • ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল, তোমার আমার ভালবাসা থাকবে চিরকাল।
  • তুমি আমার সকাল দুপুর তুমি সারা বেলা, কেন তুমি করো আমায় এত অবহেলা।
  • জীবন আমার ধন্য হলো তোমায় কাছে পেয়ে, একই সাথে ভেসে যাব ভালবাসা নৌকা বেয়ে।
  • দূর আকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি, কি করে বল আমি তোমায় ছাড়া থাকি।
  • চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি আসলে ডাউনলোড দিব আনলিমিটেড ভালোবাসা।
  • যেদিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝবে, ভালবেসে এই আমাকে একদিন তুমি খুজবে।
  • সকাল দুপুর সারাবেলা তোমার ছবি আঁকি, তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি।
  • দূরে গেলে তুমি হারিয়ে যাব আমি, ভালোবাসি তোমায় বোঝনা কেন তুমি।
  • যত দূরে যাও না কেন, থাকবো তোমার পাশে,যেমন করে বৃষ্টি ফোটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেব, দেব মুখের হাসি, হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি।
  • ছোট এই জীবনে একটাই শুধু চাওয়া, তোমাকে আপন করে আমার শুধু পাওয়া।
  • তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা, জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা।
  • মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।
  • ঘরের পিছনে তেঁতুল গাছ চিকন চিকন পাতা, তোমার কথা মনে পড়লে মাথায় করে ব্যথা।
  • খুঁজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাজে, তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়, সুখের স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।
  • প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা তার নাম ভালবাসা।
  • ফুলবাগানের ফুল ফোটে আর দোকানে আছে মধু, তুমি যদি রাজি থাকো বানাবো তোমায় বধু।
  • নরম হাতের সুইট লেখা বন্ধু আমি খুব একা,, চাঁদের গায়ে জোসনা মাখা মনটা আমার ভীষণ ফাঁকা, ফাঁকা মনটা পূরণ কর একটু আমায় স্মরণ করো।
  • তুমি আমার মন আকাশে উড়ে চলা বার্ড, তুমি আমার মোবাইল ফোনের ৬০০ টাকার কার্ড।
  • মন দিয়েছি প্রাণ দিয়েছি আর কিছু নেই বাকি,, বউ করে তোমায় ঘরে নিব ওগো প্রানের পাখি।
  • তোমার ওই চাঁদের মত মুখটা যখন দেখি, ইস কি যে লাগে তোমায় দারুন লাগে হেবি।
  • মনের এই রং তুলি দিয়ে তোমার ছবি আঁকি, সারারাত তোমায় নিয়ে আমি শুধু ভাবি, ভাবতে ভাবতে একটা সময় চোখে আসে দিনের আলো, প্রথম দেখাতেই তোমাকে আমার লেগে ছিল অনেক ভালো।
  • আমি আলু, তুমি ভাজি, করবো বিয়ে ডাকো কাজী।
  • ভালোবাসি তোমায় আমি জীবনের চেয়ে বেশি, যত পারো ব্যথা দাও যদি হও খুশি, কোনদিন বলব না আমি কিছু তোমাকে বুঝে নিবো বাসনা ভালো তুমি হয়তো আমাকে।
  • তুমি আমার ফুলদানিতে জমে থাকা চাই, তুমি আমার গলার মাঝে ফাঁস লাগানোর টাই।
  • হৃদয় প্রেমের তুফান শুনতে কি তুমি পাও, হৃদয় উজাড় করে প্রিয়া শুধু ভালোবাসা দাও।
  • বড় বড় গাছ ছোট ছোট পাতা, সারাদিন মনে পড়ে শুধু তোমার কথা।
  • ভালো আমি তোমায় অন্তর দিয়েই বাসি, সারা জীবন দেখতে চাই তোমার মুখের মিষ্টি হাসি।
  • জোনাকি যতই ক্ষুদ্র হোক না কেন হাজারো আঁধার তাকে বেঁধে রাখতে পারে না, ঠিক সেভাবেই আমার ভালোবাসার জলকণা তোমাকে অগণিত বার সিক্ত করবে।
  • প্রিয়া তোমার বাঁকা ঠোঁটে মিষ্টি মধুর হাসি,, জানো কি তুমি আমি বড় ভালোবাসি।
  • লবণ ছাড়া খাওয়ারের যেমন টেস্ট আসে না, তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না।
  • হৃদয় মাঝে যখন তখন দাও যে তুমি উকি, ভালোবাসা দাও শুধু দিও নাকো ফাঁকি।
  • তোমার আশায় বসে থাকি উদাস সারাক্ষণ, এই মেয়ে বলো না দেবে কি ওই মন।
  • তোমার প্রিয় টক, আমার প্রিয় ঝাল, তোমার সাথে ফুচকা খেতে যাব আমি কাল।
  • রাস্তার ধারে ফুলের গাছ আর লাল নীল ফুল, ভালোবেসে রাখবো বুকে বুঝবো না তোমায় ভুল।
  • তুমি যদি ফুল হও আমি হবো কলি, তুমি যদি ভুলে যাও কষ্ট পাবো আমি।
  • বুকে আছে প্রেম মনে আছে তুমি, আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী।
  • শীতকালে সোয়েটার পরে যখন তুমি হাটো, দেখে মনে হয় বেবি তুমি হয়ে গেছো খাটো।
  • সাজাবো আমি তোমার ছবি আমার মনের ঘরে, সেখানেতে রাখবো তোমায় অনেক যত্ন করে।
  • লতা পাতা আতা মেয়েরা নষ্ট করে ছেলেদের মাথা।
  • যাকে ভালোবাসলাম আমি সেই দিল বাঁশ, তার জন্য শুরু করেছি গোলাপ ফুলের চাষ।
  • আজকে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি, তোমার মত কাছের মানুষ কোথায় পাবো আমি।
  • তোমার জন্য আমার মনে অনেক ভালোবাসা, এই ভালোবাসা পাওয়ার অনুমতি তুমি শুধু পাবে।
  • যদি ফেব্রুয়ারি মাস ২৮ দিনে না হয়ে ৩০ দিনে হতো তাহলে বছরে আরো দুইদিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য।
  • বুকে আছে প্রেম মনে আছে আশা, পাখির মত আমরা দুজন বাধবো ছোট বাসা।
  • দিয়েছো ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাইলে মারিয়া তালা, কি করে বুঝিবো আমি তুমি কালা নাকি ধলা।
  • চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও তেমনি একজনকে ভালোবাসি, তোমার ভালোবাসা যেমন কেউ বোঝেনা, তেমনি আমার ভালবাসাও সে বোঝেনা।
  • একটি গাছে দুটি পাখি,, পাখি দুটি সাদা,, তোমার আমার ভালোবাসা একই সূত্রে বাঁধা।
  • মিষ্টি প্রেমের মিষ্টি হাসি, তাইতো তোমায় ভীষণ ভালোবাসি।
  • যদি বলো আমায় ভালোবাসো কতটা, তবে আমি বলব নদীতে জল আছে যতটা।
  • নদীর পাড়ে বসে আমি লিখছি কবিতা, দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা।
  • সেদিন বৃষ্টি ছিল না ছিলো না মেঘ আকাশে, প্রথম দেখেছিলাম তোমায় শরতের রোদ মাখা স্নিগ্ধ কমল বাতাসে।
  • কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না, তোমারে না দেখিলে আমার ভালো লাগেনা।
  • তুমি যদি আতা হও আমি হব পাতা, বিয়ের পর তোমার সাথে হবে অনেক কথা।
  • তুমি যদি চাও আমি হবো কাপ, তুমি যদি মা হও আমি হব বাপ।
  • বড়লোকের বেটি গো মাথায় নাই চুল, এমন চুলে কেমন করে দেবো আমি ফুল।
  • দুই হাতে সোনার চুড়ি আরো গলার মালা ভালোবেসে বিয়ে করবো দিও নাগো জালা।
  • ফুলবিহীন হয় না মালা মনবিহীন ভালোবাসা, তেমনি স্বপ্নবিহীন মানুষের মনে থাকে না কোন আশা।

ভালোবাসার মজার ছন্দ

আপনি কি ভালবাসার মজার ছন্দ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ আরটিকালের এই পর্বে আলোচনা করা হয়েছে ভালোবাসার মজার ছন্দ নিয়ে। ভালোবাসার মজার ছন্দ গুলো যদি আপনার মনের মানুষকে দেন তাহলে দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। 

ভালোবাসা এমন এক গভীর অনুভূতি যার সাথে হাসি কান্না মজা সবকিছুই জড়িত। ভালোবাসার মানুষকে একটু হাসানোর জন্য ভালোবাসার মজার ছন্দ তো দেওয়াই যায়। চলুন তাহলে আর দেরি না করে আমরা ভালোবাসার মজার ছন্দ সম্পর্কে জেনে নেই।
  • তোমার বাবার শাসানিতে ভয় আমার নাই। বুকে পেয়েছি তোমায় আমি আর কি আমার চাই।
  • একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল, তোমায় আমি ভালোবাসি থাকবো চিরকাল।
  • ফুল লাল পাতা সবুজ মন কেন এত অবুঝ, কথা কম কাজ বেশি মন চায় তোমার কাছে আসি, মেঘ চায় বৃষ্টি চাঁদ চায় নিশি, মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।
  • ফুল ফুল কোরোনা, ফুল আমি দেব না। ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়। ভালোবাসা দিয়ে দাও ফুল তুমি নিয়ে নাও, ফুল নিয়ে চলে যাও আই লাভ ইউ বলে যাও।
  • জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি। জানতাম না ভালোবাসা কাকে বলে শিখিয়েছো তুমি আমাকে।
  • তুমি যদি ঢেউ হও আমি হব সাগর, চুপি চুপি বিয়ে করে করবো দুজন বাসর।
  • বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, সবার একটা জিএফ আছে আমার বউ কই।
  • নীল আকাশ মেঘলা হল নামবে হয়তো বৃষ্টি, আমার কথা মনে পড়লে জানালায় রেখো দৃষ্টি।
  • একটু পরে টাপুর টুপুর নদীতে এলো বান, এইমাত্র তোরে নিয়ে ঘুরে এলাম তারপরও মিসকল মারিস কেন।
  • আকাশ ভেঙে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বর্ষা ঝরে, বৃষ্টি পড়ে গাছের ডালে মাঠে ঘাটে বাড়ির চালে।
  • আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তোমার মত ঝগড়াটে বউ পায় না যেন কেউ।
  • সাদা মেঘ আকাশ থেকে বেলার কেড়েছে গতি, রোদ্দুর আজ না হয় খনিকে বিরতি।
  • মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসবো তোমায় অনেক ভালো, মিটিমিটি জোনাকি জলে দেখাবো তোমায় ভালোবাসা কারে বলে।
  • তুমি ছাড়া শূন্য সবই কিছু আর ভালো লাগে না, কবে আসবে হবু বউ তুমি আমার মন যে আর মানে না।
  • ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষন, আছিস তুই মনের মাঝে পাশে থাকিস সকাল সাজে,, কি করে তোকে ভুলবে এই মন তুই যে আমার জীবন।
  • আমার আকাশে আজ সারাদিন বৃষ্টি এ যেন সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টি। বৃষ্টির এই দিনে তোমায় মনে পড়ে তোমায় ছেড়ে যাবো না তো কখনো আমি দূরে।
  • বন্ধু মানে নীল আকাশ মেঘলা দিনের শীতল বাতাস, কষ্ট পেলে বুঝতে শেখা ভালোবেসে স্বপ্ন দেখা,, বন্ধু তুমি আমার প্রিয় কষ্ট পেলে জানিয়ে দিও।
  • আকাশেতে মেঘ জমেলে বৃষ্টি হয়ে ঝরে, চাঁদনী রাতে তোমায় বন্ধু বেশি মনে পড়ে।
  • আকাশে মেঘ মেলেছে ডানা, ছুঁয়ে গেছে নীল সীমানা, বৃষ্টিতে ভিজে গেছে আজ যেন সারাটা শহর, বড়ই ভালো কাটছে আমার যেন প্রতিটি প্রহর।
  • ভালবাসলে বিয়ে করব রাগ করলে কিস করবো, কাছে থাকলে আদর করবো, দূরে গেলে মিস করবো।
  • বুকে আছে প্রেম মনে আছে তুমি, আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী।
  • দিয়েছো ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাই লে মালা কি করে বুঝবো তুমি কালা নাকি ধলা।
  • লতাপাতা আতা, মেয়েরা নষ্ট করে ছেলেদের মাথা।
  • তুমি আমার মন আকাশে উড়ে চলা বার্ড তুমি আমার মোবাইল ফোনের ৬০০ টাকার কার্ড।
  • পৃথিবীতে যত পুরুষ খেয়েছে বাশ, অর্ধেক তার দিয়েছে নারী আর অর্ধেক তার ক্রশ।
  • আমি আলো তুমি ভাজি করবো বিয়ে ডাকো কাজী।
  • প্রোফাইল করিয়া লক দুয়ারে দিয়েছো নক, কি করিয়া বুঝিবো আমি কাউয়া নাকি বক।
  • মুখের মধ্যে স্টিকার লাগিয়ে ছবি আপলোড করা আপু গুলো খুবই পর্দাশীল হয়।
  • তোমারও ঘুম নাই আমারও ঘুম নাই চলো আমরা প্রেম কইরা বেড়াই।
  • কবি বলেছেন বাড়লে বয়স বন্ধু কমে শুধু ফোনের কন্টাক্ট নাম্বার জমে।
  • তুমি চুল আমি শ্যাম্পু তুমি ট্রাক আমি টেম্পু, তুমি ফ্যান আমি লাইফ তুমি ডে আমি নাইট, চলো ধরি প্রেমের ফ্লাইট।
  • আকাশেতে তারা ওঠে যায় না তারে ছোঁয়া, ভালোবেসে তোমায় আমি করবো ঘরের বুয়া।
  • নারিকেল গাছে নারিকেল ফলে, পেঁপে ফলে না, আমার মা তোমার কখনোই শাশুড়ি হবে না।
  • তুমি যদি পুকুর হও আমি হব মাছ তুমি যদি কুঞ্চি হও আমি হব বাশ।
  • সে আমায় দেখে দিয়েছিল হাসি, অতঃপর আমার উঠেছিল কাশি।
  • তুমি যদি ফুল হও আমি হবো কলি আমার সাথে বেইমানি করলে করবো তোমায় গুলি।
  • তুমি আমার ফুলদানিতে জমে থাকা ছাই তুমি আমার গলার মাঝে ফাঁস লাগানোর টাই।
  • লাল পানি খেলে চোখ লাল, প্রেম করলে মন লাল, কিস করলে ঠোট লাল, ধরা পড়লে পিঠ লাল।
  • একটি ফুল দুটি পাতা মনে পড়ে তোমার কথা, তুমি বলবে কি আমার সাথে কথা।
  • আম গাছে আম ফলে জাম ফলে না, তোমার মা কি আমার শাশুড়ি হবেনা?

প্রেমিকাকে খুশি করার মেসেজ

আপনি যদি ভেবে থাকেন আপনার প্রেমিকাকে খুশি করতে মেসেজ দিবেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মুখে বলা থেকে আপনি যদি তাকে এসএমএস এর মাধ্যমে কোন প্রেম বার্তা পাঠান তাহলে দেখবেন সে আপনার প্রতি অনেক বেশি ইম্প্রেস হয়ে যাবে। 

কারণ মেয়েরা মাঝে মাঝে তার ভালোবাসার মানুষের কাছ থেকে এ ধরনের পাগলামি আশা করে। তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে খুশি করতে চান এবং মুখে কিছু না বলতে পারেন তাহলে এখান থেকে যেকোন একটা মেসেজ হতে পারে আপনার প্রেমের বাহক।
  • তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে লোভী বানিয়ে দিয়েছে। তাই বলে ভেবোনা তোমার মনের বিরুদ্ধে যাব।
  • তোমায় নিয়ে লেখা আমার সব কবিতা হয়তো পূর্ণতা পাবে না। তবে আমি ভেবে পূর্ণতা পাব তুমি আমার কবিতার রানী।
  • আমি তোমাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখতে চাই। তুমি একবার আমার হাতে হাত রেখে আজীবনের জন্য হৃদয়ের কয়েদি হয়ে যাবে।
  • অতি ক্ষুদ্র জোনাকি কিন্তু গভীর রাতে আলো দেয়। তেমনি তুমি আমার জীবনে এলে আমার জীবনটা আলোকিত হয়ে যাবে।
  • আর কতটুকু ভালোবাসা দিলে তুমি আমার হবে। কারন তোমাকে ছাড়া আমি তো পুরোটাই নিঃসঙ্গ।
  • আর কত ভাবে প্রমাণ করবো আমি তোমাকে ভালবাসি। ভালবাসা কি কখনো প্রমাণ দিয়ে হয়। কথা দিলাম তোমার সমস্ত কঠিনত্বকে আমি জয় করে নেব।
  • সেদিনের ভালোলাগা থেকে জন্ম নেয় আমার ভালোবাসা, আর সেই সাথে গড়ে ওঠে আমার ছোট্ট ছোট্ট অনেক আশা।
  • ভালোবাসা কখনো একতরফা হয় না। তবুও আমি অনেক আগে থেকেই তোমাকে একতরফা ভালোবেসে যাচ্ছি।
  • অসম্ভব সুন্দর লাগছিল তোমায় ডালিম ফুলের মত লাল টুকটুকে শাড়িতে, যেন রূপকথা কে হার মানায় মর্তের বুকে কোন এক ডানা কাটা পরি।
  • তুমি জানো? তোমাকে কিসের মত লাগে, তোমাকে সেন্টার ফুট এর মত লাগে কারণ তুমি বাহিরে কিউট আর ভিতরে সুইট।
  • আমার শতাব্দী নীল পদ্ম শুধু তোমাকেই মানায়। আমার ভালোবাসা যেন সেই এক শতাব্দীর পুরনো কোন মায়া রহস্য।
  • শোনো গো মনের মানুষ তুমি শুধু আমার ভালোবাসার মানুষই নয়, তুমি আমার প্রথম এবং আমার শেষ ভালোবাসা।
  • কিভাবে বলবো কথা করবো কিছু মিথ্যে বাহাদুরি, তোমার ঐ খোলা চুল যেন সমস্ত কাব্যকে করেছিল চুরি।
  • তোমার মুখে একটু হাসি আমার জন্য যথেষ্ট। তবে কখনো ওই চোখে অশ্রু দেখতে চায় না।
  • তোমাকে ভালবাসি বলেই হয়তো প্রতিদিন খোদার কাছে তোমার জন্য প্রার্থনা করি। এ জীবনে তোমাকে যেন জীবনসঙ্গী হিসেবে পাই।
  • টাপুর টুপুর বৃষ্টি হয়ে আমার জীবনে এলে। শুধু এটুকু মনে রেখো আমাকে হাত বাড়ালেই পাবে।
  • তুমি নারী,, তুমি কোমল,, তুমি নমনীয়।। অথচ তোমাকে যখন পেতে চাইলাম তুমি যেন অজেও।
  • তোমাকে খুশি করার জন্য আমি কত চেষ্টা করি, তোমার একটু হাসি আমার দিনের প্রতিটা পলকে যেন জীবন্ত করে তোলে। আই মিস ইউ
  • ক্যাডবেরি চকলেট ও এতটা মিষ্টি লাগে না, তোমার কথা যতটা মিষ্টি লাগে।
  • আমার ফোনে তোমার কল আসলে ফোনে রিংটোন বেজে উঠুক বা না উঠুক, আমার হৃদয়ে ঠিক ঐ রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে।
  • শুনেছি কেউ নাকি সত্যিকারের ভালবাসলে সকল বাধা পেরিয়ে তার ভালোবাসা জয় হয়। তাহলে বলো না আমার ভালোবাসা কবে জয়ী হবে।
  • তুমি নিজেকে অতটাও দূরে সরিয়ে রেখো না যেখানে আমার হৃদয় পৌঁছাতে পারবে না।
  • আমি তোমাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখতে চাই। তুমি একবার আমার হাতে হাত রেখে আজীবনের জন্য হৃদয়ের কয়েদি হয়ে যাবে।
  • জানিনা কি ভাবছিলে সেদিন কোথায় ছিল তোমার দৃষ্টি, আমার তো বেহালদশা। টিকছে না অগোছালো প্রীতি নতুন করে সৃষ্টি।
  • তুমি একদম আলাদা, অনেকটা বকুল ফুলের গন্ধের মত, যার সাথে অন্য কোন কিছু তুলনা হয় না।
  • আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক আমার হৃদয় ঠিক ওই ভাইব্রেট হয়ে যায়।
  • নীলিমার অপেক্ষায় ঐ নীল মেঘের অপেক্ষায় ঐ আকাশ, রাতের অপেক্ষায় ঐ চাঁদ বসন্তের অপেক্ষায় ঐ কোকিল, আর তোমার মিষ্টি হাতের এস এম এস এর অপেক্ষায় আমি
  • আমি তোমাকে কখনো নিখুঁত ভাবি নি কিন্তু তুমি সব সময় আমার কাছে নিখুঁত।
  • পেয়ে হারানোর যন্ত্রণা যেন কখনোই তোমাকে ছুঁতে না পারে। কারণ এই যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না।
  • আমি জানিনা কেন তোমাকে এত ভালোবাসি, এত কষ্ট দেওয়ার পরও সব ব্যথা লুকিয়ে তবুও আমি হাসি।
  • আমার জীবন কবিতায় প্রতিটা শব্দ যেন তুমি ছুঁয়ে আছো, হয়তো আমার প্রেম শুধু তোমাকে ঘিরে পূর্ণতা পায়।
  • আমার এই হৃদয়ের মাঝে কেবল তোমার ভালবাসা ছাড়া অন্য কিছুই অনুভব করতে পারি না। মনের মাঝে শুধুই তুমি, আমার চিন্তাগুলিতে মিশে আছো তুমি।
  • আমি যদি তোমার জন্য এক সমুদ্র কান্না করতে পারি, তাহলে তুমিও অন্তত সূর্যের হাসির মতোই এক কিরণ ভালোবাসা উপহার দিয়ে।
  • যতবার তোমাকে দেখি যেন আরো এক সাগর আকাঙ্ক্ষা গ্রাস করে আমাকে, তোমাকে দেখার এই আকাঙ্ক্ষা শুধু একমাত্র তুমিই নিরূপণ করতে পারো।
  • আমার এই জীবনটাকে পূর্ণতা দিয়েছো তুমি। কারণ আমার এই প্রেম শুধু তোমাকে ঘিরেই পূর্ণতা পায়।
  • সারা জীবন তোমাকে আমার চোখে তারা করে রাখবো। কোথাও হারিয়ে যেতে দেব না কোনদিন।
  • তোমার হৃদয় কি আমার জন্য একটু জায়গা হবে। কারণ আমার পুরো হৃদয়টা জুড়েই তো তুমি আছো।
  • কি জাদু করেছো আমায়, ভুলতে পারিনা তোমায়, সকাল বিকাল সাজে, আমার মনে শুধু তোমার কথাই বাজে।
  • চাঁদ সুন্দর, তারা সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর আমার সোনা পাখি।
  • তোমাকে এতটা ভালবাসি যে, সেটা তোমার কল্পনার বাহিরে।
  • ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
  • চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
  • হাজার তারা চাইনা আমি একটি চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটি গোলাপ চাই, হাজার জনম চাইনা আমি একটি জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
  • চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত, সূর্যকে ভালবাসি দিন পর্যন্ত, ফুলকে ভালোবাসি সুবাস পর্যন্ত, আর তোমাকে ভালোবাসি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত।
  • দিনের আলো চলে যায় ফিরে আসে রাত, কাছে এসে তুমি আমার ধরো দুটি হাত।
  • প্রেম তুমি, সাথী তুমি, তুমি আমার আশা, জীবন তুমি মরণ তুমি তুমি ভালোবাসা।
  • রাতে আমার একা লাগে পাশে নেই কেউ, করবে নাকি বিয়ে আমায় মনে প্রেমের ঢেউ।
  • জলের নিচে মাছ থাকে মাছের গায়ে আশ, তোমায় আমি ভালোবাসি বাসবো বারো মাস।
  • টুটুল গাছে তেতুল রেখে জিহ্বায় আসে জল, রাতে তুমি একা হলে আমায় দিও কল।
  • আমি যদি গোলাপ হই তুমি হবে গাধা, আমি এখন ঘুমাতে যাব তুমিও যাও টা টা।
  • লিচু খেতে অনেক মজা, টক অনেক জাম আমার মনে লেখা আছে শুধু তোমার নাম।
  • যদি জোনাকি হতাম তোমার কাছে উড়ে যেতাম, মিটিমিটি করে জ্বলতাম তোমার চারপাশে, নিরবে বসতাম তোমার পাশে আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম।
  • তুমি আমার স্বপ্ন তুমি আমার আশা এ জীবনে তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা।

শেষ কথা - মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ

প্রিয় পাঠক আশা করছি আপনি হয়তো মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ - অসম্ভব সুন্দর প্রেমের ছন্দ সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। ভালোবাসা এমন এক অনুভূতি শুধুমাত্র যারা ভালবাসে তারাই জানে। ভালোবাসার মানুষের মুখে হাসি দেখতে কতই না ভালো লাগে। অনেক সময় ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ছন্দের প্রয়োজন হয়।

ভালোবাসার মানুষেরা চায় তার মনের মানুষ তাকে ভালো ভালো কথা বলবে। তাকে উদ্দেশ্য করে সুন্দর সুন্দর ছন্দ লিখবে এছাড়াও ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে ফেসবুকে ভালোবাসার স্ট্যাটাস দিবে। এ ধরনের ছোট ছোট ভালোবাসা প্রকাশকেই প্রিয় মানুষ অনেক পছন্দ করে। যা আমরা এই আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।

প্রতিদিন নিত্যনতুন ও তথ্যসমৃদ্ধ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আয়াত ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url